1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস ‘স্কাউট’-এর বিচার শুরু

৪ জানুয়ারি ২০১৭

১৯ বছর বয়সি সিরীয় তরুণ শাস আল এম-এর বিরুদ্ধে অভিযোগ, সে তথাকথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর হয়ে বার্লিনে বিভিন্ন আক্রমণের লক্ষ্য যাচাই করেছে৷ শাস ২০১৫ সালে উদ্বাস্তুদের সঙ্গে জার্মানিতে আসে৷

Deutschland Generalbundesanwaltschaft
জার্মানির ফেডারাল আদালত ও ফেডারাল সরকারি কৌঁসুলির দপ্তরছবি: picture-alliance/dpa/U. Deck

বুধবার বার্লিনের একটি বিশেষ রাষ্ট্রীয় নিরাপত্তা আদালতে শাস-এর বিচার শুরু হয়েছে৷ ‘শাস’ অভিযুক্ত যুবকের প্রথম নাম৷ জার্মান প্রথা অনুযায়ী অপরাধী সাব্যস্ত হওয়ার আগে সাধারণত পারিবারিক নাম প্রকাশ করা হয় না৷

শাস আল-ম. উদ্বাস্তু হিসেবে জার্মানি এসে পৌঁছায় ২০১৫ সালের আগস্ট মাসে, যখন সিরিয়া, ইরাকের মতো সংকটপীড়িত দেশগুলি থেকে বিপুল সংখ্যক উদ্বাস্তু জার্মানি এসে পৌছান৷

শাস-এর বিরুদ্ধে অভিযোগ, সে জার্মানিতে আসার আগে স্বদেশে দু'বছর ধরে আইএস-এর হয়ে যুদ্ধ করেছে৷ সে কালাশনিকভ মেশিন গান চালাতে জানে ও অন্যান্য আইএস জঙ্গিদের রসদ ও সাজসরঞ্জাম পৌঁছে দিয়েছে৷

জার্মানি পৌঁছানোর পরেও শাস আইএস জঙ্গিদের সঙ্গে ‘ঘনিষ্ঠ যোগাযোগ’ রাখে এবং দৃশ্যত সন্ত্রাসের লক্ষ্য হিসেবে প্রায়ই বার্লিনে গিয়ে ব্রান্ডেনবুর্গ তোরণ বা রাইখসটাগ সংসদ ভবন সম্পর্কে খোঁজখবর নেয়৷ পরে সে ‘‘সম্ভাব্য আক্রমণের লক্ষ্য সম্পর্কে তথ্যসমূহ আইএস-এ তার পরিচিতদের কাছে পাঠিয়েছে’’ বলেও আদালতের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে৷

এছাড়া অন্তত একজন ব্যক্তিকে যোদ্ধা হিসেবে সিরিয়ায় পাঠিয়েছে এবং জার্মানিতে সম্ভাব্য আক্রমণকারীদের জন্য যোগাযোগের ব্যক্তি হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছে বলেও অভিযোগ আছে তার বিরুদ্ধে৷

আনিস আমরির পরিচিতদের বাড়িতে পুলিশি অভিযান

১৯ শে ডিসেম্বর বার্লিনের একটি বড়দিনের বাজারে ট্রাক আক্রমণের আততায়ী তার চারদিন পরে ইটালির মিলান শহরে পুলিশের গুলিতে নিহত হয়৷ তখন থেকেই জার্মানিতে তার পরিচিত ব্যক্তি ও সম্ভাব্য সাহায্যকারীদের খোঁজ চলছে৷

তারই সূত্রে ইতিপূর্বে বার্লিনের এক ৪০ বছর বয়সি টিউনিশীয়কে গ্রেপ্তার করে একদিন পর ছেড়ে দেওয়া হয়৷ মঙ্গলবার জার্মান পুলিশ একটি উদ্বাস্তু নিবাস ও বার্লিনের একটি ফ্ল্যাটে হানা দেয়৷ উদ্বাস্তু নিবাসে বসবাসরত এক ২৬ বছর বয়সি টিউনিশীয় নাকি আমরিকে অন্তত ২০১৫ সাল থেকে চিনতো ও ২৯শে ডিসেম্বরের আক্রমণের স্বল্প আগেও তার সঙ্গে যোগাযোগ করেছিল৷ এই ব্যক্তি ‘‘আক্রমণের পরিকল্পনা সম্পর্কে জানত ও সম্ভবত আনিস আমরিকে সাহায্য করেছিল,’’ বলে ফেডারাল কৌঁসুলির দপ্তরের ধারণা৷

তদন্তকারীরা যে ফ্ল্যাটটি তল্লাস করেন, সেটি আমরির এক সঙ্গীর বাসা৷ তার ক্ষেত্রেও আমরির সঙ্গে যোগাযোগের, এমনকি বড়দিনের বাজারের উপর আক্রমণে সাহায্য করার সন্দেহ আছে৷

উভয় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সে বিষয়ে সরকারি কৌঁসুলির দপ্তর কিছু জানায়নি৷

এসি/এসিবি (এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ