চতুর্থবারের মতো বিশ্বকাপ জেতায় জার্মানির রাজধানী বার্লিনে বিজয় উৎসব করবে জার্মান দল৷ এ জন্য তারা বেছে নিয়েছে ব্রান্ডেনবুর্গ গেটের সামনের রাস্তা৷
বিজ্ঞাপন
কোচ ইওয়াখিম ল্যোভের দল মঙ্গলবার সকাল নাগাদ ব্রাজিল থেকে ফেরার কথা৷ জাতীয় দলকে সংবর্ধনা দিতে দিন কয়েক আগেই আগ্রহ প্রকাশ করে বার্লিন এবং ফ্রাঙ্কফুর্ট৷ জার্মান ফুটবল ফেডারেশন এবং জাতীয় দলের খেলোয়াড়রা উৎসবের জন্য বার্লিন শহরকে বেছে নিয়েছেন৷
পারলেন না মেসি, জয়ী জার্মানি
বিশ্বসেরা ফুটবলার হলেও দেশকে বিশ্বকাপ এনে দিতে পারলেন না লিওনেল মেসি৷ বরং টিম হিসেবে খেলে জিতেছে জার্মানি৷ বদলি খেলোয়াড় গোটৎসের গোলে নিশ্চিত হয় চতুর্থ বিশ্বকাপ৷ ফাইনাল নিয়ে আমাদের ছবিঘর৷
ছবি: picture-alliance/dpa
চতুর্থবার বিশ্বকাপ জয়
নব্বইয়ের পরে ২৪ বছরের প্রতীক্ষার অবসান হলো৷ ব্রাজিলে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চতুর্থবার বিশ্বকাপ জয় করেছে জার্মানি৷ যদিও অনেকের আশা ছিল চমক দেখাবেন মেসি, কিন্তু সেটা হয়নি৷ জগৎসেরা মেসি তাঁর দলকে ফাইনালে কিছুই দিতে পারেননি৷
ছবি: picture-alliance/dpa
লামের হাতে কাপ
বিশ্বকাপ হাতে জার্মান অধিনায়ক ফিলিপ লাম৷ জাতীয় দলের পক্ষে শতাধিক বার মাঠে নামা লাম এবার তাঁর সাফল্যের তালিকায় যোগ করলেন বিশ্বকাপ ট্রফি৷ ৩০ বছর বয়সি এই ফুটবলার জার্মান জাতীয় দলের অধিনায়ক৷
ছবি: Reuters
গোল্ডেন গ্লোভস নয়ার, গোল্ডেন বল মেসি
বিশ্বকাপের ‘মোস্ট আউটস্ট্যান্ডিং প্লেয়ার’ হিসেবে ‘গোল্ডেন বল’ অ্যাওয়ার্ড জিতেছেন মেসি৷ আর সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন জার্মানির মানুয়েল নয়ার৷ বিশ্বকাপ ফাইনাল শেষে তাঁদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়৷
ছবি: Getty Images
গোটৎসের গোল
জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ ভরসা রেখেছিলেন অভিজ্ঞ খেলোয়াড় মিরোস্লাভ ক্লোজের উপর৷ তাই ৮৮ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন তিনি৷ এরপর ক্লোজের বদলে মাঠে নামেন বায়ার্নের মারিও গ্যোটৎসে৷ শেষ পর্যন্ত তিনিই জার্মানদের মুখে হাসি ফোটালেন৷ শ্যুর্লের কাছ থেকে পাওয়া পাস বুকে ঠেকিয়ে নিয়ে সেই বল পাঠিয়ে দেন আর্জেন্টিনার জালে৷
ছবি: Reuters
বান্ধবীর সঙ্গে গোটৎসে
গোটৎসের বান্ধবী আন-কাথরিন ব্র্যোমেল গ্যালারিতে ছিলেন৷ খেলা শেষে তিনি নেমে আসেন মাঠে৷ অভিনন্দন জানান সঙ্গীকে৷
ছবি: Reuters
পোডোলস্কির সেলফি
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে সেলফি তুলে বিশ্বকাপের শুরুতেই আলোচনায় আসেন লুকাস পোডোলস্কি৷ ফাইনালে খেলার সুযোগ পাননি তিনি৷ কিন্তু তাই বলে কি সেলফি তোলা বাদ থাকবে? ছবিতে সতীর্থ শোয়াইন্সটাইগারের সঙ্গে সেলফি তুলছেন পোডোলস্কি৷ মাঠে থাকতেই সেটা আবার ফেসবুকে আপলোড করেছেন তিনি৷
ছবি: AFP/Getty Images
আট বছর পর চূড়ান্ত সাফল্য
জার্মান ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের পর সবচেয়ে বড় সাফল্য পেতে আট বছর সময় নিলেন ইওয়াখিম ল্যোভ৷ গত বিশ্বকাপে ফাইনালে পৌঁছাতে পারেনি তাঁর দল৷ চূড়ান্ত জয় পায়নি দুটো ইউরো কাপেও৷ এবার সমালোচকদের মুখ চিরতরে বন্ধ করে দিলেন তিনি৷
ছবি: picture-alliance/AP
হিগুয়াইনকে তুলে নেয়া কি ভুল ছিল?
খেলার শুরুতে কিন্তু বেশ এগিয়ে ছিল আর্জেন্টিনা৷ একের পর এক আক্রমণে কাবু করে দিচ্ছিল জার্মানির রক্ষণভাগ৷ কিন্তু খেলার দ্বিতীয়ার্ধে হিগুয়াইনকে তুলে নেন আর্জেন্টিনার কোচ সাবেলা৷ এরপরই আর্জেন্টিনার দুর্বলতা ফুটে উঠতে থাকে৷ মেসিও হয়ে যান নিষ্প্রাণ৷ সাবেলার সিদ্ধান্ত কি ভুল ছিল?
ছবি: Reuters
গ্যালারিতে ম্যার্কেল
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকে জাতীয় দলের এক নম্বর ভক্ত বলা হয়৷ এই ভক্ত ফাইনাল দেখতে উড়ে যান ব্রাজিলে৷ সঙ্গে ছিলেন জার্মানির প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক৷
ছবি: picture-alliance/dpa
বাধভাঙা উচ্ছ্বাস
জার্মানির বিজয়ের খবরে আনন্দের বন্যায় ভাসছে গোটা জার্মান জাতি৷ জার্মানির বিভিন্ন শহরে গভীর রাতেও ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বিজয়োল্লাস করছেন ফুটবল ভক্তরা৷ তবে জাতীয় দলকে সংবধর্না দেয়া হবে মঙ্গলবার, বার্লিনে৷
ছবি: picture-alliance/dpa
10 ছবি1 | 10
ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ভল্ফগাং নিয়ারসবাখ এই বিষয়ে জানান, গোটা জার্মানির ফুটবল সমর্থকদের ধন্যবাদ জানাতে বার্লিনই আদর্শ স্থান৷
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ফাইনাল দেখতে এবং দলকে উৎসাহ যোগাতে ব্রাজিল গিয়েছিলেন৷ সঙ্গে ছিলেন প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক৷
উল্লেখ্য, চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ফুটবল খেলা দেখতে যাওয়া এটাই প্রথম নয়৷ তাঁকে বরং বিবেচনা করা হয় জাতীয় দলের এক নম্বর ভক্ত হিসেবে৷ জার্মান দলের খেলা দেখতে তিনি মাঝেমধ্যেই উড়ে যান বিভিন্ন দেশে৷ এমনকি ড্রেসিং রুমে গিয়ে দলের খেলোয়াড়দের উৎসাহও যোগান তিনি৷ চলতি বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে জার্মানির খেলার সময়ও গ্যালারিতে ছিলেন ম্যার্কেল৷ সে ম্যাচে পর্তুগিজদের ৪-০ গোলে হারায় জার্মানি৷