1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে অতি বাম সংগঠনগুলোর ‘শান্তি' সমাবেশ

৪ অক্টোবর ২০২৪

বৃহস্পতিবার বার্লিনে এক কর্মসূচিতে যোগ দেন প্রায় ৪০ হাজার মানুষ৷ ইউক্রেনকে জার্মানির অস্ত্র পাঠানো বন্ধ করা এবং ন্যাটো থেকে জার্মানির বেরিয়ে আসার মতো দাবি ওঠে ওই সমাবেশ থেকে৷

বৃহস্পতিবার জার্মানির রাজধানী বার্লিনে ‘শান্তি’ সমাবেশ অনুষ্ঠিত হয়
বার্লিনে অনুষ্ঠিত সমাবেশে ইউক্রেনকে জার্মানির অস্ত্র পাঠানো বন্ধ করা এবং ন্যাটো থেকে জার্মানির বেরিয়ে আসার মতো দাবি ওঠে আসেছবি: Sebastian Gollnow/dpa/picture alliance

বৃহস্পতিবার জার্মান সরকারের ইউক্রেন যুদ্ধ বিষয়ক অবস্থানের সমালোচনায় রাজধানী বার্লিনের পথে নামে বেশ কিছু অতিবাম সংগঠন৷

‘নেভার এগেইন ওয়ার' লেখা ব্যানার নিয়ে এই প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হয় জার্মান জাতীয় ঐক্য দিবস, ৩ অক্টোবরে৷ ১৯৯০ সালে এই দিনেই পুনরেকত্রিত হয়েছিল পূর্ব ও পশ্চিম জার্মানি৷

এই দিনে বিক্ষোভকারীরা দাবি জানালেন ইউক্রেনকে অস্ত্র পাঠানো বন্ধ করার৷ যুদ্ধের বদলে কূটনীতির পথ অবলম্বন করার পরামর্শও উঠে এলো এই সমাবেশ থেকে৷

গাজার মানুষদের প্রতি সহমর্মিতাও ব্যক্ত করেন বার্লিনের কর্মসূচিতে অংশ নেয়া অনেক বিক্ষোভকারী৷

আয়োজকদের মতে, প্রায় ৪০ হাজার মানুষ এই সমাবেশে অংশ নেন৷ বার্লিন পুলিশ জানায়, কোনো ঝামেলা বা অশান্তি ছাড়াই এই সমাবেশ সম্পন্ন হয়েছে৷

সমাবেশে বক্তব্য রাখেন জার্মানির বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনীতিক৷ তাদের মধ্যে ছিলেন বিএসডাব্লিউ রাজনৈতিক জোটের নেত্রী জাহরা ভাগেনকনেশট৷ এই দলটি জার্মানির বামপন্থি দল ডি লিংকে'র সাবেক কর্মীদের নিয়ে গড়া৷ বর্তমানে দেশের পূর্বাঞ্চলে জনপ্রিয়তা পাচ্ছে এই দল, বিশেষ করে স্যাক্সনি, টুরিঙ্গিয়া ও ব্রান্ডেনবুর্গ অঞ্চলে৷

ইউক্রেন সংকট নিরসনে পুটিনের সাথে আলোচনার পক্ষে এই গোষ্ঠী৷ জাহরা সমাবেশে বলেন, ‘‘আমার খুব বিরক্ত লাগে যখন মানুষ এসে আমাদের নৈতিকতার বাণী শোনান, বলেন যে নৈতিক কারণে পুটিনের সাথে কথা বলা যাবে না৷ আমরা আরো একবার জার্মানিতে মার্কিন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র জমা রাখার দিকে এগোচ্ছি৷ আমাদের এই দিকে এগোনো অনুচিত, যা হচ্ছে তা খুবই বিপজ্জনক৷’’

বৃহস্পতিবারের সমাবেশে অতিবাম সংগঠনগুলোর পাশাপাশি জার্মানির অন্যান্য রাজনৈতিক দল, যেমন বামপন্থি ডি লিংকে, বাভারিয়ার খ্রিষ্টান সোশালিস্ট দল সিএসইউ ও সিডিইউ নেতারাও উপস্থিত ছিলেন৷

এসএস/এসিবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ