১৯ বছর বয়সি সিরীয় তরুণ শাস আল এম-এর বিরুদ্ধে অভিযোগ, সে তথাকথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর হয়ে বার্লিনে বিভিন্ন আক্রমণের লক্ষ্য যাচাই করেছে৷ শাস ২০১৫ সালে উদ্বাস্তুদের সঙ্গে জার্মানিতে আসে৷
বিজ্ঞাপন
বুধবার বার্লিনের একটি বিশেষ রাষ্ট্রীয় নিরাপত্তা আদালতে শাস-এর বিচার শুরু হয়েছে৷ ‘শাস’ অভিযুক্ত যুবকের প্রথম নাম৷ জার্মান প্রথা অনুযায়ী অপরাধী সাব্যস্ত হওয়ার আগে সাধারণত পারিবারিক নাম প্রকাশ করা হয় না৷
শাস আল-ম. উদ্বাস্তু হিসেবে জার্মানি এসে পৌঁছায় ২০১৫ সালের আগস্ট মাসে, যখন সিরিয়া, ইরাকের মতো সংকটপীড়িত দেশগুলি থেকে বিপুল সংখ্যক উদ্বাস্তু জার্মানি এসে পৌছান৷
শাস-এর বিরুদ্ধে অভিযোগ, সে জার্মানিতে আসার আগে স্বদেশে দু'বছর ধরে আইএস-এর হয়ে যুদ্ধ করেছে৷ সে কালাশনিকভ মেশিন গান চালাতে জানে ও অন্যান্য আইএস জঙ্গিদের রসদ ও সাজসরঞ্জাম পৌঁছে দিয়েছে৷
২০১৬ সালে জার্মানিতে ঘটে যাওয়া কিছু আলোচিত ঘটনা
কোলনে বর্ষবরণের রাতে হামলা থেকে শুরু করে বার্লিনে ক্রিসমাস মার্কেটে হামলা অবধি জার্মানিতে ২০১৬ সালে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে৷ ছবিঘরে গতবছর জার্মানিতে ঘটে যাওয়া বড় কয়েকটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে৷
ছবি: Reuters/F. Bensch
বছরের শুরুতেই ধাক্কা
এটা শুধুমাত্র আক্রান্ত নারীদের ভীতসন্ত্রস্ত করেনি, পুরো দেশকেই নাড়িয়ে দিয়েছে৷ কোলনে বর্ষবরণের রাতে কয়েকশত নারী যৌন আক্রমণ এবং ছিনতাইয়ের শিকার হয়৷ হামলাকারীদের মধ্যে অধিকাংশই যেহেতু দেখতে উত্তর আফ্রিকানদের মতো ছিল, তাই সেই ঘটনার ফলে জার্মানির শরণার্থী নীতি নিয়ে উত্তপ্ত বিতর্ক শুরু হয়৷
ছবি: picture-alliance/dpa/M. Boehm
ট্রেন দুর্ঘটনায় নিহত ১২
বাভারিয়ার ছোট শহর বাড আইবলিংয়ে ২ ফেব্রুয়ারি দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে বারো ব্যক্তি নিহত ও অন্তত নব্বইজন আহত হয়৷ দুর্ঘটনার কারণ হচ্ছে চল্লিশ বছর বয়সি ট্রেন পয়েন্টসম্যান মোবাইলে গেম খেলা নিয়ে এতই ব্যস্ত ছিল যে একইসঙ্গে দু’টি ট্রেনকে ভুলবশত এগিয়ে যাওয়ার সিগন্যাল দিয়ে দিয়েছিল৷
ছবি: picture-alliance/dpa/J. Reisner
দক্ষিণে সবুজদের বড় জয়
১৪ মার্চ বাডেন-ভ্যুর্টেনবের্গের নির্বাচনে ত্রিশ শতাংশের বেশি ভোট পায় সবুজ দল৷ সেদলের কোনো রাজ্য সংসদের সবচেয়ে বড় অংশে পরিণত হওয়া এবারই প্রথম৷
ছবি: Getty Images/T.Niedermueller
ইটালি অন্তত জেতেনি
ইউরো ২০১৬-র সেমিফাইনাল অবধি পৌঁছাতে সক্ষম হয় জার্মানি৷ যদিও ভক্তদের আশা ছিল কাপ জিতবে সেদল৷ তবে সেই টুর্নামেন্টে একটি বড় অর্জন জার্মানির ছিল৷ তা হচ্ছে কোয়ার্টার ফাইনালে ইটালিকে পরাজিত করা৷
ছবি: picture alliance/dpa/C. Charisius
কমেডি কি অপরাধ হতে পারে?
তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ানকে অপমান করে রচিত এক কবিতা পড়ে ব্যাপক বিতর্কের জন্ম দেন টিভি কমেডিয়ান ইয়ান ব্যোমারমান৷ মে মাসের শেষের দিকের সেই ঘটনাকে মোটেই হালকাভাবে নেননি এর্দোয়ান৷ তিনি কমেডিয়ানের বিরুদ্ধে মামলা করেন৷ যদিও সেই মামলা বেশিদূর আগায়নি৷
ছবি: ZDF Neo Magazin Royale
মিউনিখে হামলা
২৩ জুলাই মিউনিখে এক হামলায় অন্তত নয় ব্যক্তি নিহত এবং ১৬ জন আহত হয়৷ খুনি নিজেও আত্মহত্যা করে৷ সেমাসে জার্মানিতে আরো দুটি হামলার ঘটনা ঘটে৷ ১৮ জুলাই এক আফগান শরণার্থী কুড়াল দিয়ে ট্রেনে চার ব্যক্তিকে আহত করে৷ আর ২৪ জুলাই এক সিরীয় বোমা বিস্ফোরণ ঘটালে ১৫ ব্যক্তি আহত হয়৷
ছবি: Getty Images/J. Simon
আরো চার বছর থাকতে চান ম্যার্কেল
নভেম্বরের শেষের দিকে আনুষ্ঠানিক ঘোষণা দেন ম্যার্কেল৷ ২০১৭ সালের নির্বাচনে আরো চার বছরের জন্য চ্যান্সেলর পদে লড়তে প্রস্তুত তিনি৷ তবে এবার জয়টা যে সহজ হবে না সেটা তিনি বুঝতে পারছেন৷
ক্রিসমাস মার্কেটে হামলা
২০১৬ সালের শেষের দিকে ১৯ ডিসেম্বর একটি ট্রাক বার্লিনের এক ক্রিসমাস মার্কেটে ঢুকে গেলে ১২ ব্যক্তি নিহত এবং প্রায় পঞ্চাশজন আহত হয়৷ তথাকথিত ‘ইসলামিক স্টেট’ এই হামলার দায় স্বীকার করেছে৷
ছবি: picture-alliance/dpa/M. Kappeler
8 ছবি1 | 8
জার্মানি পৌঁছানোর পরেও শাস আইএস জঙ্গিদের সঙ্গে ‘ঘনিষ্ঠ যোগাযোগ’ রাখে এবং দৃশ্যত সন্ত্রাসের লক্ষ্য হিসেবে প্রায়ই বার্লিনে গিয়ে ব্রান্ডেনবুর্গ তোরণ বা রাইখসটাগ সংসদ ভবন সম্পর্কে খোঁজখবর নেয়৷ পরে সে ‘‘সম্ভাব্য আক্রমণের লক্ষ্য সম্পর্কে তথ্যসমূহ আইএস-এ তার পরিচিতদের কাছে পাঠিয়েছে’’ বলেও আদালতের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে৷
এছাড়া অন্তত একজন ব্যক্তিকে যোদ্ধা হিসেবে সিরিয়ায় পাঠিয়েছে এবং জার্মানিতে সম্ভাব্য আক্রমণকারীদের জন্য যোগাযোগের ব্যক্তি হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছে বলেও অভিযোগ আছে তার বিরুদ্ধে৷
আনিস আমরির পরিচিতদের বাড়িতে পুলিশি অভিযান
১৯ শে ডিসেম্বর বার্লিনের একটি বড়দিনের বাজারে ট্রাক আক্রমণের আততায়ী তার চারদিন পরে ইটালির মিলান শহরে পুলিশের গুলিতে নিহত হয়৷ তখন থেকেই জার্মানিতে তার পরিচিত ব্যক্তি ও সম্ভাব্য সাহায্যকারীদের খোঁজ চলছে৷
তারই সূত্রে ইতিপূর্বে বার্লিনের এক ৪০ বছর বয়সি টিউনিশীয়কে গ্রেপ্তার করে একদিন পর ছেড়ে দেওয়া হয়৷ মঙ্গলবার জার্মান পুলিশ একটি উদ্বাস্তু নিবাস ও বার্লিনের একটি ফ্ল্যাটে হানা দেয়৷ উদ্বাস্তু নিবাসে বসবাসরত এক ২৬ বছর বয়সি টিউনিশীয় নাকি আমরিকে অন্তত ২০১৫ সাল থেকে চিনতো ও ২৯শে ডিসেম্বরের আক্রমণের স্বল্প আগেও তার সঙ্গে যোগাযোগ করেছিল৷ এই ব্যক্তি ‘‘আক্রমণের পরিকল্পনা সম্পর্কে জানত ও সম্ভবত আনিস আমরিকে সাহায্য করেছিল,’’ বলে ফেডারাল কৌঁসুলির দপ্তরের ধারণা৷
তদন্তকারীরা যে ফ্ল্যাটটি তল্লাস করেন, সেটি আমরির এক সঙ্গীর বাসা৷ তার ক্ষেত্রেও আমরির সঙ্গে যোগাযোগের, এমনকি বড়দিনের বাজারের উপর আক্রমণে সাহায্য করার সন্দেহ আছে৷
উভয় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সে বিষয়ে সরকারি কৌঁসুলির দপ্তর কিছু জানায়নি৷
এসি/এসিবি (এএফপি, রয়টার্স, ডিপিএ)
জার্মানিতে যেসব সন্ত্রাসী হামলার চেষ্টা হয়েছিল
গত আঠারো মাসে বেশ কয়েকবার জার্মানিতে সন্ত্রাসী হামলার চেষ্টা করা হয়েছে, যার অধিকাংশই অবশ্য পুলিশ আগেভাগে প্রতিরোধ করতে সক্ষম হয়৷ আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ‘ইসলামিক স্টেট’ বা আইএস-এর অন্যতম টার্গেট এখন ইউরোপের এই দেশটি৷
ছবি: Reuters/M. Rehle
লাইপসিশ, অক্টোবর ২০১৬
লাইপসিসের পুলিশ দু’দিন ধরে তল্লাশি চালানোর পর ২২ বছর বয়সে সিরীয় শরণার্থী জাবের আল-বাকেরকে গ্রেপ্তারে সক্ষম হয়৷ চেমনিৎসে তার অ্যাপার্টমেন্টে বিস্ফোরক এবং বোমা তৈরিত সরঞ্জাম পাওয়ার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ৷ সন্দেহ করা হয় যে, বার্লিন বিমানবন্দরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল সে৷ গ্রেপ্তারের দুই দিন পর অবশ্য কারাগারে আত্মহত্যা করে এই সিরীয় শরণার্থী৷
ছবি: picture-alliance/dpa/S. Willnow
আন্সবাখ, জুলাই ২০১৬
গত জুলাই মাসে জার্মানিতে দু’টি হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী ‘ইসলামিক স্টেট’ বা আইএস৷ দু’টি হামলাই শরণার্থীরা ঘটিয়েছিল৷ এর মধ্যে বাভারিয়ার আন্সবাখ শহরে একটি মিউজিক ফেস্টিভ্যালের প্রবেশ মুখে এক সিরীয় শরণার্থী বিস্ফোরণ ঘটালে ১৫ ব্যক্তি আহত হন৷ হামলায় হামলাকারী অবশ্য নিজেও প্রাণ হারায়৷
ছবি: picture alliance/AP Photo/D. Karmann
ভ্যুয়র্ত্সবুর্গ, জুলাই ২০১৬
১৭ বছর বয়সি এক শরণার্থী ভ্যুয়র্ত্সবুর্গে একটি ট্রেনের মধ্যে কুড়াল ও ছুরি নিয়ে যাত্রীদের উপর হামলা চালায়৷ এতে হংকং থেকে আসা এক পর্যটক পরিবারের চার সদস্য এবং অন্য একজন আহত হন৷ পুলিশ হামলাকারীকে গুলি করে হত্যা করে৷ পুলিশ জানায়, হামলাকারী তথাকথিত ইসলামিক স্টেট-এর সদস্য না হলেও এই জঙ্গি গোষ্ঠীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে হামলা চালিয়েছিল৷
ছবি: picture-alliance/dpa/K. Hildenbrand
ড্যুসেলডর্ফ, মে ২০১৬
ইসলামিক স্টেট-এর তিন সন্দেহভাজন সদস্যকে নর্থ রাইনওয়েস্টফেলিয়া, ব্রান্ডেনবুর্গ এবং বাডেন ভ্যুর্টেনবের্গ থেকে গ্রেপ্তার করে পুলিশ৷ কর্তৃপক্ষ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে দু’জন ড্যুসেলডর্ফের শহরতলীতে আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিল৷ অপরজন এবং ফ্রান্সে গ্রেপ্তারকৃত চতুর্থ জিহাদি বন্দুক ও বিস্ফোরক নিয়ে পথচারীদের হামলার পরিকল্পনা করছিল বলে খবর৷
ছবি: picture-alliance/dpa/M. Hitij
এসেন, এপ্রিল ২০১৬
এসেনে একটি শিখ মন্দিরে বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ৷ বিস্ফোরণে তিন ব্যক্তি আহতও হন৷ সিসিটিভি ফুটেজ প্রচারের পর ১৬ বছর বয়সি এক সন্দেহভাজন নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে৷ আর অন্য তরুণ সন্দেহভাজনকে বাড়ি থেকে আটক করে স্পেশাল পুলিশ৷
ছবি: picture-alliance/dpa/M. Kusch
হানোফার, ফেব্রুয়ারি ২০১৬
১৬ বছর বয়সি জার্মান-মরোক্কান তরুণী সোফিয়া এস. হানোফার ট্রেন স্টেশনে এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে৷ ধারণা করা হয়, ইসলামিক স্টেট-এর সদস্যরা তাকে এই হামলায় প্ররোচিত করেছিল৷
ছবি: Polizei
বার্লিন, ফেব্রুয়ারি ২০১৬
বার্লিনে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে ইসলামিক স্টেট-এর সন্দেহভাজন তিন আলজেরীয় সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ৷ বার্লিনের প্রসিকিউটরের দপ্তরের তথ্য আনুযায়ী, রাজধানীতে হামলা করার জন্য তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা সম্পর্কে অবগত ছিল কর্তৃপক্ষ৷
ছবি: Reuters/F. Bensch
ওবারউরসেল, এপ্রিল ২০১৫
এশবর্ন-ফ্রাংকফুর্ট সিটি লুপ বাইক রেস বাতিল করে পুলিশ, কেননা তারা সন্দেহ করছিল যে সেই রেসে ইসলামিক স্টেট হামলা চালাতে পারে৷ হামলা পরিকল্পনায় জড়িত সন্দেহে পুলিশ ৩৫ বছর বয়সি এক তুর্কি বংশোদ্ভূত জার্মান এবং তাঁর ৩৪ বছর বয়সি স্ত্রীকে গ্রেপ্তার করে৷ বাইক রুটের কাছে তাদের বাড়ি থেকে বোমা তৈরির উপকরণও উদ্ধার করে পুলিশ৷