1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বার্লিনালে'-তে ফরাসি ফিল্ম

৫ ফেব্রুয়ারি ২০১৩

ক্যাথরিন দেনোভ বনাম জুলিয়েট বিনোশ৷ ইনি সেজেছেন এক ভাগ্যহীনা রেস্তরাঁর মালিক তো উনি সেজেছেন এক ছবি-আঁকিয়ে৷ ফিল্ম ‘ডিভা'-দের এমন যুদ্ধ সচরাচর দেখা যায় না – এমনকি চলচ্চিত্র উৎসবেও নয়৷

ছবি: picture-alliance/ dpa

৬৩তম বার্লিনালে শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার, আর্ট ফিল্ম অনুরাগীদের প্রিয় চীনা চিত্রপরিচালক ওয়ং কার ওয়াই-এর একটি মার্শিয়াল আর্টস এপিক দিয়ে৷ ছবিটির নাম ‘‘দ্য গ্র্যান্ডমাস্টার''৷

বার্লিনালেতে যে ১৯টি ছবি এবার প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, তার মধ্যে রয়েছে বড় বাজেটের হলিউড ছবি থেকে শুরু করে নামকরা ইউরোপীয় চিত্রপরিচালকদের নতুন ছবি এবং আনকোরাদের প্রথম ছবি৷ ১১ দিন ধরে চলবে এই চলচ্চিত্র উৎসব৷ উৎসবের সেরা পুরস্কার – গোল্ডেন বেয়ার বা স্বর্ণভল্লুক – দেওয়া হবে ১৬ই ফেব্রুয়ারি৷ সব নিলিয়ে ৪০০ ফিল্ম দেখানো হবে এই বার্লিনালেতে৷

বার্লিনালেতে জুরি হিসেবে থাকছেন শিরিন নেশালছবি: Andrew H. Walker/Getty Images for Doha Film Institute

ছবি দেখার চাইতে যাঁরা তারকাদের দেখতে ভালোবাসেন, তাঁদের জন্য থাকছেন ম্যাট ডেমন, জুড ল', ইথান হক, নিকোলাস কেজ, এমা স্টোন ইত্যাদি৷ দেনোভ আর বিনোশের নাম তো আগেই করা হয়েছে৷ তবে উৎসবের লাল গালিচায় এবার সাদা বরফের গুঁড়ো লেগে থাকতে পারে, আবহাওয়া যা চলেছে!

ওদিকে স্বনামধন্য চিত্রপরিচালক স্টিভেন সডারবার্গ আবার ঘোষণা করে বলে আছেন যে, জুড ল' ও ক্যাথরিন জেটা-জোন্স নিয়ে তৈরি ‘‘সাইড এফেক্টস''-ই নাকি তাঁর ‘‘শেষ'' ছবি৷ এর পরেই তিনি আধা অবসর নেবেন৷

‘‘অন মাই ওয়ে'' ছবিতে ক্যাথরিন দেনোভ এক রেস্তরাঁ-মালিক, যাঁর দুর্দিন পড়েছে৷ তবু তিনি একটি নবসূচনার স্বপ্ন দেখেছেন৷ অন্যদিকে ‘‘কামিল ক্লদেল ১৯২৫'' ছবিতে বিনোশ করেছেন এক মহিলা চিত্রকরেরভূমিকায় অভিনয়, যাঁকে তাঁর পরিবার পাগলা গারদে যেতে বাধ্য করে৷

ইউরোপে খ্রিস্টধর্ম, গির্জা, মঠ ইত্যাদি চিরকালই ছবির বিষয় হয়ে থাকে, বিশেষ করে সমালোচনামূলক ছবির৷ ‘‘দ্য নান'' ছবিটিতে ইসাবেলা হুপার্ট এক মাদার সুপিরিয়র বা মঠাধ্যক্ষার ভূমিকায় অভিনয় করেছেন, যিনি এক নভিস বা নতুন নান-এর প্রেমে পড়েছেন৷ পোল্যান্ড থেকে আসছে ‘‘ইন দ্য নেম অফ'' শীর্ষক একটি ছবি, যার উপজীব্য হলো, গ্রামের গির্জার এক যাজকের সমকামিতা৷ ছবির পরিচালক মাওগোস্কা জুমোভস্কা কিন্তু নিজে মহিলা৷

বস্তুত বার্লিনালের অনেক ছবিই যে মহিলাদের নিয়ে কিংবা মহিলাদের তৈরি, সে ব্যাপারে বার্লিনালের পরিচালক ডিটার কসলিক খানিকটা গর্বিত – অবশ্যই গতবছরের কান চলচ্চিত্র উৎসবে মহিলা চিত্রপরিচালকদের প্রায় বাদ দেওয়া হয়েছিল বলে৷

এসি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ