1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে বাড়ছে ইহুদী বিদ্বেষ

৮ আগস্ট ২০১৮

জার্মানির অন্যান্য শহরের তুলনায় রাজধানী বার্লিনে বাড়ছে ইহুদী বিদ্বেষ৷ স্থানীয় একটি সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, দেশটিতে ইহুদীদের প্রতি বিদ্বেষমূলক অপরাধের ঘটনার প্রতি পাঁচটির একটি ঘটছে বার্লিনে৷

Johann König Solidarity Hoodie mit Kippa Aufnäher
ছবি: Jakob Blumenthal/Jüdisches Musem

কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্লিন থেকে প্রকাশিত দৈনিক টাগেসস্পিগেল বুধবার জানায় যে চলতি বছরের প্রথম ছয় মাসে বার্লিন শহরে মোট ৮০টি ইহুদী-বিদ্বেষী অপরাধের ঘটনা ঘটে৷ এ সময়ে সারা দেশজুড়ে মোট ৪০১টি ইহুদী বিদ্বেষের ঘটনা ঘটেছে৷ সে তুলনায় জার্মানিতে মোট ইহুদী-বিদ্বেষী ঘটনার পাঁচ ভাগের এক ভাগ ঘটছে রাজধানী বার্লিনে৷

পত্রিকাটি জানিয়েছে, ইহুদী বিদ্বেষ সংক্রান্ত এ ধরনের অপরাধের অধিকাংশই ঘটছে ডানপন্থি গ্রুপের সদস্যদের দ্বারা৷

জার্মানির ১৬টি রাজ্যের মধ্যে একটি হলো বার্লিন-ব্রান্ডেনবুর্গ, যেখানে গত ছ'মাসে দেশটির অন্যান্য রাজ্যের তূলনায় সবচেয়ে বেশি ইহুদী-বিদ্বেষী অপরাধের ঘটনা ঘটেছে৷ ইহুদীদের প্রতি বিদ্বেষমূলক অপরাধের ঘটনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটির বাভেরিয়া রাজ্য, যেখানে চলতি বছরের প্রথম ছ'মাসে মোট ৪৩টি ঘটনা ঘটে৷

Adam: 'People just walked by'

04:28

This browser does not support the video element.

এদিকে পুলিশের একটি প্রতিবেদনের উদ্ধৃতি পত্রিকাটি জানিয়েছে, বার্লিনে ঘটে যাওয়া ৮০টি ঘটনার মধ্যে ৬২টি ঘটনাই ঘটিয়েছে ডানপন্থি গ্রুপের সদস্যদরা৷ এর মধ্যে আটটি ঘটনা ঘটেছে বিদেশিদের দ্বারা, যেগুলো ইসরায়েলের প্রতি ঘৃণার মনোভাব থেকে ঘটেছে৷ অন্তত তিনটি ঘটনা ঘটেছে ধর্মীয় কারণে৷ আর মোট ৮০টি ঘটনার মধ্যে তিনটি ঘটনা ঘটেছে বামপন্থি ভাবধারায় উদ্বুদ্ধ সদস্যদের দ্বারা৷ এছাড়া চারটি ঘটনায় জড়িত দুর্বৃত্তদের ধর্মীয় বা রাজনৈতিক মতাদর্শ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রতিবেদনটি৷

তবে ইহুদীদের প্রতি বিদ্বেষমূলক অপরাধের ঘটনার সংখ্যা আরো অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে৷ যথাযথ তদন্তের মাধ্যমে ঘটনার বিষয়ে নিশ্চত হওয়া একটু সময়সাপেক্ষ৷ কারণ অপরাধের প্রকৃত সংখ্যার বিষয়ে নিশ্চিত হতে কিছুটা সময় প্রয়োজন৷ প্রসঙ্গত, বছর বার্লিনে ঘটে যাওয়া ইহুদীদের প্রতি বিদ্বেষমূলক অপরাধের ঘটনার সংখ্যা ছিল ২৮৮টি৷

রাস্তায় টহল দিচ্ছে কট্টরপন্থিরা

বাভেরিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইওয়াখিম হ্যারমান সতর্ক করে বলেছেন যে তাঁর রাজ্যে কট্টরপন্থিরা ‘মিলিশিয়াদের মতো' রাস্তায় টহল দিচ্ছে৷ কট্টরপন্থিরা শরণার্থীদের, বিশেষ করে শরণার্থী নারীদের হামলার ভয় দেখাচ্ছে৷ গত মঙ্গলবার বাভেরিয়া রাজ্যের গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের সময় তিনি এ মন্তব্য করেন৷ তিনি বলেন, নব্য-নাৎসিদের সমর্থকরা মিউনিখের কেন্দ্রীয় রেলস্টেশন ও তার আশেপাশের এলাকায় টহল দিচ্ছে, যেখানে মূলত তরুণ ও অল্পবয়সি শরণার্থী বা উদ্বাস্তুরা অবসর সময় কাটায়৷ তিনি আরো বলেন ‘সোলজার অফ অডিন' নামে একটি আন্তর্জাতিক কট্টরপন্থি দলের সদস্যরা বাভেরিয়ার আরো কিছু শহরে একই কাজ করছে৷

আরআর/ডিজি             

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ