1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনালে

২৩ ফেব্রুয়ারি ২০১৩

বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জয় করেন বসনিয়ার নাজিভ মুজিচ৷ তারপর তাঁকে ফিরতে হয়েছে বসনিয়ার প্রত্যন্ত প্রদেশে ২০০ বাসিন্দার সেই গ্রামে, এককালীন ভবঘুরে রোমা উপজাতির বস্তিতে, যেখানে তাঁর বাস৷

ছবি: DW/M. Camdzic

মুজিচ'এর গাঁয়ের বাইরে গ্রামবাসীরা গাছের গায়ে একটি রঙচঙে নোটিস লটকে দিয়েছেন: ‘‘বসনিয়ার সেরা অভিনেতা এখানেই বাস করেন৷'' এবং পুরনো লোহালক্কড় কুড়িয়ে কোনোমতে দিন গুজরান করেন - যদিও নোটিসে তা লেখা নেই৷ এমনকি ‘অভিনেতা' কথাটাও অর্ধসত্য, কেননা মুজিচ তাঁর নিজের ভূমিকাতেই অভিনয় করেছেন, তাঁর নিজের জীবনকাহিনী নিয়েই তৈরি হয় বসনীয় চিত্রপরিচালক দানিস তানোভিচএর ‘‘এক লোহা-কুড়ুনের জীবনের একটি ঘটনা'' - যে ছবি সদ্য-সমাপ্ত বার্লিনালেতে ঢেউ তোলে৷

অতি কম বাজেটের ছবি৷ ন'দিন ধরে ডিজিটাল ক্যামেরা দিয়ে তোলা৷ সোয়াটোভাচ গ্রামটি উত্তর বসনিয়ার টুজলা শহরের কাছে একটি হতদরিদ্র, ছোট্ট বসতি৷ মুজিচ ও তাঁর পরিবার এখানেই একটি ভাঙাচোরা বাড়িতে থাকেন৷ শীতকালেও বাড়ির একটিমাত্র ছোট ঘরে হিটিং'এর ব্যবস্থা করা হয়েছে৷ বাকি ঘরগুলো হিমশীতল৷

পরিচালক দানিস তানোভিচছবি: picture-alliance/dpa

৪২ বছর বয়সি মুজিচ কিন্তু বার্লিন থেকে ফেরা অবধি যেন একটা ঘোরে আছেন, যেন তাঁর এখনও স্বপ্নভঙ্গ হয়নি৷ অপরদিকে মুজিচের ৩২ বছর বয়সি স্ত্রী সেনাদা আলিমানোভিচ তাঁর নিজের বাস্তবেই থেকে গেছেন, যদিও তানোভিচের ছবি সেনাদার কাহিনিও বটে৷ সেনাদা সেই কাহিনি শোনান এএফপি সংবাদ সংস্থার রিপোর্টারকে৷

সেনাদার পেটে তখন পাঁচমাসের সন্তান৷ ডাক্তাররা জানান যে, তাঁর পেটের সন্তান পেটেই মারা গেছে৷ কিন্তু যেহেতু মুজিচদের কোনো স্বাস্থ্য বিমা নেই, তাই টুজলা হাসপাতালে সেনাদার ট্রিটমেন্ট করা হয়নি৷ সেনাদা আর নাজিফকে যেতে হয়েছে আরেক হাসপাতালে৷ সেনাদা সেখানে তাঁর ননদ সেজে চিকিৎসা পান, কেননা তাঁর ননদের স্বাস্থ্য বিমা আছে৷

সেনাদা আজ দুই মেয়ের মা - সেমসা ও স্যান্ড্রা৷ তার পরে তাঁর যে পুত্রসন্তানটি হয়েছে, ঠিক পাঁচ মাস আগে, সেনাদা আর নাজিফ তার নাম রেখেছেন তানোভিচ - দানিস তানোভিচের নামে৷ আর মুজিফ তাঁর সিলভার বেয়ার মূর্তিটিকে বলেন তাঁর ও সেনাদার সেই মৃত দ্বিতীয় সন্তান৷ দু'জনে আদর করে বার্লিনালের পুরস্কারকে ডাকেন ‘টেডি বেয়ার' বলে৷

এটা এই একদা অজ্ঞাত, আজ সুপরিচিত, দরিদ্র রোমা দম্পতির পক্ষে একটি বড় সম্মান, না বার্লিন চলচ্চিত্র উৎসবের জন্য বড় সম্মান, সেটা বিচার করবেন আপনারা৷

এসি / জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ