1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে গাঁজা ক্যাফে

লাভিনিয়া পিটু/এআই১৯ সেপ্টেম্বর ২০১৩

বার্লিনে সম্ভবত শীঘ্রই বৈধভাবে অল্প পরিমাণে গাঁজা কেনা সম্ভব হবে৷ অন্তত বিখ্যাত ক্রয়েৎসব্যার্গ অঞ্চলের নতুন মেয়র মোনিকা হ্যারমান তেমন আভাসই দিচ্ছেন৷ নিজের এলাকায় জার্মানির প্রথম ক্যানাবিস ক্যাফে চালুর পরিকল্পনা তাঁর৷

Bildtitel: Cannabis Bildbeschreibung: Ein Cannabis rauchender Mann Schlagwörter: Cannabis, Hanf, Joint, Rauschgift Herkunft: DW Eigendreh
ছবি: DW

মোনিকা হ্যারমান বার্লিনের ক্রয়েৎসব্যার্গের মেয়র হিসেবে কাজ শুরু করেছেন গাত আগস্ট মাসে৷ তাঁর কাজের তালিকায় গাঁজা বৈধকরণের ব্যাপারটি বিশেষ গুরুত্ব পাচ্ছে৷ জার্মানির সংসদ নির্বাচনের আগে আগে এই বিষয়ে বেশ খানিকটা বিতর্কও তৈরিতে সক্ষম হয়েছেন মেয়র৷ ক্রয়েৎসব্যার্গের গ্যোরলিৎসার পার্ক মাদক বেচা-বিক্রির হাবে পরিণত হয়েছে৷ হ্যারমান মনে করেন, গাঁজা বৈধ করার মাধ্যমে মাদকের অবৈধ বাণিজ্য রোধ করা সম্ভব হবে৷

‘‘আমরা যদি ডিলার এবং তাদের পণ্যের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাই, তাহলে গাঁজা বিতরণ নিয়ন্ত্রণ করতে হবে,'' বলেন সবুজ দলের রাজনীতিবিদ হ্যারমান৷ এই প্রক্রিয়ায় ধীরে ধীরে ডিলারদের ব্যবসা ধ্বংস করা যাবে এবং গাঁজার ব্যবহারও রোধ করা সম্ভব হবে৷

বার্লিনে গাঁজা বৈধ করার পক্ষে সমাবেশছবি: picture-alliance/dpa

যারা ক্যাফেতে বসে মনের সুখে গাঁজা টানতে আগ্রহী তারা নিশ্চয়ই মেয়রের এই পরিকল্পনায় সন্তুষ্ট হবেন৷ আর মেয়র তো এমন কিছু করছেন না যার নজির বিশ্বের কোথাও নেই৷ পাশের দেশ নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের ক্যাফেতে ক্যাফেতে বিক্রি হচ্ছে গাঁজা৷ তাহলে বার্লিনে নয় কেন?

মেয়র হ্যারমান অবশ্য নেদারল্যান্ডসের মাদক নীতিকে বার্লিনের জন্য মডেল হিসেবে বিবেচনা করছেন না৷ বরং শহর-চালিত ক্যাফেতে তিনি খদ্দেরদের মাদক সম্পর্কে সচেতন করতে পারেন এমন প্রশিক্ষিত বিক্রয়কর্মী নিয়োগ করতে চান হ্যারমান৷ এতে করে মাদকসেবীদের ‘‘কাউন্সিলিং'' সম্ভব হবে৷

বলাবাহুল্য, গাঁজা বৈধ করার বিষয়টি জার্মানিতে খুব সহজ হবে না৷ এক্ষেত্রে মাদক নীতিতে সংস্কার প্রয়োজন হবে৷ বর্তমান জার্মান আইন অনুযায়ী, গাঁজা কেনা এবং বেঁচা দু'টোই অবৈধ৷ তবে গাঁজা বহনের ক্ষেত্রে নিয়মে খানিকটা ধোঁয়াশা রয়েছে৷ এক্ষেত্রে রাজ্য সরকারগুলোর মধ্যে সীদ্ধান্তে ভিন্নতা আছে৷ বার্লিনে ব্যক্তিগত প্রয়োজনে ১৫ গ্রাম পর্যন্ত গাঁজা বহন করা অবৈধ নয়৷ অন্যদিকে হামবুর্গ শহর বা নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যে সর্বোচ্চ ৬ গ্রাম গাঁজা বহন করা বৈধ৷

মেয়র হ্যারমানের গাঁজা বৈধ করার প্রস্তাবে এখন অবধি রাজনৈতিক সমর্থনও খুব একটা পাওয়া যায়নি৷ সামাজিক গণতন্ত্রী, সবুজ দল এবং পাইরেট পার্টি গাঁজা নীতি শিথিল করার পক্ষে হলেও, স্থানীয় রক্ষণশীলরা নিষিধাজ্ঞা বলবৎ রাখতে চান৷ তারা এই সমস্যা সমাধানের দায়িত্ব পুলিশের উপর ন্যস্ত করার পক্ষে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ