1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে নারী মালির উপর ছুরি নিয়ে হামলা

৬ সেপ্টেম্বর ২০২১

নারী কেন বাইরে কাজ করবেন? বার্লিনে ৫৮ বছরের মালির উপর হামলা এক আফগানের।

বার্লিনের পার্ক
ছবি: Stefan Zeitz/imago images

বার্লিনের পরিচিত এলাকা উইলমার্সডর্ফ। রোববার সেখানে একটি ল্যান্ডস্কেপ গার্ডেনে কাজ করছিলেন ৫৮ বছরের এক নারী। পেশাগতভাবে তিনি একজন মালি। অভিযোগ, ২৯ বছরের এক আফগান সেই পার্কেই ছিলেন। প্রথমে ওই নারীকে তিনি ডাকেন। সামান্য কথা বলার পরেই ছুরি দিয়ে তার গলায় আঘাত করতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আরেক বয়স্ক ব্যক্তি ওই আফগান যুবককে আটকাতে গেলে তাকেও আক্রমণ করে ওই যুবক। আক্রান্ত দুইজনই হাসপাতালে ভর্তি। তবে তাদের প্রাণের ঝুঁকি নেই বলেই জানিয়েছে পুলিশ। আক্রমণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

আক্রমণকারী এবং আক্রান্তদের নাম প্রকাশ করেনি পুলিশ। জার্মান আইন অনুযায়ী তা করা যায় না। তবে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়ার পরে ওই আফগান যুবক জানিয়েছে, ওই নারীর উপর তার রাগ হয়েছিল। একজন নারী হয়ে কেন তিনি বাইরে কাজ করবেন? পুলিশের বক্তব্য, ওই ব্যক্তির মানসিক সমস্যা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দেখা হচ্ছে, তিনি কোনো মৌলবাদী সংগঠনের সঙ্গে জড়িত কি না। আপাতত তার বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে।

স্বাভাবিক ভাবেই ওই ঘটনা সাড়া ফেলে দিয়েছে এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই নারীর উপর আক্রমণ চালানোর সময় এক ৬৬ বছরের বৃদ্ধ তাকে বাঁচাতে যান। তার উপরেও ঝাঁপিয়ে পড়ে ওই যুবক। তাকেও ছুরি দিয়ে একাধিকবার আঘাত করা হয়।

এসজি/জিএইচ (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ