1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনালে ২০১৩

১৩ জানুয়ারি ২০১৩

বার্লিন চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া আরো কয়েকটি ছবির নাম ঘোষণা করেছে কর্তৃপক্ষ৷ পৃথিবীর অন্যতম বড় এই উৎসব শুরু হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি, চলবে ১৭ তারিখ অবধি৷

ইরানে নিষিদ্ধ ঘোষিত পরিচালক জাফর পানাহির একটি নতুন ছবি এবার প্রদর্শন করা হবে বার্লিনালেতে৷ ছবির নাম ‘পর্দা'৷ পানাহি এবং অপর ইরানি পরিচালক কম্বোজিয়া পার্টোভি যৌথভাবে ছবিটি নির্মাণ করেছেন৷

এর আগে পানাহির ছবি ‘দ্য সার্কেল এন্ড অফসাইড' তাঁকে বিশ্বব্যাপী সুখ্যাতি এনে দেয়৷ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে তাঁর এই ছবিটি রাখা হয়েছিল৷ তবে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর বিরোধ চলছে৷ সেদেশের কর্তৃপক্ষ পানাহিকে ছয় বছরের কারাদণ্ড এবং যেকোন ধরনের চলচ্চিত্র নির্মাণ, চিত্রনাট্য তৈরি, সাক্ষাৎকার প্রদান বা ইরান ত্যাগের উপর ২০ বছরের নিষেধাজ্ঞা জারী করেছে৷

আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্প সূত্রগুলো অবশ্য ধারণা করছে, পানাহির উপর এসব শাস্তি এখনো কার্যকর হয়নি৷ একজন মুখপাত্র এই বিষয়ে জানিয়েছেন, পানাহি এবং পার্টোভি সর্বশেষ ছবিটি কিভাবে তৈরি করেছেন, সেসম্পর্কে কোন তথ্য বার্লিনালের কাছে নেই৷ ২০১১ সালে তিনি ‘দিস ইজ নট এ ফিল্ম' শীর্ষক ভিডিও ডায়েরিটি অবৈধভাবে তৈরি করেছিলেন৷

২০০৬ সালের বার্লিনালেতে পুরস্কার হাতে জাফর পানাহিছবি: Getty Images

এখানে বলা প্রয়োজন, পানাহির উপর ইরান সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদে সবসময়েই সরব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং চলচ্চিত্র সংস্থাগুলো৷ পাশাপাশি অন্যান্য ইরানি চলচ্চিত্র নির্মাতাদেরকেও সমর্থন অব্যাহত রেখেছ আন্তর্জাতিক সম্প্রদায়৷ ২০১১ সালে নজিরবিহীনভাবে বার্লিনালের সবগুলো প্রথম সারির পুরস্কার প্রদান করা হয় ইরানি পরিচালক আসগর ফরহাদিকে৷ ‘এ সেপারেশন' ছবির জন্য এসব পুরস্কার জয় করেন তিনি৷

এক বছর পর, ইরানের প্রথম ছবি হিসেবে একাডেমী অ্যাওয়ার্ড জয় করে ‘এ সেপারেশন'৷ সেরা বিদেশি চলচ্চিত্র বিভাগে এই সম্মাননা অর্জন করে ছবিটি৷

উল্লেখ্য, ১৯৫১ সালে বার্লিন চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু হয়৷ ১৯৭৮ সাল থেকে প্রতি বছরের ফেব্রুয়ারি মাসে এই উৎসবের আয়োজন করা হচ্ছে৷ বিশ্বের নামিদামী চলচ্চিত্র পরিচালক, শিল্পী এবং কলাকুশলীরা নিয়মিত অংশ নেন এই উৎসবে৷

এআই / এসিবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ