1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনালেতে সাড়া ফেলেছে মাই নেম ইজ খান

১৩ ফেব্রুয়ারি ২০১০

বার্লিন চলচ্চিত্র উত্সবে শাহরুখের নতুন ছবি বিপুল প্রত্যাশা আর উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রিমিয়ার করে ফেলল শুক্রবার৷ শাহরুখ নিজে হাজির ছিলেন, ছিলেন পরিচালক করণ জোহরও৷

বার্লিনালেতে শাহরুখ খানছবি: picture-alliance/ dpa

মুম্বইয়ে হিন্দু মৌলবাদী সংগঠন শিবসেনার বিরোধিতাকে উড়িয়ে দিয়েছেন সাধারণ মানুষ৷ তাই ‘মাই নেম ইজ খান' ছবির মুক্তি নির্বিঘ্নে হয়ে যাওয়ার পর আবেগে আপ্লুত বলিউডের টপ হিরো শাহরুখ খান টুইটারে বলেছেন, ‘মাই নেম ইজ ফ্যান'৷ বলার কথাই৷ কারণ, শিবসেনার ছবি দেখতে গেলে ‘মেরে ফেলব কেটে ফেলব' জাতীয় হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে সাধারণ মানুষ যেভাবে ছবির প্রথম দিনটিকে সফল করে তুলেছেন, তা নজিরবিহীন৷

নজিরবিহীন এদিকে বার্লিনের ছবিটাও৷ চলচ্চিত্র উত্সব ৬০ তম বার্লিনালেতে বিশ্ব প্রিমিয়ার করল ‘মাই নেম ইজ খান' শুক্রবার৷ প্রিয় নায়ককে দেখতে বার্লিনের হিমাঙ্কের নিচে তাপমাত্রায় আর প্রবল তুষারপাতের মধ্যেও ভিড়ের কোন কমতি ছিল না৷ জার্মানিকে এবং জার্মানির মানুষের ছবি প্রীতিকে তিনি কতটা ভালোবাসেন তা খুলে বলতে কোন দ্বিধা করলেন না খোদ শাহরুখ ভিড়ে ঠাসা সাংবাদিক সম্মেলনে৷ বললেন, জার্মানিতে আমি খুব উষ্ণ অভিনন্দন আর অভ্যর্থনা সব সময়েই পাই৷ আমার প্রতি এতটা সৌজন্য দেখানোর জন্য জার্মানিকে ধন্যবাদ৷

‘মাই নেম ইজ খান' ছবির বিষয় এবং এই ছবি সম্পর্কে ডয়চে ভেলের প্রশ্নের জবাবে শাহরুখ খান বললেন, আমার আশা এই ছবিটি সকলেরই ভালো লাগবে৷ তার কারণ এই ছবির বক্তব্য বিষয় শুধু অন্যরকমই নয়, এর মধ্যে রয়েছে একটা ইতিবাচক বার্তা৷ আমি আশা করি, সকলের কাছেই সেই বার্তা পৌঁছবে তার প্রয়োজনীয়তা অনুযায়ী৷

এভাবেই আলোর মালায় সেজেছে ষাটতম বার্লিনালের আসরছবি: AP

‘মাই নেম ইজ খান' ছবি অবশ্যই ভারতীয় সিনেমার অন্যধারার ছবিগুলির মধ্যে একটি৷ এই ছবির তরুণ পরিচালক করণ জোহর এর আগেও কয়েকটি এই ধাঁচের চলচ্চিত্র উপহার দিয়েছেন দর্শকদের৷ এ ছবির গল্পেও দেখা যাচ্ছে ছবির নায়ক অনাবাসী ভারতীয় রিজভান খান ৯/১১-র ঘটনার পর এক অন্যরকম পরিস্থিতিতে পড়ে যায় অ্যামেরিকায়৷ তারপর কী করে সে তার প্রেমকে আবার খুঁজে পায় তা নিয়েই ছবির কাহিনী গড়ে উঠেছে৷ শাহরুখের সঙ্গে তাঁর প্রথমদিকের হিট জুটি কাজল এই ছবির অন্যতম আকর্ষণ৷ পরিচালক করণ জোহর ‘মাই নেম ইজ খান' কে ঘিরে বিতর্ক প্রসঙ্গে ডয়চে ভেলেকে বললেন, ছবির মুক্তি নিয়ে বিতর্ক হলে তো খারাপ লাগেই৷ তবে আমার বিশ্বাস, আমরা যে ভালোবাসা থেকে ছবিটা বানিয়েছি, তার কথা মনে রেখে সকলেই আসবেন ছবি দেখতে৷

‘মাই নেম ইজ খান' যে ভারতজুড়ে বিরাট ব্যবসা করতে চলেছে তা অবশ্য বোঝা গেছে প্রথমদিনের টিকিট বিক্রির উন্মাদনা থেকে৷ কোলকাতা, দিল্লী, মুম্বই সহ সব শহরেই হাউজফুল ছিল ছবির প্রতিটি শো৷ ধারণা করা হচ্ছে এই ছবি আবার ভালো ব্যবসার মুখ দেখাবে বলিউডকে দেশের অভ্যন্তরে এবং সেইসঙ্গে বিশ্বের অন্যত্রও৷

প্রতিবেদন-সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ