1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মঞ্চে তাক লাগাচ্ছেন প্রতিবন্ধী অভিনেতারা

২৭ জুলাই ২০১৮

আমাদের সমাজে প্রতিবন্ধীদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়৷ বার্লিনে এক থিয়েটারে প্রতিবন্ধীরা বাকিদের সঙ্গে নাটকের মঞ্চায়ন করে তাক লাগিয়ে দিচ্ছেন৷ তাঁদের অভিনয় ক্ষমতা সবার নজর কাড়ছে৷

ছবি: DW

বার্লিনের রাম্বাসাম্বা থিয়েটারে হেরমান মেলভিলের লেখা ‘মবি ডিক' উপন্যাসের মঞ্চায়ন চলছে৷ মৃত্যু, উন্মাদনা ও এক সাদা তিমির কাহিনি৷ কুশিলবদের মধ্যে কয়েকজনের ডাউন সিন্ড্রোম রয়েছে৷

থিয়েটারের প্রধানের নাম ইয়াকব হ্যোনে৷ তাঁর ভাই মরিৎস-এর ডাউন সিন্ড্রোম রয়েছে৷ মরিৎস থিয়েটারের তারকাদের অন্যতম৷ ১৯৯০ সালে এই থিয়েটার প্রতিষ্ঠিত হয়েছিল৷

ডাউন সিন্ড্রোম এক জন্মগত অবস্থা৷ এর ফলে শরীর ও বোধশক্তির ক্ষেত্রে নানা রকম দুর্বলতা দেখা দিতে পারে৷ ইয়াকব হ্যোনে বলেন, ‘‘আসল বিষয় হলো, ডাউন সিন্ড্রোম থাকলে মানুষের নিজস্ব শৈল্পিক অভিব্যক্তি দেখা যায়৷ তারা যেভাবে কোনো চরিত্রকে তুলে ধরে, আমি হয়তো সেভাবে করবো না৷ তাদের সময়জ্ঞান ও আইডিয়া আলাদা৷ আমি হয়ত ভাষার মাধ্যমে কিছু একটা প্রকাশ করবো৷ অন্যদিকে প্রতিবন্ধী অভিনেতা অঙ্গ সঞ্চালনের মাধ্যমে সেই কাজ করবে৷''

সাধারণ তিমি শিকার অভিযান হিসেবে সূচনা হলেও কাহিনিটি প্রতিশোধের মারাত্মক আকাঙ্খায় মোড় নিচ্ছে৷ ২০১৫ সাল থেকে ইয়োনাস সিপেল এই নাট্যদলের সঙ্গে রয়েছেন৷ তিনি বলেন, ‘‘অভিনয় এমন এক শক্তি, যা ডাউন সিন্ড্রোমসহ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ থিয়েটারের অনেক সদস্য ঠিকমতো কথাও বলতে পারে না৷ তারা একমাত্র অভিনয়ের মাধ্যমে নিজেদের আবেগ-অনুভূতি প্রকাশ করতে পারে৷''

জার্মানিতে ডাউন সিন্ড্রোম থাকলে বাকি তরুণ-তরুণীদের মতো সুযোগ পাওয়া কঠিন৷ ফ্ল্যাট শেয়ার করে থাকারও তেমন উপায় নেই৷ ইয়োনাস সিপেল-এর ভাগ্য ভালো ছিল৷ তিনি বলেন, ‘‘আমি মানুষের সঙ্গে যোগাযোগ করতে ভালোবাসি৷ তাদের সঙ্গে কথা বলা, একসঙ্গে কাজ করতে চাই৷ আমি খুব মিশুকে৷ কবিতা লিখতে ভালোবাসি৷ অভিনয় ও শিল্পকলায়ও আগ্রহ রয়েছে৷ সবাই যে সমান নয়, তা স্পষ্ট করে দিতে আমাদের অবশ্যই সংগ্রাম চালাতে হয়৷ তা না হলে বৈচিত্র্য থাকবে না৷ আমাদেরও অধিকার রয়েছে৷''

রাম্বাসাম্বা ২৭ বছর ধরে প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতে আনার উদ্যোগ চালাচ্ছে৷ মবি ডিক-সহ বিভিন্ন নাটকে অন্যান্য গ্রুপের অভিনেতারাও অংশ নেন৷ যেমন বরিস ইয়াকোবি৷ তিনি বলেন,  ‘‘একবার আমার রিহার্সাল দেখার ইচ্ছা হয়েছিল৷ সকালে তা দেখে দুপুরেই আমি যোগ দিলাম৷ অভিনেতাদের অসাধারণ প্রাণশক্তি আমাকে আকর্ষণ করছিল৷ সাজানো নয়, নিজের ক্ষমতা নিয়ে সংশয়ের বালাই নেই৷ আমাদের মধ্যে অমিলের চেয়ে মিলই বেশি৷''

মবি ডিক নাটকে নাচ ও শারীরিক কসরতের দৃশ্যের জন্য স্পেন থেকে দু'জন নৃত্য পরিচালককে আনা হয়েছে৷ তাঁরাও বলেছেন, যে প্রতিবন্ধী অভিনেতাদের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে৷ তাঁদেরই একজন সারা লু৷ তিনি বলেন, ‘‘আমাদের মতো তাদের কোনো ফিল্টার নেই৷ যেমন আমরা বলি, এটা করতে পারবো না৷ অথচ ওরা কত মুক্ত মনের অধিকারী৷''

সমাজে সব রকম মানুষের সহাবস্থানের পথ আজও দীর্ঘ৷ কিন্তু রাম্বাসাম্বা নিজস্ব লক্ষ্যে অবিচল রয়েছে৷

ভিবকে ফয়ারসেঙার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ