বার্লিনে ‘প্রশ্নবিদ্ধ’ নির্বাচন: সিদ্ধান্ত দেবে আদালত
১৫ অক্টোবর ২০২১
জার্মানির বার্লিন রাজ্যের রিটার্নিং অফিসার পেট্রা মিশায়েলিস জানিয়েছেন, গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনের দিন রাজ্যের দুটি আসনে নির্বাচনি নীতিমালা লঙ্ঘিত হয়েছে৷
বিজ্ঞাপন
সেখানে আবার ভোটগ্রহণ করা হবে কিনা সে সিদ্ধান্ত নিতে রাজ্যের সাংবিধানিক আদালতকে বৃহস্পতিবার অনুরোধ করেন তিনি৷
মিশায়েলিস জানান, ভোটারদের ভুল ব্যালট পেপার দেয়া হয়েছে৷ এছাড়া পর্যাপ্ত ব্যালট পেপার না থাকায় কিছু ভোটকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল৷ তিনি মনে করছেন, ঐ দুই আসনে বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বীর মধ্যে ভোটের ব্যবধান কম হওয়ায় এসব বিষয় ফলাফলে প্রভাব রাখতে পারে৷
মোট দুই হাজার ২৫৭টি ভোটকেন্দ্রের মধ্যে ২০৭টিতে (প্রায় দশ শতাংশ) এমন অবস্থা তৈরি হয়েছিল৷ ‘‘এই সংখ্যা আমাদের মনে ভীতি ও হতাশার জন্ম দেয়া উচিত,’’ বলে মন্তব্য করেছেন মিশায়েলিস৷ নির্বাচন আয়োজনে এমন ব্যর্থতার জন্য তিনি পদত্যাগ করেছেন৷
অর্গ্যানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশনের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ললিতা সিগানে বলেছেন, বার্লিনের ভোটকেন্দ্রে সমস্যার বিষয়টি তাদেরও চোখে পড়েছে৷
বার্লিন রাজ্য নির্বাচনে সামাজিক গণতন্ত্রী এসপিডি দল ২১ দশমিক চার শতাংশ, সবুজ দল ১৮ দশমিক নয় শতাংশ এবং খ্রিস্টীয় গণতন্ত্রী সিডিইউ ১৮ দশমিক এক শতাংশ ভোট পেয়েছে৷
২৬ সেপ্টেম্বর জার্মানিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়৷ সেদিন বার্লিনের ভোটাররা বুন্ডেসটাগের জন্য সাংসদ নির্বাচনের পাশাপাশি তাদের রাজ্য সংসদের জন্যও সদস্য নির্বাচন করেন৷ এছাড়া স্থানীয় পরিষদ নির্বাচন ও অনেকগুলো আবাসিক ভবনের মালিক বেসরকারি কোম্পানিগুলো সরকারীকরণ করা হবে কিনা, সে বিষয়ে একটি গণভোটও সেদিন অনুষ্ঠিত হয়৷
ইয়ান বাটেসন/জেডএইচ
ভোটে জিতে ইতিহাসের পাতায় দুই ট্র্র্যান্সজেন্ডার নারী
মাঝে মাঝে দু-একটা ব্যতিক্রমী ঘটনা উঠে এলেও জার্মান সমাজ যে এখনো অনেক মানবিক, সব মানুষের জন্যই যথেষ্ট উদার তা আবার বোঝা গেল টেসা গানসারার এবং নাইকে স্লাভিকের জয়ে৷ ছবিঘরে বিজয়ী দুই ট্র্যান্সজেন্ডার নারীর গল্প...
জার্মানিতে সমকামী এবং অন্যদের অধিকার
জার্মানিতে সমকামিতা আইনি স্বীকৃতি পায় ১৯৬৯ সালে৷ সে বছরই সমকামিতাকে ‘অপরাধ’ বিবেচনা না করার পক্ষে রায় দেয় আদালত৷ এখন জার্মানিতে সম লিঙ্গের মানুষদের বিয়েও আইনসিদ্ধ৷ ২০১৭ সালে আদালত সম লিঙ্গের কাউকে জীবনসঙ্গী করতে আগ্রহীদের এ অধিকার দেয়৷
ছবি: imago images/S. Zeitz
উদারতায় ভাটা?
তবে অতি সম্প্রতি জার্মানিতে এক শ্রেণির মানুষের মধ্যে উগ্রতা বাড়ছে৷
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালে জার্মানিতে এলজিবিটি+-দের বিরুদ্ধে হেটক্রাইম, অর্থাৎ ঘৃণাসূচক অপরাধ শতকরা ৩৮ ভাগ বেড়েছে৷
ছবি: picture-alliance/empics/J. Brady
ভোটারদের ‘সবুজ সংকেত’
তবে বাভারিয়া এবং নর্থ রাইন ওয়েস্টফালিয়ার ভোটাররা সব মানুষের অধিকারের প্রতিই শ্রদ্ধাশীল৷ তাই বাভারিয়া থেকে টেজা গানসারার আর নর্থ রাইন ওয়েস্টফালিয়া থেকে নাইকে স্লাভিক সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন৷ দুজনই গ্রিন পার্টির সদস্য৷ জার্মানিতে এই প্রথম কোনো ট্র্যান্সজেন্ডার নারী সংসদ সদস্য হলেন৷ এর আগে ক্রিস্টিয়ান শেঙ্ক নামের একজন বুন্ডেসটাগের সদস্য হলেও সংসদের মেয়াদ শেষেই নিজেকে তিনি পুরুষ ‘ঘোষণা’ করেন৷
‘এটা ট্র্যান্সজেন্ডারদের জয়’
রোববারের নির্বাচনে গ্রিন পার্টি তৃতীয় সফল দল হিসেবে উঠে আসে৷ ২০১৭ সালে যারা মাত্র ৮.৯ ভাগ ভোট পেয়েছিল সেই দল কিনা এবার পেয়েছে ১৪.৯ ভাগ ভোট৷ দলের এবং নিজের সাফল্যে গানসারার খুব খুশি৷ রয়টার্সকে তিনি বলেন, ‘‘এটা সবুজদের জন্য এবং ট্র্যান্সজেন্ডারদের অধিকার আন্দোলনের জন্য বড় এক ঐতিহাসিক জয়৷’ ৪৪ বছর বয়সি এই রাজনীতিবিদ ভোটযুদ্ধে আগেও জিতেছেন৷ ২০১৩ সালে বাভারিয়ার আঞ্চলিক সংসদের সদস্য হয়েছিলেন তিনি৷
ছবি: JOHN MACDOUGALL/AFP
স্লাভিকের প্রতিক্রিয়া
নির্বাচনে জেতার আনন্দ ইন্সটাগ্রামে স্লাভিক প্রকাশ করেছেন এভাবে, ‘‘এ তো রীতিমতো পাগলামো! আমার তো বিশ্বাসই হচ্ছে না৷ তবে সত্যি কথা হলো, এক ঐতিহাসিক জয়ের মাধ্যমে আমি পরবর্তী বুন্ডেসটাগের সদস্য হতে চলেছি৷’’