1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মধ্য ইউরোপের ছবি

১২ ফেব্রুয়ারি ২০১৩

গোল্ডেন বেয়ার পাবার প্রতিযোগিতায় নামছে যে ১৯টি ছবি, তার মধ্যে চারটি মধ্য ও পূর্ব ইউরোপের, কমিউনিজমের পতনের পর যেসব দেশের চলচ্চিত্র শিল্পের নাম মুছে গিয়েছিল সিনেমামোদীদের ডিকশনারি থেকে৷

ছবি: Tom Greenwood

কম্যুনিজম যাওয়ার মানে রাষ্ট্রের তরফে অর্থায়ন বন্ধ৷ বড় বড় স্টুডিওগুলো বন্ধ হয়ে গিয়েছে৷ হলিউডের ছবি এসে ছবিঘরগুলো অধিকার করে বসে আছে৷ ‘‘এ'সব দেশে আমাদের (ফিল্ম তৈরির) একটা বিশেষ ইতিহাস আছে,'' বলেছেন ‘ইন দ্য নেম অফ' ছবির পোলিশ পরিচালক মাউগোস্কা জুমোভস্কা৷

পোল্যান্ডের একটি ছোট্ট গ্রামের এক সমকামী ক্যাথলিক যাজক'কে নিয়ে ছবি করাটা যে কত বড়ো সাহসের ব্যাপার, সেটা আজকের পোল্যান্ড ঘুরে এলেও বুঝতে পারা যায়৷ জুমোভস্কার ছবিটি দিয়েই শুক্রবার বার্লিনালের মূল প্রতিযোগিতার অংশটা শুরু হয়৷

‘‘এখনও সব কিছু নতুন, গণতন্ত্র পর্যন্ত৷ আমরা একটা বিশেষ সমাজ, সব কিছু খুবই গতিশীল,'' নিজের দেশ সম্পর্কে বলেছেন জুমোভস্কা৷ মধ্য ও পূর্ব ইউরোপের সিনেমায় মহিলাদের উঠতি ও বাড়তি গুরুত্বের একটি প্রমাণ হলেন তিনি স্বয়ং৷

বার্লিনালের এবারের আয়োজনও বৈচিত্রে ভরপুরছবি: Tom Greenwood

অন্যরাও আছেন৷ এমির বায়গাজিন'এর প্রথম কাহিনিচিত্র ‘‘হার্মনি লেসন্স'' হল কাজাকস্তানের প্রথম ফিল্ম, যা বার্লিনালের মুখ্য প্রতিযোগিতায় স্থান পেয়েছে৷ ১৩ বছরের এক কিশোরের চোখ দিয়ে কাজাখ জনজীবনের ক্রমবর্ধমান নির্মমতাকে তুলে ধরা হয়েছে৷

ক্যালিন পেটার নেটসার'এর ‘‘চাইল্ডস পোজ'' ছবিটি আবার প্রমাণ করল যে, রোমানিয়ার ফিল্মমেকাররা মধ্য ও পূর্ব ইউরোপীয় ফিল্মের পুনর্জাগরণে অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং নিচ্ছেন৷ দুর্নীতি রোমানিয়ার একটি মূল সমস্যা এবং সেটাই নেটসারের ছবির উপজীব্য৷ এক মা স্থানীয় কর্মকর্তাদের ঘুস দিয়ে তাঁর ছেলের জেলে যাওয়া রোখার চেষ্টা করছেন৷

রুশ পরিচালক বরিস খ্লেবনিকভ'এর ‘‘দীর্ঘ ও সুখী জীবন'' ছবিটিতে এক তরুণ উভয়সংকটে পড়েছেন: উত্তর রাশিয়ায় তিনি যে যৌথ খামারটি চালান, তার জন্য তাঁকে বিপুল পরিমাণ অর্থের লোভ দেখানো হচ্ছে৷

বসনিয়ার চিত্রপরিচালক ড্যানিস তানোভিচ'এর ‘‘এক লোহাকুড়ুনির জীবনের একটি ঘটনা'' ছবির বিষয় হল হালের ইউরোপে একটি জিপসি পরিবারের চরম দারিদ্র্য৷

ও হ্যাঁ, সস্তা, রোমাঞ্চকর শুটিং'এর লোকেশনের খোঁজে বাকি দুনিয়াও মধ্য ও পূর্ব ইউরোপের সন্ধান পেয়েছে, এমনকি বলিউডও৷

এসি / এসবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ