1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভ্রমণের গন্তব্য

৭ মার্চ ২০১৩

পৃথিবীর সবচেয়ে বড় পর্যটন বাণিজ্য মেলা আইটিবিতে এবার এশিয়ার বড় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে৷ বার্লিনে আয়োজিত এই মেলায় সামগ্রিকভাবে অবশ্য অংশগ্রহণকারীর সংখ্যা কমেছে৷ মেলা চলবে রবিবার অবধি৷

ছবি: Adam Berry/AFP/Getty Images

চলতি বছর বার্লিনের পর্যটন মেলায় পার্টনার দেশ হচ্ছে ইন্দোনেশিয়া৷ স্বাভাবিকভাবে তাই এশিয়ার গুরুত্ব মেলায় বেশি থাকবে, সেটাই স্বাভাবিক৷ তাছাড়া ভ্রমণপিয়াসি ইউরোপীয় পর্যটকদের জন্য এশিয়ার বিভিন্ন দেশ সবসময়ই লোভনীয়৷ একেতো এশিয়ায় নিখাদ প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ পাওয়া যায়, মোটের উপর ইউরোপের তুলনায় খরচও কম৷ তাই ইউরোপ, অ্যামেরিকার পর্যটকরা সুযোগ পেলেই ছোটেন এশিয়ার দিকে৷

বার্লিনের প্রদর্শনী কেন্দ্রের প্রধান ক্রিস্টিয়ান গ্যোকে চলতি আসর সম্পর্কে বলেন, ‘‘পৃথিবীতে পর্যটকের সংখ্যা এক বিলিয়নের বেশি এবং সহজে খুঁজে পাওয়া যায় এমন ইন্টারনেট পণ্য এখন বিভিন্নভাবে পর্যটকদের চাহিদা মেটাচ্ছে৷''

পর্যটন মেলায় জার্মান চ্যান্সেলর ম্যার্কেলছবি: AP

গ্যোকে বলেন, ‘‘মানুষের ভ্রমণের ইচ্ছা এবং ভ্রমণ পণ্যে দ্রুত বৈচিত্র আসছে৷ ফলে এই শিল্পে তথ্য এবং ব্যবসায়িক চাহিদা সবসময়ই বাড়তির দিকে৷''

চলতি বছরের মেলায় সবমিলিয়ে ১৮৮ টি দেশের ১০,০৮৬টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে৷ তবে গত বছর মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১০,৬৪৪টি৷ তারও আগের বছর ১১,১৬৩৷ এই সংখ্যাগুলোর দিকে তাকালে বোঝা যায়, সামগ্রিকভাবে খানিকটা হলেও আগ্রহ হারাচ্ছে আইটিবি৷ তবে এবারের মেলায় এশিয়া থেকে অংশগ্রহণকারীর সংখ্যা বেড়েছে৷ পার্টনার দেশ ইন্দোনেশিয়া থেকে এসেছে ১২০টি সংস্থা৷ পাশাপাশি ফিলিপাইন্স, তাইওয়ান এবং চীনের অংশগ্রহণও চোখে পড়ার মতো৷

চলতি বছর আইটিবিতে ভ্রমণের ক্ষেত্রে পরিবেশ সুরক্ষা এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়টি নিয়ে বিশেষভাবে আলোচনা হচ্ছে৷ ভ্রমণ যেমন আনন্দের, তেমনি সেই আনন্দ নিতে পরিবেশের বিশেষ ক্ষতি না করে করাটাই বাঞ্ছনীয় – এই বাণী তুলে ধরা হচ্ছে মেলায়৷ এছাড়া ভ্রমণ নির্ভর বিভিন্ন প্রযুক্তি পণ্য এবং সমকামীদের চাহিদার ভিত্তিতে সাজানো বিভিন্ন গন্তব্যও তুলে ধরা হচ্ছে মেলায়৷ সেখানকার একটি প্যাভিলয়নে আন্তর্জাতিক সমকামী পুরুষ এবং নারী ট্রাভেল অ্যাসোসিয়েশনসহ ৫৬টি প্রতিষ্ঠান রয়েছে৷

উল্লেখ্য, আইটিবি শুরু হয়েছে বুধবার৷ চলবে আগামী রবিবার অবধি৷ চলতি আসরে প্রথমবার অংশ নিচ্ছে ২০১১ সালের স্বাধীনতা অর্জন করা দেশ দক্ষিণ সুদান৷ বাংলাদেশের পর্যটন মন্ত্রী ফারুক খানও মেলা উপলক্ষে বর্তমানে বার্লিনে অবস্থান করছেন৷

এআই / এসবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ