1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনের ঝোলানো বাগান

মেগিন লেই ডুডি/এসি৪ জুলাই ২০১৬

আমস্টারডামের কাছে ক্যোকেনহফ-এ টিউলিপ ফুলের মেলা৷ আবার বার্লিন শহরের মাঝখানে ছাদের ওপরও ফুলবাগান করা যেতে পারে - যার যেমন আরকি!

শহুরে বাগান
ছবি: Sandra Kurfürst

নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের কাছে ক্যোকেনহফ-এ যেরকম টিউলিপ ফুলের মেলা বসে, সেরকম বোধহয় দুনিয়ার আর কোথাও বসে না৷ পার্কটি খোলা হয় ইস্টারের কিছু আগে, তখন দর্শকরা আসেন নানা রংয়ের টিউলিপ ফুলের বন্যা দেখতে৷ অনেকে আবার নিজের বাগান সাজাবার আইডিয়া পান৷ বসন্তে কী ধরনের বাগান করা যায়, তা জানতে হলে বার্লিনের রয়াল গার্ডেন অ্যাকাডেমির গাব্রিয়েলা পাপে-র কাছেও যাওয়া যায়৷ তিনি হলেন জার্মানির এক নামকরা বাগান বিশেষজ্ঞ৷ গাব্রিয়েলা বলেন, ‘‘বসন্তে বাগানে ফুল ফোটা চাই, বলে আমার ধারণা৷ স্নোড্রপ শেষ হবার পরই শুরু হয়ে যায় ড্যাফোডিলের মরশুম, তারপর আসে টিউলিপ আর ক্রকাস৷ এ সব থেকে বোঝা যায়, ঋতু কীভাবে বদলাচ্ছে৷''

২০০৮ সালে গাব্রিয়েলা পাপে তাঁর রয়াল গার্ডেন অ্যাকাডেমির দ্বারোদ্ঘাটন করেন৷ এখানে গার্ডেনিং সম্পর্কে স্পেশাল কোর্স করা যায় – আবার নিজের বাগানের জন্য ফুলের গাছ বা বাহারি গাছও কেনা যায়৷ কমপাউন্ডের ভেতরেই একটি কাফে, একটি রেস্টুরেন্ট, বেশ কয়েকটি গ্রিনহাউস আর একটা দোকান আছে৷

ভিয়েতনামে ছাদের উপর সবজি চাষছবি: Sandra Kurfürst

বিগত কয়েক বছরে ‘আর্বান গার্ডেনিং', মানে শহরের মধ্যে, এমনকি ছাদে বা বারান্দায় বাগান করার প্রবণতা বেড়েছে৷ স্টেফান ফাউলস্ট্রো থাকেন বার্লিনের মাঝখানে – কিন্তু তিনি তাঁর ছাদের ওপরেই বাগান করে বসে আছেন! গার্ডেনিং হল তাঁর হবি৷ স্টেফান বলেন, ‘‘গার্ডেনিং করছি, মানে শীত গিয়ে গরম পড়ছে; আবার বাইরে বেরোনো যাবে, সব কিছু সবুজ হয়ে উঠবে, গরম পড়বে৷ তখন আমাদের এই ছাদটা যেন একটা বাড়তি ঘরের মতো হয়ে দাঁড়াবে৷''

বাড়ির সামনের বাগানই হোক আর ছাদের বাগান হোক, তা নতুন করে সাজাতে হলে গাব্রিয়েলা পাপে-র সাহায্য নেওয়া যেতে পারে৷ তিনি হলেন ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট বা উদ্যান স্থপতি; বাগানের নকশা করা তাঁর কাজ৷''

শেষে হয়ত দেখা গেল, বাগানের খোলনলচে পালটে গেছে!

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ