1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে করোনা এড়াতে আবার কড়াকড়ি

৭ অক্টোবর ২০২০

করোনা সংক্রমণ বাড়তে থাকায় বার্লিনে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ সংক্রমণের বিস্তার রোধে রাজধানীর বার, রেস্তোরাঁ, দোকান এবং সামাজিক অনুষ্ঠানের আয়োজন সীমিত আকারে করার নির্দেশ দেয়া হয়েছে৷

বার্লিনের এক মেট্রো স্টেশনের মঙ্গলবারের ছবিছবি: Christoph Soeder/dpa/picture alliance

বার, রেস্তোঁরা, স্থানীয় দোকান এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান রাত ১১ টা থেকে ভোর ৬টা পর্যন্ত বন্ধ রাখতে হবে৷ এই নিষেধাজ্ঞা ১০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে৷ মঙ্গলবার বার্লিনের সেনেট এ ঘোষণা দেয়৷ নিষেধাজ্ঞা চলার সময়ে ব্যক্তিগত আয়োজনে অন্য পরিবার থেকে সর্বোচ্চ পাঁচজন অংশ নিতে পারবে এবং রাতের বেলায় কোনো পার্কে সমবেত হওয়া যাবে না বলেও ঘোষণায় উল্লেখ করা হয়েছে৷

সীমিত আকারের অনুষ্ঠানেও আগে যেখানে ২৫ জন অংশ নিতে পারতো, এখন একসাথে ১০জন থাকতে পারবেন৷

বার্লিনে করোনা সংক্রমণ বাড়ার বিষয়ে বাভারিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মার্কুস স্যোয়ডার উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘‘বার্লিন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে বলে আমি আশঙ্কা করছি৷ আমরা জার্মানিতে মাদ্রিদ বা প্যারিসের মতো পরিস্থিতি দেখতে চাই না৷’’

কেট মার্টির/এনএস

১৫ সেপ্টেম্বরের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ