1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনকে ‘নিজের চরকায় তেল' দিতে বললো তুরস্ক

৫ সেপ্টেম্বর ২০১৭

আরো দু'জন জার্মান নাগরিকের সাম্প্রতিক গ্রেপ্তার নিয়ে বার্লিনের মাথা ঘামানো উচিত নয়, বলেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু৷ অপরদিকে এঁদের একজনের মুক্তি পাবার খবর দিয়েছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়৷

Sigmar Gabriel und Mevlut Cavusoglu
ছবি: picture-alliance/dpa/G. Fischer

গত সপ্তাহে যে দু'জন জার্মান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল, তাঁদের একজনকে ছেড়ে দেওয়া হয়েছে, বলে সোমবার জানায় বার্লিনের পররাষ্ট্র মন্ত্রণালয়৷ সংশ্লিষ্ট ব্যক্তির আইনজীবীর কাছ থেকে এই ‘‘ইতিবাচক খবর'' পাওয়া গিয়েছে, বলে মন্ত্রণালয়ের তরফ থেকে যোগ করা হয়৷

এর মাত্র একদিন আগে তুর্কি কর্মকর্তারা বার্লিনকে তুরস্কের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো থেকে বিরত থাকতে বলেন৷ ইতিপূর্বে খবর বেরোয় যে, সংশ্লিষ্ট দু'জন জার্মান নাগরিককে ‘‘রাজনৈতিক কারণে'' গ্রেপ্তার করা হয়েছে৷

তুরস্কের আনাদোলু সংবাদ সংস্থার বিবরণ অনুযায়ী তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু জার্মানিকে উদ্দেশ্য করে বলেছেন যে, এটা জার্মানির ব্যাপার নয় – তিনি যুগপৎ জার্মান সরকারের তীব্র প্রতিক্রিয়াকে উপেক্ষা করেন৷

‘‘আমরা যখন (সামরিক অভ্যুত্থানের একজন যড়যন্ত্রকারীকে) গ্রেপ্তার করি, তখন জার্মানি উত্তেজিত হয়ে পড়ে৷ কিন্তু আমরা কি করতে পারি?'' আনাদোলুর বিবরণ অনুযায়ী চাভুসোগলু মন্তব্য করেছেন৷ ‘‘এটা একজন তুর্কি নাগরিকও বটে, কিন্তু (জার্মানি) জানতে চায়, তোমরা আমাদের নাগরিককে গ্রেপ্তার করছ কেন?''

২০১৬ সালের জুলাই মাসের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর তুরস্কে প্রায় ৫০,০০০ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাদের মধ্যে অন্তত ৫৫ জন জার্মান নাগরিক হিসেবে জ্ঞাত এবং সেই ৫৫ জনের মধ্যে ১২ জনকে ‘‘রাজনৈতিক বন্দি'' হিসেবে ধরে রাখা হয়েছে, বলে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে৷

সর্বাধুনিক গ্রেপ্তারিগুলি ঘটে গত সপ্তাহের শেষে, যখন দু'জন জার্মান নাগরিককে দক্ষিণ-পূর্ব তুরস্কের আন্টালিয়া বিমানবন্দরে আটক করা হয়৷ ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সঙ্গে তাদের যোগাযোগ ছিল, বলে সন্দেহ করা হচ্ছে – বলে জানিয়েছে তুরস্কের দোগান সংবাদ সংস্থা৷

গ্রেপ্তারকৃত দু'জন ব্যক্তি তুর্কি নাগরিক, বলে জানিয়েছেন আংকারা সরকার; কিন্তু শুক্রবার জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় বলে যে. সংশ্লিষ্ট দু'জনের শুধু জার্মান পাসপোর্ট ছিল, বলে বার্লিনের বিশ্বাস৷

চাভুসোগলুর মন্তব্যের আগের দিন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম ঐ দু'জন জার্মান নাগরিকের গ্রেপ্তার প্রসঙ্গে জার্মান বিধায়কদের তাদের ‘‘নিজের চরকায় তেল'' দিতে বলেন৷

জার্মানি তুরস্কের ইইউ সদস্যতা সংক্রান্ত আলাপ-আলোচনা বাতিল করতে প্রস্তুত

গত বছরের ব্যর্থ সামরিক অভ্যুত্থান ও তার ফলশ্রুতি হিসেবে সম্ভাব্য রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের বিরুদ্ধে তুর্কি সরকারের দমন অভিযান যাবৎ বার্লিন ও আংকারার মধ্যে সম্পর্কে গুরুতর অবনতি ঘটেছে৷ জার্মান ‘ডি ভেল্ট' পত্রিকার ইস্তানবুল সংবাদদাতা ডেনিজ ইউচেল ও জার্মান মানবাধিকার আন্দোলনকারী পেটার স্টয়েডনার-এর গ্রেপ্তারের পর পরিস্থিতি আরো খারাপ হয়েছে৷

রবিবার সন্ধ্যায় চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও এসপিডি দলের চ্যান্সেলর পদপ্রার্থী মার্টিন শুলৎসের মধ্যে টেলিভিশন বিতর্কে ম্যার্কেল ঘোষণা করেন যে, তিনি তুরস্কের ইইউ সদস্যতা সংক্রান্ত আলাপ-আলোচনা বাতিল করার জন্য সচেষ্ট হবেন৷ তুরস্ক কখনো ইইউ-তে যোগ দেবে ও তা কোনোদিন ঘটবে বলে তিনি মনে করেন না – ম্যার্কেল যোগ করেন৷

গত সপ্তাহে জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গাব্রিয়েলকে বলতে শোনা যায় যে, তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ান যতদিন তুরস্কের নেতৃপদে রয়েছেন, ততদিন তুরস্কের ইইউ-তে যোগদানের কোনো প্রশ্ন ওঠে না৷

‘‘এর্দোয়ান সরকারের নেতৃত্বাধীন তুরস্ক কোনোদিন ইইউ-তে যোগদান সংক্রান্ত আন্তরিক আলাপ-আলোচনা চালাতে পারবে না, কেননা উনি তুরস্ককে ইউরোপ থেকে আরো দূরে সরিয়ে নিয়ে যাচ্ছেন'', গাব্রিয়েল জার্মান জেডডিএফ টেলিভিশনকে বলেন৷ ‘‘কিন্তু উনি জার্মানি ও তুরস্কের তুর্কিদেরএই ধারণা দিতে চান যে, আমরাই সম্পর্ক ভেঙে দিচ্ছি'', গাব্রিয়েল মন্তব্য করেন৷

সাম্প্রতিক কয়েক সপ্তাহে জার্মানি তুরস্কের প্রতি তার মনোভাব আরো কড়া করেছে৷ গত জুলাই মাসে গাব্রিয়েল জার্মান সরকারের তরফ থেকে তুরস্ক ও এর্দোয়ান সরকারের বিরুদ্ধে এ যাবৎ সবচেয়ে কড়া বিবৃতি দেন৷ তুরস্কের প্রতি জার্মানির নীতির ‘‘পুনর্বিন্যাস''-এর অঙ্গ হিসেবে গাব্রিয়েল জার্মান নাগরিকদের তুরস্ক যাত্রার সময় অতীব সাবধান থাকার পরামর্শ দেন ও জার্মান কোম্পানিদের তুরস্কে বিনিয়োগ বা ব্যবসা থেকে বিরত থাকার পরামর্শ দেন৷

এসি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ