1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনের ‘সিটি প্যালেস'

ক্রিস্টিয়ান প্রিসেলিউস/এসি১৮ ফেব্রুয়ারি ২০১৬

আজও প্রাসাদ তৈরি হয়: ভিতরের খাঁচাটা হয়ত কংক্রিটের; বাইরেটা চুনাপাথরে মোড়া, সুন্দর খোদাই করা পাথরের থাম ও খিলান৷ যেমন ধরুন বার্লিনের সিটি প্যালেস৷

09.12.2015 DW Made in Germany Steinbildhauer
ছবি: DW

জার্মান মহানগরীর ‘নগর প্রসাদ’

04:31

This browser does not support the video element.

বার্লিন প্রাসাদের তোরণের স্তম্ভগুলির পায়া থেকে শুরু করে বাকিটা তৈরি হয় স্যাক্সনির এক কারখানায়৷ সেখানে কাজ করেন ২০ জন পাথর কাটার মিস্ত্রি আর ভাস্কর৷ বার্লিন প্রাসাদের জন্য শত শত পাথরের ব্লক আনা হয়েছে৷

প্রাসাদটির সামনের দিকে কোন পাথর কোথায় বসবে, তা আগেই ঠিক করা আছে৷ সেজন্য দেওয়ালে প্রাসাদের ব্লুপ্রিন্ট ঝুলছে৷ কারিগররা তা থেকে বুঝতে পারবেন, তাদের কোঁদা বা খোদাই করা চুনাপাথরটি কোথায় বসবে ও কী রকম দেখতে হওয়া চাই৷

কারখানা থেকে সাইটে

অকুস্থলে বার্লিন সিটি প্যালেস তৈরির কাজ চলেছে৷ শুব্যার্ট কোম্পানি থেকে আনা পাথরগুলো এখানে প্রাসাদের গায়ে বসানো হচ্ছে৷ একটি পাথরের ওজন প্রায় এক টন, দাম দু'হাজার ইউরো৷ কারিগররা প্রতিদিন ১৫ মিটার দৈর্ঘ্যের পাথর বসান৷ প্রাসাদভবনের কাঠামো হচ্ছে কংক্রিটের, তার ওপর বসছে চুনাপাথরের স্ল্যাব আর টালি৷ কাজ শেষ হবার কথা ২০১৮ সালে৷ শুব্যার্ট কারখানার লোকজন ওয়েবক্যাম দিয়ে প্রাসাদের কাজ দেখছেন৷ কম্পিউটারের সাহায্যে তারা কোন কোন পাথর এখনও বসানো বাকি আছে, তা দেখছেন৷

মূল পাথরটির নিখুঁত ত্রিমাত্রিক কপি বানায় এক কম্পিউটার৷ রোবট সব মাপজোক পায় কম্পিউটার থেকে৷ তিন দিনের মধ্যে পাথরটিকে ঘষে-মেজে তৈরি করে দেবে রোবট – পাথর কাটার কারিগরদের যা করতে দু'সপ্তাহ সময় লেগে যেত৷

ওরা একসঙ্গে অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত৷ বার্লিন প্রাসাদের জন্য মোটা দাগের মিলিং করে কাটা দেবদূতের পাখনাগুলো তৈরি করেছে রোবট৷ কিন্তু তার শিল্পীসুলভ, নান্দনিক খুঁটিনাটিগুলো এখনও ভাস্কর রাল্ফ ক্নি-র হাতে৷ এ কাজে তাঁর এক সপ্তাহ সময় লাগবে৷ বার বার মূলের সঙ্গে নকলটাকে মিলিয়ে দেখতে হবে৷

মূল তোরণের ক্যাপিটাল বা স্তম্ভশীর্ষগুলি সবে শেষ হয়েছে৷ স্ভেন শুব্যার্ট-এর কারখানার কর্মীরা গত দু'বছর ধরে বারোক শৈলীর এই তোরণটির কাজ করছেন৷ ২০১৮ সালে তা বার্লিন প্রাসাদে লাগানো হবে৷ এত বড়ো একটা কাজ জীবনে একবারই পাওয়া যায়, স্ভেন সে কথা ভালো করেই জানেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ