1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে ড্রোন প্রতিযোগিতা

বেটিনা বুশ/এসবি২৬ নভেম্বর ২০১৫

মডেল বিমান উড়তে আমরা অনেকেই দেখেছি৷ কিন্তু ড্রোন ওড়ানোর প্রতিযোগিতা? বার্লিনে হবি পাইলটরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাটি থেকেই আকাশে তাদের খুদে বিমান ওড়াচ্ছেন৷

Afghanistan Drohne
ছবি: picture-alliance/AP Photo/K. Wigglesworth

মডেল বিমানের তুলনায় অনেক বেশি চটপটে ও দ্রুত – এগুলিকে রেসিং ড্রোন বা কোয়াডকপ্টার বলা হয়৷ আজকাল অনেকেই এই নিয়ে মেতে উঠেছে৷ বার্লিনেও অনেক হবি-পাইলট পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় নামেন৷ কোয়াডকপ্টার পাইলট আডাম পুশনি বললেন, ‘‘এটা একটা রেসিং কোয়াডকপ্টার৷ রেসিং-এর জন্য বিশেষভাবে তৈরি হয়েছে৷ অত্যন্ত দ্রুত এবং মজবুত – বিশেষ করে বার বার ওড়ালে৷ কোয়াডকপ্টারের ৪টি মোটর রয়েছে৷ তাই এই নাম৷ মাঝে রয়েছে এক স্টারবোর্ড, যা সব কিছু নিয়ন্ত্রণ করে৷ সবসময়ে দুটি ক্যামেরা থাকে৷ একটি ভিডিও তোলে, অন্যটি সব দৃশ্য সরাসরি এই চশমায় সম্প্রচার করে৷ কোনদিকে উড়ছি, তা দেখতে পাই৷''

পাইলট ক্যামেরার দৃষ্টিভঙ্গি থেকে উড়ালের উপর নজর রাখেন৷ একে ‘ফার্স্ট পার্সন ভিউ' বা এফপিভি বলা হয়৷ ভিডিও-চশমার মাধ্যমে পাইলট দেখতে পান, কপ্টার কী ছবি তুলছে৷ মনে হয়, তিনি নিজেই যেন সব বাধা বিপত্তি অতিক্রম করে উড়ে চলেছেন৷ এই ধরনের নিয়ন্ত্রণের জন্য অনেক অনুশীলনের প্রয়োজন৷ হবি পাইলট মার্সেল স্পার বলেন, ‘‘ঠিক মনে হয়, নিজেই যেন কপ্টারের ভিতরে রয়েছি৷ ক্যামেরা ও ভিডিও-চশমার মাধ্যমে প্রথম যে দুটি উড়ালের চেষ্টা করেছিলাম, সে সময়ে সব কিছু এতই বাস্তব মনে হয়েছিল, যে একবার ঘোরানোর সময় সিট ছেড়ে পড়েই গিয়েছিলাম৷ মনে হচ্ছিল, ঠিক যেন মাঠের উপর এক পাখি ওড়াচ্ছি৷''

বার্লিনে প্রথম ‘ড্রোন মাস্টার্স' প্রতিযোগিতার সময় কপ্টার পাইলট-রা দর্শকদের সামনে এই খেলার আকর্ষণ তুলে ধরেছিলেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ