1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনের ক্লাবগুলোতে মাদক!

৮ ফেব্রুয়ারি ২০১৮

সরকারি এক জরিপ বলছে, বার্লিনের নাইটক্লাবগুলোতে প্রায়ই অর্ধেকের মতো পার্টি করা লোকজন কোকেনের সমতুল্য সিনথেটিক ড্রাগ অ্যাম্ফিটামিন ও এমডিএমএ গ্রহণ করেন৷

Berlin Techno Musik
ছবি: picture-alliance/dpa/J. Eisele

পার্টির জন্য বার্লিনের ক্লাবগুলো বিখ্যাত৷ বুধবার এই প্রথম ক্লাবগুলোর ওপর এক গবেষণার ফলাফল জানালো প্রশাসন৷ শহরের স্বাস্থ্য অধিদপ্তর ও শারিটি হাসপাতাল যৌথভাবে এই জরিপটি করেছে৷

জরিপে দেখা যায়, পার্টিতে যোগ দেয়া লোকদের মধ্যে ৫০ দশমিক ৩ ভাগ স্বীকার করেছেন যে, তারা অ্যাম্ফিটামিন বা স্পিড সেবন করেন৷ এছাড়া ৪৯ দশমিক ১ ভাগ মানুষ স্বীকার করেছেন যে, তারা গত ৩০ দিনে এমডিএমএ সেবন করেছেন৷ এর বাইরে ক্লাবগুলোতে জনপ্রিয় ড্রাগগুলোর মধ্যে আছে কোকেন (৩৬ ভাগ) ও কেটামিন (৩২ দশমিক ৩ ভাগ)৷ ১২ ভাগ মানুষ বলেছেন যে, তারা এলএসডি গ্রহণ করেছেন৷

এর বাইরেও অতিরিক্ত মদ ও ধুমপান এবং গাঁজা সেবন করার কথা স্বীকার করেছেন তাঁরা৷

ব্যাপারটা এমন নয় যে, সপ্তাহান্তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বার্লিনের ক্লাবগুলোতে মজা লুটতে এসে লোকজন এতটা মাদক সেবন করেছেন৷ যারা মাদক সেবন করছেন, তাদের ৮৫ ভাগই জার্মানির রাজধানীতে থাকেন এবং ৪০ ভাগের বিশ্ববিদ্যালয় ডিগ্রি আছে৷ এদের মধ্যে ৫৫ দশমিক ৩ ভাগ পুরুষ ও ৪২ দশমিক ৮ ভাগ নারী৷

বার্লিনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন যে, যেভাবে মাদক সেবনকরা হচ্ছে, তাকে ‘অ্যাডিকশন' বলা যায়৷ ‘‘আমি তাদের খলনায়ক হিসেবে উপস্থাপন করতে চাই না৷ কিন্তু অন্ধভাবে আমাদের ঝুঁকিপূর্ণ মাদক সেবন করা উচিত নয়৷''

এলিজাবেথ শুমাখার/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ