1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সত্যজিৎ রায়ের ‘নায়ক’

৬ ফেব্রুয়ারি ২০১৪

বছর ঘুরে আবার এলো বার্লিন চলচ্চিত্র উৎসব, যেটা ‘বার্লিনালে’ নামে বেশি পরিচিত৷ এবার এই আয়োজনের ৬৪তম সংস্করণ, যার উদ্বোধন হবে বৃহস্পতিবার৷ শেষ হবে ১৬ ফেব্রুয়ারি৷

Berlinale Palast 03.02.2014
ছবি: Getty Images

উৎসবের সেরা পুরস্কার ‘গোল্ডেন বেয়ার'-এর জন্য এবার লড়ছে ২০টি ছায়াছবি৷ এর মধ্যে থাকা এশিয়ার চারটি ফিল্মের তিনটিই চীনা পরিচালকদের নির্মিত৷ ছবিগুলো হচ্ছে ‘ব্ল্যাক কোল, থিন আইস', ‘নো ম্যানস ল্যান্ড' এবং ‘ব্লাইন্ড ম্যাসেজ'৷ ১৫ ফেব্রুয়ারি বিজয়ীর নাম ঘোষিত হবে৷

মোট ১১দিনের এই উৎসবে বার্লিনের বিভিন্ন জায়গায় প্রায় চারশোটি ছবি প্রদর্শিত হবে৷

এবারের উৎসবে অতিথি হয়ে আসবেন ‘দ্য ডিসেন্ডেন্টস' খ্যাত হলিউড তারকা জর্জ ক্লুনি৷ তাঁর পরিচালিত ও অভিনীত ‘দ্য মনুমেন্টস মেন' ছবিটি বার্লিনালেতে দেখানো হবে৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি হামলার হাত থেকে মূল্যবান শিল্পকর্ম বাঁচাতে একদল বিশেষজ্ঞের প্রচেষ্টা নিয়ে ছবিটি তৈরি হয়েছে৷

বার্লিনালেতে সত্যজিৎ

১৯৬৬ সালের বার্লিনালেতে সত্যজিৎ রায়ের ‘নায়ক' ছবিটি দেখানো হয়েছিল৷ উত্তম কুমার ও শর্মিলা ঠাকুর অভিনীত এই ছবির জন্য সত্যজিৎকে সেসময় ‘বিশেষ স্বীকৃতি'-ও দিয়েছিল উৎসব কর্তৃপক্ষ৷ চলচ্চিত্রটি আবার নতুন করে ‘ডিজিটালাইজড' করা হয়েছে৷ বার্লিনালেতে সেটারই প্রিমিয়ার অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায়৷

হাজারীবাগের ট্যানারি

বার্লিনালেতে এবার থাকছে ঢাকার হাজারীবাগও৷ ক্যানাডিয়ান পরিচালক জেনিফার বেইচওয়াল আর এডোয়ার্ড বার্টিনিস্কি নির্মিত ‘ওয়াটারমার্ক' তথ্যচিত্রে দশটি দেশের ২০টি স্থানের ছবি স্থান পেয়েছে৷ এর মধ্যে আছে হাজারীবাগ৷ সেখানকার ট্যানারির কারণে নদীর পানি বিষাক্ত হয়ে ওঠার কাহিনি বলা হয়েছে এই ডকুমেন্টারিতে৷

জেডএইচ/ডিজি (এএফপি, ইন্টারনেট)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ