1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্ড ফ্লু আক্রান্ত মুরগি বিক্রি হচ্ছে

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৫ অক্টোবর ২০১২

শীত না আসতেই বাংলাদেশে মুরগির খামারে আবারো বার্ড ফ্লু’র সংক্রমণ শুরু হয়েছে৷ আর এতে যাঁরা খামার চালান, তাঁরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন৷ তাঁরা বলছেন, এখনো ভ্যাকসিন আমদানির ব্যবস্থা না করায় তাঁরা তাঁদের খামার নিয়ে চিন্তিত৷

ছবি: picture alliance / ZB

গাজীপুরের ব্রাদার্স পোল্ট্রি ফার্মে বার্ড ফ্লু'র সংক্রমণ নিশ্চিত হওয়ার পর সেখানকার সব মুরগি ধ্বংস করা হয়েছে মঙ্গলবার রাতে৷ গাজীপুরের ভ্যাটেনারি সার্জন ডা. লুৎফর রহমান ডয়চে ভেলেকে জানান, ঢাকার কেন্দ্রীয় পশু রোগ অনুসন্ধান গবেষণা কেন্দ্রে মুরগির নমুনা পরীক্ষা করে তাঁরা বার্ড ফ্লু'র ব্যাপারে নিশ্চিত হয়েছেন৷ আর এই সংক্রমণের কারণে আশপাশের খামারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷

বাংলাদেশে প্রথম বার্ড ফ্লু ধরা পরে ২০০৭ সালে৷ তখন সারা দেশে মুরগির খামার ছিল প্রায় দেড় লাখ৷ এরপরও প্রতিবছর কম-বেশি পোল্ট্রি ফার্ম বার্ড ফ্লু সংক্রমণের শিকার হয়েছে৷ ফলে এখন দেশে খামারের সংখ্যা কমে দড়িয়েছে মাত্র ৬৫ হাজারে৷ কমে গেছে ডিম আর মুরগির উৎপাদন৷ বাংলাদেশ পোল্ট্রি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি মশিউর রহমান ডয়চে ভেলেকে জানান, শীত শুরুর আগেই যদি ভ্যাকসিন দেয়া যেত তাহলে এই সংক্রমণ থেকে পোল্ট্রি ফার্মগুলোকে রক্ষা করা যেত৷ কিন্তু সরকার এ ব্যাপারে এতদিনেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি৷

তিনি জানান, ক্ষতিগ্রস্ত খামার মালিকরা কোনো আর্থিক সহায়তা বা ব্যাংক ঋণ পান না৷ তাই তাঁদের কেউ কেউ অনৈতিক জেনেও ক্ষতি পোষাতে বার্ড ফ্লু আক্রান্ত মুরগি বাজারে বিক্রি করেন৷ এ কারণে বার্ড ফ্লু আরো বেশি ছড়ায়৷

তিনি বাংলাদেশের পোল্ট্রি শিল্পকে রক্ষায় দ্রুত ভ্যাকসিন আমদানি এবং ক্ষতিগ্রস্তদের স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করার দাবি জানান৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ