1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে পরিত্যক্ত ভবনে অভিনব শিল্প প্রদর্শনী

১৭ ডিসেম্বর ২০২১

পরিত্যক্ত ক্যাসিনো বা ব্যাংক ভবন মাল্টিমিডিয়া গ্যালারি হয়ে উঠলে কেমন হয়? সেই প্রদর্শনীর স্থায়িত্বও অনিশ্চিত হলে আরো রোম্যান্টিক হতে পারে৷ বার্লিনে ঠিক এমনই এক উদ্যোগ সবার নজর কাড়ছে৷

ফাইল ছবিছবি: picture-alliance/dpa/A. Heinl

বার্লিনের এই সাবেক ক্যাসিনো আজ নগরকেন্দ্রিক ও ভার্চুয়াল শিল্পের পরীক্ষাকেন্দ্র হয়ে উঠেছে৷ স্লট মেশিন ও ক্যাসিনো টেবিলের জায়গায় রং, ধ্বনি ও আলোর এফেক্টের গোলকধাঁধা শোভা পাচ্ছে৷ জার্মানির তিন স্ট্রিট আর্ট শিল্পীর ‘ডিকসন্স’ গোষ্ঠী এমন সাময়িক আর্বান আর্ট গ্যালারি আইডিয়া কার্যকর করছে৷ কিমো ফন রেকভস্কি তাদেরই একজন৷ তিনি বলেন, ‘‘এই প্রদর্শনী যাতে কখনো শেষ না হয়, সেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এই ‘নেভার এন্ডিং প্রোগ্রেস’ চালু রাখতে আমরা বার বার অগমেন্টেড রিয়ালিটি পরিবর্তন করে যাবো এবং মিউজিয়ামে নতুন জিনিস যোগ করবো৷’’

বার্লিনে এই প্রদর্শনীর নাম ‘গেম ওভার’, সংক্ষেপে ‘গো’৷ প্রায় ২,০০০ বর্গ মিটার এলাকা জুড়ে ৮০ জন শিল্পীর স্ট্রিট আর্ট, প্রচলিত এবং পরীক্ষামূলক শিল্পসৃষ্টি শোভা পাচ্ছে৷ ফন রেকভস্কি আরো বলেন, ‘‘টুডি ও থ্রিডি শিল্পীদের মধ্যে সমন্বয় এবং এক অ্যাপের মাধ্যমে শিল্পের নতুন মাত্রা সৃষ্টি করাই ‘গো’ নামের প্রদর্শনীর কনসেপ্ট৷ অর্থাৎ আমাদের অ্যাপ নিয়ে গ্যালারিতে এলে অগমেন্টেড রিয়ালিটি প্রযুক্তির মাধ্যমে শিল্পকর্মগুলি জীবন্ত করে তোলা যায়৷’’

বার্লিনের ‘ড্রিংক অ্যান্ড ড্র’ সংঘের শিল্পী ইয়ুলিয়ান ডিকার্টের সৃষ্টিকর্ম প্রথম দর্শনে বোঝা যায় না৷ নীল অথবা লাল রংয়ের ছটায় ভিন্ন ছবি চোখে পড়বে৷ সেখানে পরিবেশ অ্যাক্টিভিস্ট গ্রেটা টুনবার্গ এবং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে দেখা যায়৷ ডিকার্ট মনে করেন, ‘‘এটা সত্যি বেশ নজর কাড়ার মতো বার্তা, যা আলাদা করে ব্যাখ্যার প্রয়োজন নেই৷ প্রাতিষ্ঠানিক ক্ষমতাকেন্দ্র ও কট্টরপন্থিরা পরিবেশ বিপর্যয়ের জন্য দায়ী৷ যে তরুণ প্রজন্ম বর্তমানে পৃথিবীর ভবিষ্যতের জন্য সংগ্রাম করছে, তারাও চলমান প্রবণতার বিরুদ্ধে কিছু করতে পারে এবং সেই কাজে সফল হতে পারে৷’’

ক্যাসিনোতে নজরকাড়া শিল্প প্রদর্শনী

03:17

This browser does not support the video element.

গিতা কুর্দপুর তার মান্ডালা শিল্পশৈলির মাধ্যমে এক ধরনের বিশ্রাম কক্ষ সৃষ্টি করেছেন৷ তার মধ্যে একটি কেন্দ্রবিন্দুকে ভিত্তি করে একাধিক নক্সা ছড়িয়ে রয়েছে৷ নিজের কাজ সম্পর্কে গিতা বলেন, ‘‘শিল্পের মাধ্যমে আমি মানুষকে ভাবনাচিন্তা করতে উদ্বুদ্ধ করতে চাই, নিজেকে খুঁজে পাবার পথে সাহায্য করতে চাই৷ আমার ‘দ্য সার্কল অফ লাইফ' সৃষ্টিকর্মে সেই প্রচেষ্টার প্রতিফলন দেখছি৷ অনেক অসাধারণ দর্শক এখানে এসে শান্তি পেয়েছেন এবং নিজেকে কার্যত হারিয়ে ফেলছেন৷’’

২০১৭ সালেই ‘ডিকসন্স' গোষ্ঠী বার্লিনে এমন এক স্ট্রিটআর্ট প্রদর্শনী করে নজর কেড়েছিল৷ অন্যান্য শিল্পীদের সঙ্গে ব্যাংকের এক পরিত্যক্ত শাখায় সেই প্রদর্শনী আয়োজিত হয়েছিল৷ মাস দুইয়েক পর সে সব ধ্বংস করা হয়েছিল৷ কিমো ফন রেকভস্কি বলেন, ‘‘সে বারের মতো এবারও যে চিরকাল একটি ভবনে থাকতে পারবো না, এমন ভাবনার পেছনেও কিছুটা রোম্যান্টিকতা লুকিয়ে রয়েছে৷ চলে গেলে কী আর করা যাবে! অন্য কোথাও আত্মপ্রকাশ করবো৷ হয়ত ভার্চুয়াল জগত, সুপারওয়ার্ল্ড জগতে ভার্চুয়াল গ্যালারি নিয়ে বার বার হাজির হবো৷’’

তবে সাবেক ক্যাসিনো ভবনটি ভাঙার কাজ শুরু হতে আরো অনেক সময় লাগবে৷

টোওডোরা মাভ্রোপুলুস/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ