1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিরামিষ খাবারের অভিনব রেস্তোরাঁ

২১ মার্চ ২০১৮

ইউরোপে নিরামিষ রান্নার কদর বাড়ছে৷ সেইসঙ্গে বিশেষ রেস্তোরাঁও খোলা হচ্ছে৷ বার্লিনে এমনই এক রেস্তোরাঁ মিশেলিন স্টার খেতাব পেয়েছে৷ প্রধান রাঁধুনি নিজে আমিষ খেলেও সযত্নে নিরামিষ রান্না করেন৷

ছবি: picture-alliance/Arco Images/O. Diez

টকটকে লাল বিট, নিরামিষ নুডলস ও মচমচে জলপাইয়ের টুকরো৷ সেঁকা পেঁয়াজ, সজিনা ও কালো তিল৷ স্টেফান হেনচেল এই সব নিরামিষ রান্নার সৃষ্টিকর্তা৷ ১০ বছর ধরে তিনি বার্লিনের ‘কুকিজ ক্রিম’ রেস্তোরাঁর প্রধান রাঁধুনি৷ সম্প্রতি সেটি একটি মিশেলিন স্টার খেতাব পেয়েছে৷ স্টেফান বলেন, ‘‘আমাদের জন্য সেটা ছিল দারুণ এক অনুভূতি, কারণ আমরা সেটা আশা করিনি৷ ১০ বছর ধরে সেই লক্ষ্যে কাজ করিনি, যেমন ছিলাম সেরকমই আছি৷ আমরা খাঁটি থাকার চেষ্টা করি৷ ভালোবাসা ও উচ্চ মানের মালমশলা দিয়ে রান্না করি৷ সেটা যে স্বীকৃতি পাচ্ছে, সেটা শুধু আমি নয়, আমার গোটা টিমের জন্য বড় পুরস্কার৷’’

বার্লিনের রেস্তোরাঁয় নিরামিষ খাবার

02:25

This browser does not support the video element.

ছ'জনের এক টিম নিয়ে স্টেফান হেনচেল তাঁর নিরামিষ পদগুলি রান্না করেন৷ তবে তিনি মাংসের বিকল্প হিসেবে প্রচলিত উপকরণ ব্যবহার করেন না৷ শাক-সবজি, জড়িবুটি ও লেটুস পাতা দিয়েই তিনি সৃজনশীল কাজে মেতে ওঠেন৷ স্টেফান নিজে কিন্তু মাংস খান৷ স্টেফান বলেন, ‘‘শুধু শাক-সবজি রান্না করলে আমার কোনো ক্ষতি হয় না৷ কারণ নিরামিষ রান্নাও একই রকম বৈচিত্র্যপূর্ণ বলে আমি মনে করি৷ কত রকমের যে উপকরণ রয়েছে! নানা রঙের জড়িবুটি, নানা রং ও মাপের বিট৷ অনেক কিছু করা সম্ভব৷’’

রেস্তোরাঁর ছাদে ব্যস্ততার পরিবেশ৷ স্টেফান স্যাক্সনি রাজ্যে বড় হয়েছেন৷ তবে রাঁধুনি হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্যে৷ ২০০১ সালে বার্লিনে গিয়ে তিনি ‘ফাসিল’ নামের দুই তারকাখচিত রেস্তোরাঁয় উচ্চ মানের রান্না শিখেছেন৷ ২০০৭ সাল থেকে তিনি ‘কুকিস ক্রিম’ রেস্তোরাঁর প্রধান রাঁধুনি৷ স্টেফান বলেন, ‘‘কাহিল হয়ে পড়লে বা মানসিক চাপের মধ্যে থাকলে নতুন করে শুরু করার এটা খুব ভালো জায়গা৷ আমার টিমের সদস্যদের বলি, গ্রীষ্মে খাবার সময় নীচে টেবিলে বসে থেকো না, ছাদে চলে যাও৷ সূর্যের আলো ও তাজা বাতাস পাবে৷’’

নিরামিষ রান্না কিন্তু আমিষ রান্নার তুলনায় অনেক বেশি পরিশ্রমসাপেক্ষ৷ কারণ প্রত্যেক শাকসবজি বেশ কয়েকবার আলাদা করে রান্না করতে হয়, যাতে শেষে সুন্দর গন্ধ ও স্বাদ পাওয়া যায়৷ স্টেফান হেনচেল ভবিষ্যতে হয়তো দ্বিতীয় মিশেলিন স্টারও পেতে পারেন৷

কিয়র্স্টিন শুমান/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ