1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে নৃশংস হামলা সত্ত্বেও অপরাধী মুক্ত

২৬ এপ্রিল ২০১১

সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি জার্মানির অন্যতম গর্বের বিষয়৷ একা নারী হিসেবেও গভীর রাতে ট্রামে-বাসে করে বাড়ি ফিরতে ভয় পান না অনেকেই৷ কিন্তু সম্প্রতি বার্লিনে কয়েকটি অপ্রিয় ঘটনা নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে৷

মেট্রো ছাড়া বার্লিন অচলছবি: picture-alliance/dpa

দুটি গাড়ির সামান্য ধাক্কা লাগলো৷ দুই চালক নেমে এসে করমর্দন করে পুলিশের জন্য অপেক্ষা করলেন৷ পুলিশ এসে সব দেখেশুনে দুই চালকের বিমা সংস্থার জন্য প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করলো৷ সবাই একে অপরের করমর্দন করে যে যার কাজে ফিরে গেল৷ জার্মানিতে এই দৃশ্য একেবারেই বিরল নয়৷ মনোমালিন্য হলেও উচ্চস্বরে ঝগড়া, হাতাহাতি বা মারপিটের দৃশ্য অতি বিরল৷ অথচ বিচ্ছিন্ন হলেও হিংসার প্রবণতা বেড়ে চলছে বলে অনেকেই মনে করছেন৷

যেমন গত সপ্তাহান্তে বার্লিনের এক মেট্রো স্টেশনে ১৮ বছরের এক তরুণ ২৯ বছরের এক সহযাত্রীর উপর নৃশংস হামলা চালিয়েছে৷ প্রথমে মাথায় বোতলের বাড়ি, তারপর তাঁর অচৈতন্য শরীরে, বিশেষ করে মাথার উপর ক্রমাগত লাথি মারে সে৷ এক প্রত্যক্ষদর্শী সাহায্য করতে এগিয়ে এলে হামলাকারীর এক সঙ্গী তাকেও মারধোর করছে৷ ভিডিও ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ায় হামলাকারী অবশ্য পুলিশের কাছে ধরা দিয়ে স্বীকারোক্তিও দিয়েছে৷ মনের মধ্যে জমে থাকা প্রবল ক্ষোভের কারণেই সম্পূর্ণ অচেনা এক সহযাত্রীকে মারাত্মক ভাবে আঘাত করেছে বলে সে দাবি করে৷ প্রথমে পরোয়ানা জারি করেও মদ্যপ অবস্থায় অপরাধ করায় পুলিশ তাকে ছেড়ে দেয়৷ তাকে শুধু সপ্তাহে তিন বার পুলিশ থানায় হাজিরা দিতে হবে৷ এর ২৪ ঘন্টার মধ্যে বার্লিনের রাজপথে আরও একটি নৃশংস হামলার ঘটনা ঘটেছে৷

এমন হামলা সত্ত্বেও দোষীদের যথেষ্ট শাস্তি হয় না বলে অনেকের অভিযোগ৷ গুরু পাপে লঘু দণ্ড তাদের পছন্দ নয়৷ বিশেষ করে তরুণ অপরাধীরা যেভাবে সহজে ছাড়া পেয়ে দ্বিগুণ উৎসাহে আবার হিংসার পথে ফিরে যাবার সুযোগ পায়, তা বন্ধ করা উচিত বলে অনেকেই মনে করে৷ ১৮ থেকে ২১ বছর বয়সীদের জন্য আইনের কড়াকড়ি এমনিতেই কম৷ আইনের চোখে তারা পুরোপুরি প্রাপ্তবয়স্ক নয়৷ এবার খোদ শাসক জোটের বড় শরিক খ্রিষ্টীয় গণতন্ত্রী শিবিরের মধ্যেই হিংসাপরায়ণ তরুণদের সতর্ক করতে বিশেষ আইন প্রনয়ণের দাবি উঠছে৷ তাদের মতে, শুরুতেই জেলে রাত কাটানোর অভিজ্ঞতা হয়ে গেলে এবং ভবিষ্যতে আবার অপরাধ করলে কড়া শাস্তির হুমকি পেলে তরুণরা সহজে আর বিপথে যাবে না৷ তবে যারা প্রথম বারের মতো অপরাধ করছে, তাদের ক্ষেত্রে এই আইন সরাসরি কাজে লাগবে না৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ