1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে মারা গেছেন কবি দাউদ হায়দার

২৭ এপ্রিল ২০২৫

জার্মানির রাজধানী বার্লিনে বসবাসরত বাংলাদেশি কবি দাউদ হায়দার মারা গেছেন৷ শনিবার স্থানীয় সময় রাত নয়টায় বার্লিনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷

দাউদ হায়দার
সত্তর দশকের 'আধুনিক কবি' খ্যাত দাউদ হায়দারের অন্যতম বিখ্যাত কাব্য 'জন্মই আমার আজন্ম পাপ'৷ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একসময় সোচ্চার ছিলেন কবি দাউদ হায়দার৷ ফাইল ফটো ছবি: DW/A. Islam

কয়েক যুগ ধরে নির্বাসিত জীবনযাপন করা এই কবির ছোট ভাই জাহিদ হায়দার বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারকে জানান, গত ১২ ডিসেম্বর বার্লিন শহরের বাসার সিঁড়িতে পড়ে যান দাউদ হায়দার৷ আহত হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন অনেক দিন৷

তিনি বলেন, ‘‘তারপর ধরা পড়ে কোলন ক্যানসার৷ কিন্তু তার শারীরিক অবস্থা কেমো দেওয়ার মতো ছিল না বলে অন্য চিকিৎসা চলমান ছিল৷ সেইসঙ্গে বয়সজনিত নানা জটিলতা তো ছিলই৷ সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন৷''

কবি ও সাংবাদিক দাউদ হায়দার ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পাবনা সদর উপজেলার দোহারপাড়ায় জন্মগ্রহণ করেন৷ সত্তর দশকের 'আধুনিক কবি' খ্যাত দাউদ হায়দারের অন্যতম বিখ্যাত কাব্য 'জন্মই আমার আজন্ম পাপ'৷

লেখালেখির জন্য মৌলবাদীদের হুমকির মুখে ১৯৭৪ সালে বাংলাদেশ ছাড়তে হয় তাকে৷ ‘কালো সূর্যের কালো জ্যোৎস্নায় কালো বন্যায়' নামে একটি কবিতার জন্য স্বাধীনতার পরপর তার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন মৌলবাদীরা৷

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, কবিতাটি প্রত্যাহার করে দাউদ হায়দার ক্ষমা প্রার্থনা করলেও শেষ রক্ষা হয়নি৷ তিনি গ্রেপ্তার হন৷ মুক্তির পর তাকে কলকাতাগামী বিমানে তুলে দেয়া হয়৷

প্রথম তিনি ১৩ বছর কলকাতায় ছিলেন৷ পরে জার্মানির নোবেল বিজয়ী সাহিত্যিক গুন্টার গ্রাসের সহযোগিতায় ১৯৮৬ সালের ২২ জুলাই জার্মানি এসে পৌঁছান৷ তখন থেকেই তিনি জার্মানির বার্লিন শহরে বসবাস করে আসছিলেন৷

জার্মানির আন্তর্জাতিক সম্প্রচারকেন্দ্র ডয়চে ভেলের বাংলা বিভাগের রেডিও অনুষ্ঠানেও বেশ কয়েকবছর সাংবাদিকতা করেছেন দাউদ হায়দার৷

১৯৭৪ সালে দেশত্যাগের পর তিনি একাধিকবার বাংলাদেশে ফিরতে চাইলেও পারেননি কবি৷

এআই/আরআর (দ্য ডেইলি স্টার, প্রথম আলো)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ