বার্লিনের স্কুলে ছুরি-হামলা, আহত দুই বাচ্চা
৪ মে ২০২৩
অভিযুক্তকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ। আহত দুইটি বাচ্চা হাসপাতালে ভর্তি। তাদের আঘাত বেশ গুরুতর। পুলিশ জানিয়েছে, তারা মৃত্যুর সঙ্গে লড়াই করছে।
বার্লিনের মেয়র ওয়েগনার জানিয়েছেন, ''এই কঠিন সময়ে আমরা ওই দুই বাচ্চা মেয়ের পাশে আছি। তারা যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে সেই কামনা করি।''
কী হয়েছিল?
স্থানীয় সময় বেলা তিনটে নাগাদ এই ঘটনা ঘটে। একটি স্কুলে ঢুকে আক্রমণকারী তাণ্ডব চালায়। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, স্কুলে এক থেকে ১৩ গ্রেড পর্যন্ত রয়েছে। প্রায় ৮০০ পড়ুয়া প্রতিদিন স্কুলে আসে।
পুলিশ স্কুল খালি করে দিয়েছে। চারপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে, ওই দুই মেয়ে অভিযুক্তকে চিনত কি না। শিক্ষা দফতর থেকে জানানো হয়েছে, আক্রমণকারী একাই ছিল।
কেন ওই আক্রমণ, সেটাও খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিকভাবে এর পিছনে কোনো ধর্মীয় ও রাজনৈতিক কারণ আছে বলে তারা মনে করছেন না।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)