1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনালে-র প্রস্তুতি পর্ব শেষ পর্যায়ে

রায়হানা বেগম৪ ফেব্রুয়ারি ২০০৯

জার্মানির রাজধানী বার্লিনে ৫৯ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘বার্লিনালে’র প্রস্তুতি পর্ব শেষ হয়েছে৷ ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে জাঁকজমকপূর্ণ এই উৎসব৷ চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত৷

এবারও বিশ্বখ্যাত তারকাদের মিলনমেলা ঘটবে বার্লিনালে-তেছবি: Constantin Film AG

এই উৎসবকে ঘিরে প্রাণচঞ্চল হয়ে উঠেছে বার্লিন নগরী৷ সাজ সাজ রব পড়েছে পটসডাম চত্বরে ‘বার্লিনালে পালাস্ট' বা বার্লিনালে প্যালেসকে ঘিরে৷

১৯৫১ সালে যাত্রা শুরু হয় এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘বার্লিনালে'র৷ প্রথম দিকে দর্শকরাই সেরা ছবি নির্বাচন করতেন৷ ১৯৫৬ সাল থেকে আন্তর্জাতিক জুরি কমিটি শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচন করছে এবং প্রদান করছে ‘গোল্ডেন বেয়ার' বা স্বর্ণ ভালুক এবং ‘সিলভার বেয়ার' বা রৌপ্য ভালুক পুরষ্কার৷ ইতোমধ্যে ‘বার্লিনালে'র অনেক পরিবর্তন হয়েছে৷ করা হয়েছে আধুনিকীকরণ৷ অনেক চড়াই উৎরাই পার হয়ে আজ ‘বার্লিনালে' আন্তর্জাতিক খ্যাত অন্যতম বৃহত্তম এক চলচ্চিত্র উৎসবে পরিণত হয়েছে৷

এবছর ২৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এই উৎসবে৷ অংশ গ্রহণকারী সর্বশেষ ছবির নামও ঘোষণা করা হয়েছে ইতোমধ্যে৷ সেটি হচ্ছে, ব্রিটিশ পরিচালক রিচার্ড লনক্রেনের ‘মাই ওয়ান অ্যান্ড ওনলি' ছবিটি৷

জার্মানির রাজধানী বার্লিনে ৫৯ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘বার্লিনালে’র প্রস্তুতি পর্ব শেষ হয়েছে৷ছবি: AP

‘‘৫০ এর দশকে আমেরিকার এক প্রতারক স্বামীর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন হলিউডের চিত্রতারকা রেনে সেলওয়েগার – যিনি পরে স্বামীর হাত থেকে মুক্ত হয়ে নিজের পথ বেছে নেন৷'' বলেন বার্লিনালের পরিচালক ডিটার কসলিক৷ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে ১৮টি ছবি৷ জিতে নেবে গোল্ডেন বা সিলভার বেয়ার৷ সব মিলিয়ে বার্লিনের এই চলচ্চিত্র উৎসবে বিভিন্ন বিভাগে ৬০টি দেশের ৩৯০টি ছায়াছবি প্রদর্শিত হওয়ার কথা৷ এর মধ্যে প্রায় একশোর মত জার্মান ছবি৷ ‘বার্লিনালে'র জনপ্রিয়তা যে প্রায় প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে, তা বোঝা যায় ছায়াছবির সংখ্যা দেখে৷ এবছর ‘বার্লিনালে'তে অংশ গ্রহণের জন্য প্রায় ছয় হাজার ছবির নাম দেয়া হয়েছিল৷ ২০০৮ সালের চেয়ে প্রায় হাজার খানেক বেশি৷

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত হবে টম টাইকওয়ারের ‘দ্য ইন্টারন্যাশানাল' ছবিটি৷ এতে অভিনয় করেছেন নাওমি ওয়াটস, ক্লাইভ ওয়েন এবং আর্মিন ম্যুলার স্টাল৷ এই জার্মান ছবিটি অবশ্য প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে না৷

এবারের বেশ কিছু ছবিতে আন্তর্জাতিক চলতি ঘটনা বা বিষয় প্রাধান্য পেয়েছে৷ যেমন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, যুদ্ধাপরাধীদের বিচার, বিশ্বায়ণজনিত সমস্যা ইত্যাদি৷ বলেন, উৎসবের পরিচালক ডিটার কসলিক৷

প্রতিযোগিতার জুরি কমিটিতে অন্যান্যের মধ্যে থাকছেন সুইডিশ গোয়েন্দা উপন্যাস লেখক হেনিং মাংকেল, জার্মান চলচ্চিত্র ও থিয়েটার পরিচালক ক্রিস্টফ শ্লিংগেনজফ৷ কমিটির প্রধান স্কটিশ অভিনেত্রী টিল্ডা সুইনটোন৷

বিশেষ অবদানের জন্য সম্মানসূচক পুরষ্কার দেয়া হবে ফরাসী চলচ্চিত্র সংগীতশিল্পী ৮৪ বছর বয়সী মোরিস জারেকে৷ ‘লরেন্স অফ অ্যারাবিয়া', ‘ডক্টর জিভাগো'র মত খ্যাতনামা ছবির সংগীতকার তিনি৷ অস্কার পুরষ্কার পেয়েছেন তিন বার৷ বার্লিনালে ক্যামেরা পুরষ্কার পাবেন ফরাসী চিত্র পরিচালক ক্লোদ শাব্রল এবং জার্মান চলচ্চিত্র প্রযোজক গ্যুন্টার রোরবাখ৷ ক্লোদ শাব্রলের ‘শ্রাই ভেন দু কানস্ট' বা ‘যদি পারো চেঁচাও ' ছবিটি ১৯৫৯ সালে ‘বার্লিনালে'র গোল্ডেন বিয়ার পেয়েছিল৷ রোরবাখ প্রযোজনা করেছেন ‘দাস বোট' ও ‘বার্লিন আলেকজান্ডারপ্লাৎস'-এর মত বিখ্যাত ছায়াছবি৷

বার্লিনালের পরিচালক ডিটার কসলিক জার্মান ছবিগুলির ব্যাপারে আশাবাদী৷ তিনি বলেন, চলচ্চিত্রাঙ্গনে উৎসবের আমেজ, ছায়াছবিগুলি ভাল, আভিনেতারা সেরা৷ এখন শুধু কটা দিন অপেক্ষা করা৷ খুব শীঘ্রই ‘বার্লিনালে'র লাল গালিচা মুখর হয়ে উঠবে বিশ্বের নামী দামী সব তারকাদের পদচারণায়৷ আসবেন রেনে সেলওয়েগার, মিশেল ফাইফার, জুলিয়ানে মুর, লিওনার্দো দিকাপ্রিয়ো ও আরো অনেকে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ