উত্তর বার্লিনে এই ঘটনা ঘটেছে। পেট্রোলিংয়ের সময় আচমকাই একটি ফেন্সের ধারে বিস্ফোরণ ঘটে বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
উত্তর বার্লিনের পুলিশ ভবনের পাশেই এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে। দুজন পুলিশ অফিসারের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তার মুখে আঘাত লেগেছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, রুটিন পেট্রোলিংয়ে বেরিয়েছিলেন ওই দুই অফিসার। আচমকাই একটি ফেন্সের ধারে বিস্ফোরণ হয়। কিছু বুঝে ওঠার আগেই দুই অফিসার আহত হন।
২০২৫-কে যেভাবে স্বাগত জানালো বিশ্ব
২০২৪-কে বিদায় জানিয়ে ২০২৫-কে স্বাগত জানালেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। বাজিতে আকাশ আলোকিত হলো।
ছবি: Jörg Carstensen/dpa/picture alliance
লন্ডনে খারাপ আবহাওয়া সত্ত্বেও
যুক্তরাজ্যে আবহাওয়া ছিল খুবই খারাপ। তাও লন্ডনে বিগ বেনের ঘড়িতে যখন রাত বারোটা বাজলো, তখন শুরু হলো বাজি ফাটানো। নানা রঙের বাজিতে চারপাশ রঙিন হয়ে উঠলো। খারাপ আবহাওয়া সত্ত্বেও প্রচুর মানুষ উৎসবে সামিল হলেন। খারাপ আবহাওয়ার জন্য ব্ল্যাকপুলে বাজি ফাটানোর অনুষ্ঠান বাতিল করা হয়। স্কটল্যান্ডেও বাইরের উৎসব বন্ধ ছিল।
ছবি: Adrian Dennis/AFP
নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে
নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে রাত বারোটায় বল ড্রপ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হাজারো মানুষ। নতুন বছরকে তারা বরণ করে নেন উচ্ছ্বাসে আনন্দে।
ছবি: Jeenah Moon/REUTERS
জার্মানিতে বর্ষবরণ
বার্লিন, ড্রেসডেন-সহ জার্মানির বিভিন্ন শহরে নতুন বছরকে স্বাগত জানানো হয় বাজির আলোয়। ২০২৫ জার্মানির জন্য রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। আগামী ফেব্রুয়ারিতে মানুষ ভোট দিয়ে ঠিক করবেন, জার্মানির শাসনভার কার বা কাদের হাতে যাবে। তবে তার আগে নিউ ইয়ারকে স্বাগত জানাবার জন্য উৎসবে মেতে ওঠেন জার্মানির মানুষ। উপরের ছবিটি বার্লিনের।
ছবি: Ebrahim Noroozi/AP/picture alliance
আলোয় সাজলো বুর্জ খলিফা
দুবাইয়ে অপূর্ব আলোয় সাজলো বুর্জ খলিফা। হাজার হাজার মানুষ সেখানে মধ্যরাতে নতুন বছরকে স্বাগত জানালেন। এছাড়া শহরের মানুষ ও পর্যটকদের জন্য ৪৫টি জায়গায় ছিল বিশেষ অনুষ্ঠানের আয়োজন। তাছাড়া ৫৩ মিনিট ধরে বাজি ফাটানো হয়।
ছবি: Amr Alfiky/REUTERS
সিরিয়া যেভাবে স্বাগত জানালো নতুন বছরকে
দামাস্কের রাস্তায় নেমে নতুন বছরকে স্বাগত জানালেন সিরিয়ার মানুষ। তারা গান-বাজনার তালে নাচলেন। বাজি ফাটানো হলো। রাজধানীর সর্বত্র উড়ছিল সবুজ, সাদা ও কালো রংয়ের সঙ্গে তিন তারা যুক্ত বিপ্লবের পতাকা। শুধু দামাস্ক নয়, অন্য সব শহরেও মানুষ উৎসব পালন করলেন।
ছবি: Amr Abdallah Dalsh/REUTERS
শেঙ্গেনে যুক্ত হলো রোমানিয়া, বুলগেরিয়া
১৩ বছর ধরে অপেক্ষার পর নতুন বছরের শুরুতে রোমানিয়া ও বুলগেরিয়া ইইউ-র পূর্ণ সদস্য হলো। দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একে অপরের সীমান্ত পার হলেন। দুই দেশ শেঙ্গেন এলাকায় যুক্ত হলো।
ছবি: Cristian Cristel/Xinhua/picture alliance
ইইউ-র সঙ্গে যুক্ত হওয়ার দাবিতে
জর্জিয়ায় নতুন বছর শুরু হলো পার্লামেন্টের সামনে হাজার হাজার মানুষের বিক্ষোভের মধ্যে দিয়ে। তারা ইইউ-তে যুক্ত হওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন। একদিকে নতুন বছরকে স্বাগত জানিয়ে বাজি পোড়ানো হচ্ছে, অন্যদিকে বিক্ষোভ দেখালেন মানুষ।
ছবি: Giorgi Arjevanidze/AFP
উত্তর কোরিয়ায় কিমের বর্ষবরণ
উত্তর কোরিয়ার শাসক কিম জং উন পিয়ংইয়ং-এর একটি স্টেডিয়ামে বর্ষবরণের উৎসবে সামিল হন। স্টেডিয়ামে আলোয়, বাজিতে নতুন বছরকে স্বাগত জানানো হয়। কিম দুই হাত তুলে সমবেত মানুষকে অভিনন্দন জানান।
ছবি: KCNA/REUTERS
কেনিয়ায় বর্ষবরণ
কেনিয়ায় এভাবেই আলোর মধ্যে, বাজির মধ্যে দিয়ে নতুন বছরকে বরণ করেন মানুষ। চারপাশে ছিল উৎসবের আবহ।
ছবি: Thomas Mukoya/REUTERS
ইউক্রেনে নতুন বছর
বছর শেষ দিনে ও নতুন বছরের সকালেও ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। মধ্যরাতেই শেষ হলো রাশিয়া থেকে ইউক্রেন হয়ে ইউরোপে গ্যাস নিয়ে যাওয়ার চুক্তি। ইউক্রেন এই চুক্তিতে রাজি ছিলো না। ২০২৪ সালে রাশিয়া ইউক্রেনের চার হাজার কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে বলে একটি সমীক্ষায় জানানো হয়েছে।
ছবি: Gleb Garanich/REUTERS
তাইওয়ানে উৎসব
তাইওয়ানে মানুষ উৎসব পালন করতে রাস্তায় নেমে আসেন। আলো ও বাজিতে বর্ষবরণ করেন তারা।
ছবি: I-Hwa Cheng/AFP
মুম্বইতে উৎসব
সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর ফলে ভারতে এখন সাতদিনের জাতীয় শোক চলছে। ফলে সব সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে দিল্লি, মুম্বই, কলকাতা-সহ বিভিন্ন শহরে মানুষ রাস্তায় নেমে উৎসব পালন করেছেন। উপরের ছবিটি মুম্বইয়ের।
ছবি: Hemanshi Kamani/REUTERS
12 ছবি1 | 12
রাত আটটা ২০ নাগাদ এই ঘটনা ঘটে। ঘটনার উল্লেখ করে পুলিশের সমাজমাধ্যমে একটি পোস্টও করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, একজন অফিসারের অবস্থা আশঙ্কাজনক। তার মুখে আঘাত লেগেছে। চিকিৎসা চলছে। অন্য অফিসারের কানে সমস্যা হচ্ছে। তিনি কিছু শুনতে পাচ্ছেন না।
কিন্তু কীভাবে এই বিস্ফোরণ হলো, কীসের থেকে বিস্ফোরণ হলো, এবিষয়ে এখনো পর্যন্ত পুলিশ কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বর্ষবরণের বাজি থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। বস্তুত, বুধবার রাত থেকে গোটা জার্মানিতে অন্তত ৩০ জন পুলিশ আতসবাজিতে আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। বেশ কয়েকজন দমকলকর্মীও আতসবাজিতে গুরুতর আহত হয়েছেন।