বছর ঘুরে আবার এলো বার্লিন চলচ্চিত্র উৎসব, যেটা ‘বার্লিনালে’ নামে বেশি পরিচিত৷ এবার এই আয়োজনের ৬৪তম সংস্করণ, যার উদ্বোধন হবে বৃহস্পতিবার৷ শেষ হবে ১৬ ফেব্রুয়ারি৷
বিজ্ঞাপন
উৎসবের সেরা পুরস্কার ‘গোল্ডেন বেয়ার'-এর জন্য এবার লড়ছে ২০টি ছায়াছবি৷ এর মধ্যে থাকা এশিয়ার চারটি ফিল্মের তিনটিই চীনা পরিচালকদের নির্মিত৷ ছবিগুলো হচ্ছে ‘ব্ল্যাক কোল, থিন আইস', ‘নো ম্যানস ল্যান্ড' এবং ‘ব্লাইন্ড ম্যাসেজ'৷ ১৫ ফেব্রুয়ারি বিজয়ীর নাম ঘোষিত হবে৷
মোট ১১দিনের এই উৎসবে বার্লিনের বিভিন্ন জায়গায় প্রায় চারশোটি ছবি প্রদর্শিত হবে৷
নানা রঙে রঙিন বার্লিনালে ২০১৩
‘‘বার্লিনালে আসছে’’– বললেই অনেকে বুঝে নেন জার্মানিতে শুরু হতে চলেছে বিশাল এক চলচ্চিত্র উৎসব৷ বার্লিনালে মানে ভালুকও থাকবে সেখানে৷
ছবি: Brian Deutschmann
ভালুক আসছে...
‘‘বার্লিনালে আসছে’’– বললেই অনেকে বুঝে নেন জার্মানিতে শুরু হতে চলেছে বিশাল এক চলচ্চিত্র উৎসব৷ বার্লিনালে মানে ভালুকও থাকবে সেখানে৷ ৭ই ফেব্রুয়ারি শুরু হয়ে উৎসব চলবে ১৭ই ফেব্রুয়ারি পর্যন্ত৷ ১৯ জন পরিচালকের ছবি থাকবে প্রতিযোগিতায়৷ যিনি সেরা হবেন, তাঁর হাতেই উঠবে ভালুক৷ এখানে সেরার পুরস্কারই যে ‘গোল্ডেন বিয়ার’!
ছবি: Reuters
‘প্রেসিডেন্ট’ ওয়ং কার-ওয়াই
হ্যাঁ, তিনিও ‘প্রেসিডেন্ট’, তবে কোনো দেশের নয়, বিচারকদের নেতা তিনি৷ বার্লিনালের ৬৩তম আয়োজনে যে জুরি বোর্ড তারই প্রেসিডেন্ট ওয়ং কার-ওয়াই৷ নিজে পরিচালক৷ হংকং-এর নাগরিক ওয়ং-এর সর্বশেষ ছবি,‘ দ্য গ্র্যান্ডমাস্টার’ এবারের উৎসবেরও দেখানো হবে৷ তবে মূল প্রতিযোগিতায় থাকছে না সেটা৷
ছবি: 2011 Block 2 Productions Ltd.
সেই জাফর পানাহি
দু’বছর আগে তাঁকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছিল ইরান সরকার৷ শুধু কি তাই, বলা হয়েছিল ২০ বছরের মধ্যে দেশে কোনো কাজই করতে পারবেন না জাফর পানাহি৷ হাত বেঁধে ছেড়ে দেয়ার মতো অবস্থা আর কি! তা পানাহির মতো মানুষ কি কাজ ছাড়া থাকতে পারেন? ছবি নির্মাণের কাজ চলছেই৷ তাঁর নতুন ছবি ‘পার্দে’ বার্লিনালেতে নজর কাড়বেই৷
ছবি: picture-alliance/dpa
তারার মেলা
বার্লিনালে চলবে আর বার্লিনে তারার মেলা বসবে না তা কি হয়? হলিউড, বলিউড থেকে শুরু করে বলতে গেলে বিশ্বের মোটামুটি সব দেশ থেকেই চলচ্চিত্র তারকারা এ সময়টায় চলে আসেন জার্মানিতে৷ ম্যাট ডেমন, স্টিভেন সনডারব্যার্গরা তো থাকবেনই, আরো অনেকেই আসছেন লাল গালিচার সংবর্ধনা নিয়ে বার্লিনালের আকর্ষণ বাড়াতে৷
ছবি: Scott Green
বার্নিলানের ‘রাজা’
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল আর বার্লিনালের ‘রাজা’ ডিটার কসলিক৷ ১০ বছর ধরে যিনি বিশ্বের এত বড় এক উৎসবের পরিচালক, যাঁর নেতৃত্বে বার্লিনের এ আয়োজন দিন দিন আরো আলো ছড়াচ্ছে, তাঁকে ‘বার্লিনালের রাজা’ বলা যেতেই পারে, কী বলেন? তা কসলিক যে সমালোচনার ঊর্ধে সেরকম মোটেই নয়৷ তারপরও সত্যি হলো, তাঁর হাত ধরে বার্লিনালে এগোচ্ছে৷
ছবি: dapd
স্বাদে ভরপুর...
বার্লিনালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এখানে প্রায় নাম না জানা সব দেশের অখ্যাত পরিচালকদের ছবিও পায় দর্শক নন্দিত হওয়ার সুযোগ৷ এ নিয়মের ব্যতিক্রম হচ্ছে না এবারও৷ তাই থাকবে সুইজারল্যান্ডের পাসক্যাল মারসিয়ারের উপন্যাস অবলম্বনে তৈরি ছবি ‘নাইট ট্রেন টু লিসবন’ দেখার সুযোগ৷ দেশের তালিকাতেও থাকবে ‘বিশ্বায়নের যুগ’-কে তুলে ধরার প্রমাণ৷
ছবি: 2012 Concorde Filmverleih/Sam Emerson
জার্মানির প্রতিনিধিত্ব
আয়োজক দেশ জার্মানির প্রতিনিধিত্ব করবে যে ছবিগুলো তার মধ্যে সবার আগে বলতে হবে টোমাস আর্সলানের ‘গোল্ড’-এর কথা৷ অবশ্য দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া, বার্লিনে চলচ্চিত্র নিয়ে লেখাপড়া করে পরিচালনায় নামা পিয়া মারাইসের ‘লায়লা ফোরি’-র কথাও ভুললে চলবেনা৷ যৌথ প্রযোজনার এ ছবিটি দক্ষিণ আফ্রিকার এক একক মা-কে নিয়ে তৈরি৷
ছবি: Pandora Film
অন্যরকম আকর্ষণ
আন্তর্জাতিক চলচ্চিত্র ফোরাম৷ ‘ফোরাম’ শুনলেই মনে হয় না কোনো বিশেষ ভাবনা নিয়ে কিছু মানুষ এক হয়েছে? হয়েছেও তাই৷ বার্লিনালেতে বাণিজ্যিক সাফল্যের লক্ষ্যকে সামনে রেখে তৈরি হয়নি এমন ছবিগুলোও দেখানো হবে বিশেষ গুরুত্ব দিয়ে৷ তাই সামাজিক প্রয়োজন, খেটে খাওয়া মানুষের বাঁচার লড়াইয়ের মতো বিষয়গুলোও উঠে আসবে রূপালি পর্দায়৷
ছবি: Berlinale 2013
‘এ পৃথিবী আমাদের নয়’
ছবির নাম যদি হয় ‘এ পৃথিবী আমাদের নয়’, দেখতে মন চাইবে কিনা বলুন? ছবিটির পরিচালক ডেনমার্কের মাহদি ফ্লাইফেল৷ এটা অবশ্য পূর্ণদৈর্ঘ্য ছবি নয়, তথ্যচিত্র৷ আরবি এবং ইংরেজি – দুই ভাষাতেই তৈরি হয়েছে ছবিটি৷ দক্ষিণ লেবাননের এক শরণার্থীর দৈনন্দিন যুদ্ধ নিয়ে তৈরি এ তথ্যচিত্রের মতো এমন অনেক তথ্যচিত্রই থাকবে সাধারণ দর্শক সচরাচর যা দেখেন না৷
ছবি: Berlinale 2013
আদিবাসিদেরও উৎসব
আদিবাসিদের নিয়ে ছবি দেখতে চান? বার্লিনালেতে সে সুযোগও থাকছে৷ ওশেনিয়া, অস্ট্রেলিয়া, উত্তর অ্যামেরিকা এবং আর্কটিক অঞ্চলের ছবিগুলোর দিকে চোখ রাখলেই বুঝতে পারবেন বাকিটা৷
ছবি: Brian Deutschmann
10 ছবি1 | 10
এবারের উৎসবে অতিথি হয়ে আসবেন ‘দ্য ডিসেন্ডেন্টস' খ্যাত হলিউড তারকা জর্জ ক্লুনি৷ তাঁর পরিচালিত ও অভিনীত ‘দ্য মনুমেন্টস মেন' ছবিটি বার্লিনালেতে দেখানো হবে৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি হামলার হাত থেকে মূল্যবান শিল্পকর্ম বাঁচাতে একদল বিশেষজ্ঞের প্রচেষ্টা নিয়ে ছবিটি তৈরি হয়েছে৷
বার্লিনালেতে সত্যজিৎ
১৯৬৬ সালের বার্লিনালেতে সত্যজিৎ রায়ের ‘নায়ক' ছবিটি দেখানো হয়েছিল৷ উত্তম কুমার ও শর্মিলা ঠাকুর অভিনীত এই ছবির জন্য সত্যজিৎকে সেসময় ‘বিশেষ স্বীকৃতি'-ও দিয়েছিল উৎসব কর্তৃপক্ষ৷ চলচ্চিত্রটি আবার নতুন করে ‘ডিজিটালাইজড' করা হয়েছে৷ বার্লিনালেতে সেটারই প্রিমিয়ার অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায়৷
হাজারীবাগের ট্যানারি
বার্লিনালেতে এবার থাকছে ঢাকার হাজারীবাগও৷ ক্যানাডিয়ান পরিচালক জেনিফার বেইচওয়াল আর এডোয়ার্ড বার্টিনিস্কি নির্মিত ‘ওয়াটারমার্ক' তথ্যচিত্রে দশটি দেশের ২০টি স্থানের ছবি স্থান পেয়েছে৷ এর মধ্যে আছে হাজারীবাগ৷ সেখানকার ট্যানারির কারণে নদীর পানি বিষাক্ত হয়ে ওঠার কাহিনি বলা হয়েছে এই ডকুমেন্টারিতে৷