1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিজয় উদযাপন বার্লিনে

১৩ জুলাই ২০১৪

চতুর্থবারের মতো বিশ্বকাপ জেতায় জার্মানির রাজধানী বার্লিনে বিজয় উৎসব করবে জার্মান দল৷ এ জন্য তারা বেছে নিয়েছে ব্রান্ডেনবুর্গ গেটের সামনের রাস্তা৷

Fußball WM 2014 Deutschland gegen Argentinien Fan Deutschland Berlin
ছবি: CLEMENS BILAN/AFP/Getty Images

কোচ ইওয়াখিম ল্যোভের দল মঙ্গলবার সকাল নাগাদ ব্রাজিল থেকে ফেরার কথা৷ জাতীয় দলকে সংবর্ধনা দিতে দিন কয়েক আগেই আগ্রহ প্রকাশ করে বার্লিন এবং ফ্রাঙ্কফুর্ট৷ জার্মান ফুটবল ফেডারেশন এবং জাতীয় দলের খেলোয়াড়রা উৎসবের জন্য বার্লিন শহরকে বেছে নিয়েছেন

ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ভল্ফগাং নিয়ারসবাখ এই বিষয়ে জানান, গোটা জার্মানির ফুটবল সমর্থকদের ধন্যবাদ জানাতে বার্লিনই আদর্শ স্থান৷

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ফাইনাল দেখতে এবং দলকে উৎসাহ যোগাতে ব্রাজিল গিয়েছিলেন৷ সঙ্গে ছিলেন প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক৷

উল্লেখ্য, চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ফুটবল খেলা দেখতে যাওয়া এটাই প্রথম নয়৷ তাঁকে বরং বিবেচনা করা হয় জাতীয় দলের এক নম্বর ভক্ত হিসেবে৷ জার্মান দলের খেলা দেখতে তিনি মাঝেমধ্যেই উড়ে যান বিভিন্ন দেশে৷ এমনকি ড্রেসিং রুমে গিয়ে দলের খেলোয়াড়দের উৎসাহও যোগান তিনি৷ চলতি বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে জার্মানির খেলার সময়ও গ্যালারিতে ছিলেন ম্যার্কেল৷ সে ম্যাচে পর্তুগিজদের ৪-০ গোলে হারায় জার্মানি৷

এআই / এসবি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ