বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য সন্দেহে বার্লিনে এক সিরীয় তরুণকে আটক করেছে অপরাধ তদন্ত দল৷ রাজধানীর বড় দু'টি বিমানবন্দরের একটিতে সে হামলার পরিকল্পনা করছিল বলে পুলিশের ধারণা৷
বিজ্ঞাপন
বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য সন্দেহে বার্লিনে এক সিরীয় তরুণকে আটক করেছে অপরাধ তদন্ত দল৷ রাজধানীর বড় দু'টি বিমানবন্দরের একটিতে সে হামলার পরিকল্পনা করছিল বলে পুলিশের ধারণা৷
পুলিশ টুইটারে জানিয়েছে, বুধবার বার্লিনের ম্যোনেব্যর্গ এলাকার একটি বাসা থেকে ২৭ বছর বয়সি ঐ তরুণকে আটক করা হয়৷ তরুণের নাম প্রকাশ না করলেও পুলিশ জানিয়েছে, তাদের ধারণা এই তরুণ তথাকথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর সদস্য৷
২০১৫ সাল থেকে বার্লিনে আছে ঐ তরুণ৷ বার্লিনার সাইটুং জানিয়েছে, ‘‘বুধবার রাত ৯ টার দিকে ঐ তরুণের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালানোর পর তাকে আটক করা হয়৷''
জার্মানিতে চলতি বছরের জুলাইতে দু'টি হামলার ঘটনা ঘটে৷ দু'টি হামলারই দায় স্বীকার করে তথাকথিত জঙ্গি সংগঠন আইএস৷ এরপর থেকে পুরো জার্মানিই সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে৷ ঐ ঘটনাগুলোতে লক্ষ্যনীয় বিষয় হলো, সেগুলো জার্মানিতে আশ্রয় প্রার্থীরাই ঘটিয়েছিল৷
আটককৃত তরুণের কর্মকাণ্ড সম্পর্কে তদন্ত শুরু হয়েছে৷ গত বছর বিভিন্ন দেশ থেকে অন্তত ৯ লাখ শরণার্থী জার্মানিতে এসেছে৷ সেই সময় জার্মানরা তাদের স্বাগত জানিয়েছিল৷ কিন্তু এ বছর পর পর কয়েকটি হামলার ঘটনায় শরণার্থীদের প্রতি জার্মানদের দৃষ্টিভঙ্গি বদলেছে৷ এমনকি আশ্রয় প্রার্থীদের উপর হামলার ঘটনাও ঘটেছে কয়েকটি স্থানে৷ গত মঙ্গলবার বাউৎসেনে কট্টরপন্থিরা আশ্রয়প্রার্থীদের এলাকা ছেড়ে যেতে বলেছে৷
অক্টোবরে বার্লিন বিমানবন্দরে হামলার পরিকল্পনা করার সন্দেহে লাইপজিশ থেকে এক সিরীয় শরণার্থীকে আটক করেছিল জার্মানির নিরাপত্তা কর্মকর্তারা৷ তার অ্যাপার্টমেন্টে বিপুল বিস্ফোরক দ্রব্য পাওয়া গিয়েছিল৷ পরে ওই যুবক পুলিশ হেফাজতে মারা যায়৷ পুলিশের দাবি, সে আত্মহত্যা করেছে৷
এপিবি/এসিবি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
মিউনিখ হামলার কিছু ছবি
শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ জার্মানির মিউনিখের অলিম্পিয়া শপিং সেন্টারে হামলা চালায় সন্দেহভাজন সন্ত্রাসীরা৷ শুরু করে গুলিবর্ষণ৷ ছবিঘরে থাকছে হামলার বিশেষ কিছু ছবি৷
ছবি: Reuters/dedinac/M. Müller
ঘটনার শুরু
বিপণিবিতানের ম্যাকডোনাল্ড’স-এ ৬টার দিকে প্রথম গুলিবর্ষণ হয় বলে জানা গেছে৷
ছবি: picture-alliance/AP Photo/S. Widmann
হেলিকপ্টার টহল
অলিম্পিয়া শপিং সেন্টারে সম্ভবত এখনো অনেক কর্মী আটকা পড়ে আছে৷ তবে পুলিশ জানিয়েছে, যে মিউনিখের আকাশে একটি মহড়ার আওতায় অনেক হেলিকপ্টার উড়তে দেখা গেছে।
ছবি: picture-alliance/dpa/M. Balk
সবাইকে ঘরে থাকার ডাক
ঘটনার পরপরই মিউনিখ কর্তৃপক্ষ শহরবাসীকে ঘর থেকে বের না হওয়ার ডাক দিয়েছেন৷
ছবি: picture-alliance/AP Photo
আহত ও নিহত
স্থানীয় পুলিশের বরাত দিয়ে জার্মানির অনেক গণমাধ্যম জানিয়েছে, অনেকে নিহত ও আহত হয়েছে৷
ছবি: picture-alliance/dpa/S. Hoppe
ঘটনাস্থলের আশপাশের রাস্তা বন্ধ
অলিম্পিয়া শপিং সেন্টারের আশপাশ ঘিরে রেখেছে পুলিশ৷ আশপাশের সব সড়ক বন্ধ করে দেয়া হয়েছে৷ এই এলাকায় যাতে জনসাধারণ না আসে সেজন্য বার বার অনুরোধ করা হচ্ছে৷
ছবি: picture-alliance/dpa/A. Gebert
বন্ধ রেল ও বাস সার্ভিস
ঘটনার পর মিউনিখে ট্রেন, ট্রাম ও বাসের একাধিক লাইন বন্ধ করে দিয়েছে পরিবহন কর্তৃপক্ষ৷ এতে ট্রেন স্টেশনে আটকা পড়েছে অনেক মানুষ৷
ছবি: picture-alliance/dpa/M. Balk
লাইভ ফুটেজ না দেখানোর অনুরোধ
পুলিশের অভিযানের কোন লাইভ ভিডিও ফুটেজ না দেখাতে গণমাধ্যমে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ৷
ছবি: picture-alliance/dpa/M. Balk
আততায়ী তিন জন
পুলিশ জানিয়েছে, অস্ত্রধারী তিনজনকে গুলি চালাতে দেখা গেছে৷
ছবি: picture-alliance/dpa/A. Gebert
নিখোঁজদের জন্য বিশেষ ব্যবস্থা
মিউনিখ প্রশাসনের পক্ষ থেকে জরুরি নোটিস জারি করা হয়েছে৷ কারো স্বজনের খোঁজ পাওয়া না গেলে +৪৯৮০০৭৭৬৬৩৫০ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে৷
ছবি: picture-alliance/dpa/A. Gebert
ব্রিটেনের সতর্কতা
হামলার পর যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জার্মানিতে অবস্থানরত নাগরিকদের মিউনিখের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে৷