1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে আসছে সবাই

২৫ মার্চ ২০১৩

লন্ডন আর প্যারিস একটু আগে, রোম পড়ে গেছে অনেক পিছনে৷ বার্লিন! পর্যটকদের কাছে দারুণ এক আকর্ষণ৷ প্রতি বছর এ শহরে ভিড় করছেন হাজার হাজার মানুষ৷ শহর ঘুরে দেখে রাতে বার্লিনের হোটেলে রাত্রিযাপন করেন বছরে ২ কোটি ৪৯ লাখ মানুষ৷

Bild 2: Adlon Titel: Adlon im Mondschein Schlagwort: berlin, adlon, hotel Fotograf: Hotel Adlon Ort: Berlin Datum: unbekannt Was ist zu sehen: Ein Blick über die Quadriga auf das Hotel Adlon im Mondschein (vermutlich Fotomontage) Thematischer Zusammenhang: Bildergalerie zu außergewöhnlichen Hotels in Berlin Rechte: Das Bild ist ein offizielles Pressebild auws dem Pressezugang der Website des Hotels.
ছবি: Hotel Adlon

এসে সারাদিন ঘুরে দেখলেন, রাতে চলে গেলেন শহর ছেড়ে – এমন হলে হিসেব রাখা কঠিন৷ তাই পর্যটকদের শহর হিসেবে কোনো শহরগুলো এগিয়ে, তা হিসেব করতে গেলে রাত্রিযাপনকে গুরুত্ব দিতেই হয়৷ সেই হিসেবে সবচেয়ে এগিয়ে লন্ডন আর প্যারিস৷ ব্রিটেন আর ফ্রান্সের রাজধানীর সেরা এবং দ্বিতীয় সেরা হওয়ায় আশ্চর্যের কিছু নেই৷ অনেকের কাছে আশ্চর্যজনক মনে হতে পারে জার্মানির রাজধানীর তৃতীয় স্থানে উঠে আসা৷ বার্লিনের নতুন বিমানবন্দরের উদ্বোধন পিছিয়েছে কয়েকদফা৷ তা সত্ত্বেও পর্যটকরা আসছেন দলে দলে!

শহর ঘুরে দেখে রাতে বার্লিনের হোটেলে রাত্রিযাপন করেন বছরে ২ কোটি ৪৯ লাখ মানুষছবি: Daniel Pasche

দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক স্মৃতি চিহ্ন বয়ে বেড়াচ্ছে এই শহর, রয়েছে অনেক জাদুঘর, হালে যোগ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ – আকর্ষণের তো শেষ নেই, পর্যটক আসবেনা! পর্যটন বিপণন সংস্থা ভিজিট বার্লিন-এর প্রধান বুর্খহার্ড কিকার তাই যতটা অবাক তার চেয়ে অনেক বেশি উচ্ছ্বসিত৷ উচ্ছ্বাস নিয়েই জানালেন, ‘‘আমরা প্যারিসের খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছি৷ সেখানে রাতে মোট ৩ কোটি ৬০ লাখ মানুষ থাকেন৷ আশা করছি আগামী ১০ বছরের মধ্যে আমরা ওদের ধরে ফেলবো৷''

মেট্রোপলিটন থেকে কসমোপলিটন শহরের মর্যাদা প্রাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে বার্লিন৷ এগিয়ে নিচ্ছেন আসলে দেশ-বিদেশের পর্যটকরা৷ মজার বিষয় কি জানেন, বার্লিনে তরুণ পর্যটকরা তুলনায় অনেক কম আসেন৷ ৪০-৪২ বছর বয়সিরাই আসেন বেশি৷ তবে কিকার জানালেন, বার্লিনের লক্ষ্য ৫৫ বা তারও বেশি বয়সিদের বেশি করে আকৃষ্ট করা৷ বার্লিন জুড়ে যেসব গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জাদুঘর রয়েছে সেগুলোর গুরুত্ব বুঝে সময় নিয়ে দেখার সুযোগ তাদেরই তো সবচেয়ে বেশি৷ তাই বলে লন্ডন বা প্যারিসের চেয়ে থাকা-খাওয়ার খরচ অনেক কম, আছে চলচ্চিত্র উৎসব বার্লিনালে, চ্যাম্পিয়ন্স লিগ – এসব কি তরুণদের জন্য কম গুরুত্বপূর্ণ? চ্যাম্পিয়ন্স লিগে যদি বায়ার্ন-বার্সেলোনা ম্যাচ হয় তখন তরুণরাও কি হুমড়ি খেয়ে পড়বেন না বার্লিনে!

এসিবি/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ