1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে ফিলিস্তিনপন্থি অ্যাক্টিভিস্টদের বাড়িতে অভিযান

১ অক্টোবর ২০২৪

ইহুদিবিদ্বেষী স্লোগান ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টের কারণে বার্লিনে পাঁচ ফিলিস্তিনপন্থি অ্যাক্টিভিস্টের বাড়িতে তল্লাশি করেছে বার্লিন পুলিশ৷

জার্মান পুলিশ
সোমবার সকালে তল্লাশির পর পুলিশ অভিযুক্ত পাঁচ অ্যাক্টিভিস্টের বাড়ি থেকে মোবাইল, কম্পিউটার ও তথ্য সংরক্ষণ করার হার্ডডিস্ক জব্দ করেছে পুলিশছবি: Paul Zinken/dpa/picture alliance

এক অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে জার্মান এক রাজনীতিবিদের ওপর সহিংস হামলার অভিযোগও রয়েছে৷

সোমবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জার্মান পুলিশ জানায়, ফিলিস্তিনপন্থি অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ আনা হয়েছে৷  জার্মান আইন প্রয়োগকারী সংস্থা ইহুদিবিদ্বেষী স্লোগান ও কর্মকাণ্ডের কারণে কিছু প্রতিবাদ কর্মসূচিতে বাধাও দিয়েছে৷

সমালোচকরা জার্মান পুলিশের এই আগ্রাসী মনোভাবকে বাক স্বাধীনতার হস্তক্ষেপ বলে মনে করছেন৷

তল্লাশির সময় কী হয়েছিল?

সোমবার সকালে তল্লাশির পর পুলিশ অভিযুক্ত পাঁচ অ্যাক্টিভিস্টের বাড়ি থেকে মোবাইল, কম্পিউটার ও তথ্য সংরক্ষণ করার হার্ডডিস্ক জব্দ করেছে৷ জব্দ করা আলামত বার্লিন পুলিশ ও সরকার পক্ষের আইনজীবীরা পর্যালোচনা করছেন৷

অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী কার্যক্রম, জনদুর্ভোগ সৃষ্টি ও জার্মানিতে নিষিদ্ধ প্রতীক প্রদর্শন করার অভিযোগ করা হয়েছে৷ অভিযুক্ত সবাই ১৮ থেকে ৪০ বছর বয়সি৷

বার্লিনের ফ্রিডরিশশাইন, ব্রিটজ, গ্রোপিউসস্টাড, টেগেল ও শোয়েনবের্গ জেলায় সর্বমোট ১২৫ জন পুলিশ সদস্য এই তল্লাশি অভিযান পরিচালনা করে৷ অভিযানে কাউকে গ্রেপ্তার করা হয়নি৷ তবে পুলিশ জানিয়েছে তাদের অনলাইন কার্যকলাপ ও ফিলিস্তিনপন্থি কোনো সন্দেহভাজন নেটওয়ার্ক এর সম্পর্ক আছে কিনা সে বিষয়গুলো নজরদারিতে রাখা হচ্ছে৷ 

সম্প্রতি একটি অনুষ্ঠানে বার্লিনের সংস্কৃতি মন্ত্রী জো শিয়ালোর উপর মাইকের স্ট্যান্ড ছুঁড়ে মারার অভিযোগ করা হয়েছে ১৮ বছর বয়সি এক যুবকের বিরুদ্ধে৷ ছুঁড়ে দেয়া মাইক স্ট্যান্ডের আঘাতে মন্ত্রীর পাশে দাঁড়ানো এক নারী আহত হন৷ জো শিয়ালো সম্প্রতি যে সকল শিল্পী ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছেন, তাদের বাজেট কমিয়ে দেয়ার আহ্বান জানানোর পর থেকে সমালোচনার মুখে পরেন৷

৭ অক্টোবর ২০২৩-এর পর থেকে বার্লিনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে৷ ইহুদিবিদ্বেষী স্লোগান, সহিংস সংঘাতের কারণে প্রায়ই তাদের প্রতিবাদ কর্মসূচিগুলো জার্মান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে  কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হচ্ছে৷ 

এসএইচ/এসিবি (এএফপি, ডিপিএ) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ