বার্লিনে প্রতিদিনই ঘটছে একাধিক ইহুদি বিদ্বেষের ঘটনা। যা বছরের শেষে এসে গত এক দশকের রেকর্ড ছাড়িয়ে গেছে।
বিজ্ঞাপন
সবশেষ প্রকাশিত প্রতিবেদন অনুসারে এ বছর প্রথম ছয় মাসে বার্লিনে ঘটে যাওয়া ইহুদি বিদ্বেষের ঘটনার সংখ্যা ২০২৩ সালের সারা বছরের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
জার্মানির সরকারি সংস্থা ডিপার্টমেন্ট ফর রিসার্চ এ্যন্ড ইনফরমেশন (রিয়াস) এর তথ্য অনুসারে, জার্মানির রাজধানী বার্লিনে প্রতিদিন গড়ে আটটি ইহুদি বিদ্বেষের ঘটনা ঘটেছে। নভেম্বরের শেষ সপ্তাহ নাগাদ এই সংখ্যাটি এক হাজার ৩৮৩ স্পর্শ করেছে।
জার্মানিতে ইহুদিদের ১৭০০ বছরের ইতিহাসের গল্প
জার্মানিতে ইহুদিদের ১৭০০ বছরের ইতিহাস দেখুন ছবিঘরে...
ছবি: Jüdisches Museum Berlin
প্রাচীন বাতি
প্রদর্শনীতে স্থান পাওয়া অন্যতম প্রাচীন নিদর্শন চতুর্থ শতকের এই অয়েল ল্যাম্প৷ইহুদিবাদের গুরুত্বপূর্ণ এই প্রতীকটি পাওয়া গিয়েছিল জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর ট্রিয়ারে৷দেখে মনে হয় এটি হয়ত উত্তর আফ্রিকার শহর কার্থেজে তৈরি৷
ছবি: Rheinisches Landesmuseum Trier
কানের দুল
মধ্যযুগে জার্মানির রাইনলান্ড অঞ্চলের স্বর্ণকারদের বিশেষ সুখ্যাতি ছিল৷কিছু ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই শিল্পে ইহুদি এবং খ্রিস্টান স্বর্ণকারদের দক্ষতার সাক্ষ্য দেয়৷ছবির এই কানের দুলটি ২০১১ সালে কোলন শহরে পাওয়া যায়৷
ছবি: MiQua. LVR-Jüdisches Museum Köln
মোজেস মেন্ডেলসনের চশমা
ইহুদি দার্শনিক মোজেস মেন্ডেলসনের ব্যবহার করা চশমা এটি৷১৮ শতকে তিনি জ্ঞানের জগতে আলো ছড়িয়েছিলেন, খ্রিস্টান এবং ইহুদিদের মাঝে এক সংলাপেও ভূমিকা রেখেছিলেন৷তার বন্ধু গঠোল্ড এফ্রাইম লেসিং ‘নাথান দ্য ওয়াইজ’ নাটকে মেন্ডেলসনের দর্শনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন৷
ছবি: Jüdisches Museum Berlin
হাইনরিশ হাইনের স্মৃতিচিহ্ন
লেখক হাইনরিশ হাইনের জন্ম ইহুদি পরিবারে৷ তবে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়াতে খ্রিষ্টান হয়ে যান৷ধর্মান্তরিত হওয়া যে ভুল ছিল তা নিজেই পরে স্বীকার করেছেন৷একবার দুঃখ করে লিখেছিলেন, ‘‘ইহুদি এবং খ্রিষ্টানরা আমাকে সমানভাবে ঘৃণা করে৷ খ্রিষ্টান হওয়ার জন্য আমি অনুতপ্ত৷’’ ওই একটি সিদ্ধান্তের জন্য ইসরায়েলে এখনো হাইনরিশ হাইন এক বিতর্কিত নাম৷
ছবি: Heinrich Heine Institut in Düsseldorf
ইহুদি বীর সেনা
প্রথম বিশ্ব যুদ্ধে যে এক লাখ ইহুদি অংশ নিয়েছিলেন, নাবিক মাক্স হালার তাদের একজন৷১৯১৫ সালে স্বপ্রণোদিত হয়ে সাবমেরিন বহরে যোগ দেন৷সেখানে নাবিক হিসেবে অনন্য ভূমিকার জন্য ‘আয়রন ক্রস’ পুরস্কার দেয়া হয় তাকে৷ প্রথম যুদ্ধের পর ব্যবসা শুরু করেন হালার৷ নাৎসি বাহিনী ইহুদিদের বর্জন করলে নিজের দোকানের জানালায় বীরত্বের জন্য পাওয়া পুরস্কারগুলো সাজিয়ে রাখেন৷ফলে তার দোকানে নাজিদের হামলা হয়নি৷
ছবি: Jüdisches Museum Berlin
মপেড
পূর্ব জার্মানিতে এই মপেড পরিচিত ছিল সায়মন শলবে বা সায়মন সোয়ালো নামে৷ইহুদি পরিবারে জন্ম নেয়া সায়মন এ ধরনের বাহন তৈরির কোম্পানি প্রতিষ্ঠা করেন ১৮৫৬ সালে৷নাৎসিরা এই কোম্পানি বাজেয়াপ্ত করায় পালিয়ে যেতে বাধ্য হন সায়মন৷
ছবি: AKF Fahrzeugteile GmbH/Janos Bayer
ভার্চুয়াল প্রদর্শনী
‘শেয়ার্ড প্রোজেক্ট’-এর ওয়েবসাইটে শুরু হয়েছে ইহুদিদের এমন ৫৮টি প্রাচীন স্মৃতিচিহ্নের প্রদর্শনী৷ ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এ প্রদর্শনীতে প্রতি সপ্তাহে একটি করে নতুন সামগ্রী দেখানো হবে৷প্রত্নতাত্ত্বিক উদ্ভাবন, পেইন্টিং, স্টাম্বলিং ব্লক থেকে শুরু করে হলোকস্টের শিকার ইহুদিদের নানা রকমের স্মৃতিচিহ্নও থাকবে সেখানে৷
7 ছবি1 | 7
২০২৩ সালে এই সংখ্যাটি ছিল এক হাজার ২৭০। ডিপার্টমেন্ট ফর রিসার্চ এ্যন্ড ইনফরমেশন (রিয়াস) ২০১৫ থেকে এ ধরনের ঘটনা নথিভুক্ত করার পর থেকে এ বছর সংখ্যাটি অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
এ বছর জানুয়ারি এবং জুনের মাঝে দুটি গুরুতর সহিংসতা ও ২৩ টি আক্রমণের খবর পাওয়া গেছে। রিয়াস এর তথ্য অনুসারে, এর বাইরেও ৩৭টি নির্দিষ্ট সম্পদের উপর হামলা, ২১টি সমাধিস্থল সম্পর্কিত হামলা, ২৮টি হুমকি ও ১ হাজার ২৪০টি নিপীড়নমূলক আচরণের ঘটনা ঘটেছে।
ইহুদি বিদ্বেষ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ডিপার্টমেন্ট ফর রিসার্চ এ্যন্ড ইনফরমেশন (রিয়াস)। প্রতিবেদন অনুসারে ইহুদি বা ইসরায়েলি শিশুদের স্কুলে হাতাহাতির সংবাদও পাওয়া গেছে।
৭ অক্টোবর ২০২৩ ইসরায়েলে হামাসের আক্রমণ ও গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের পর থেকে প্রতিমাসে অন্তত ২৩০টি ইহুদি বিদ্বেষের ঘটনার কথা জানিয়েছে সংস্থাটি। যার ৭১.৬ শতাংশ ঘটনাই ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত।
সামাজিকভাবে ইহুদি বিদ্বেষী মনোভাবের প্রতি গ্রহণযোগ্যতা বেড়ে যাওয়ারও উদ্বেগ প্রকাশ করেছে রিয়াস। সমাজে ইহুদি বিদ্বেষী মনোভাব ঠেকাতে জনসচেতনতা বাড়ানো ও কঠোর আইন প্রণয়নের উপরেও জোর দিয়েছে জার্মান সংস্থাটি।