বার্লিনে এসপিডি সমর্থকদের ওপর হামলা, গ্রেপ্তার চার
১৬ ডিসেম্বর ২০২৪হামলাকারীরা বার্লিনে উগ্র ডানপন্থিদের হয়ে বড় জমায়েত করার পরিকল্পনা করছিল বলে ধারণা করা হচ্ছে।
রোববার (১৫ ডিসেম্বর) বার্লিন পুলিশ জানায়, শনিবার এসপিডির নির্বাচনি প্রচারণায় সহয়তা করা কর্মী, সমর্থকদের উপর সহিংস হামলার কারণে চার কিশোরকে আটক করা হয়েছে।
এসপিডিরসাধারণ সম্পাদক মাথিয়াস মিয়েরশৎসহ দলের অন্য রাজনীতিবিরা হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। মাথিয়াস মিয়েরশৎ বলেন, "এ ধরনের সহিংসতা আবারও দেখিয়ে দিলো, উগ্র ডানপন্থিরা আমাদের সমাজের জন্য কতটুকু বিপদজনক হতে পারে’’
পুলিশ এক বিবৃতিতে জানায়, "ডানপন্থিদের যে সমর্থকরা এই হামলা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে, তারা দিনের মধ্যভাগে বামপন্থিদের ওপর হামলার উদ্দেশে ঘটনাস্থলে উপস্থিত হন৷’’
এসপিডির স্থানীয় শাখা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ঘটনার একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে এসপিডির কর্মী-সমর্থকদের মাটিতে ফেলে মুখে ও পেটে লাথি মারতে দেখা যায়।
বার্লিন এসপিডির দুই নেতা নিকোলা বোয়েকার গিয়ানিনি ও মার্টিন হিকেল এক যৌথ বিবৃতিতে বলেন, "দুঃখজনকভাবে আমাদের প্রায়ই এ ধরনের ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। এটি গণতন্ত্রকামীদের জন্য এটি সতর্কবার্তা।"
এসএইচ/এসিবি (এএফপি, ডিপিএ, ইপিডি)