1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একুশ উদযাপন

২২ ফেব্রুয়ারি ২০১২

জার্মানির রাজধানী বার্লিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় বক্তারা বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেন৷ বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাস ৬০তম মহান শহীদ দিবস এবং ১৩তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের

ছবি: DW

একুশের সকালে বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাসের সামনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে শুরু হয় মহান শহীদ দিবসের কর্মকাণ্ড৷ বিকেলে দূতাবাসে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন জার্মানিতে বসবাসরত বাঙালিরা৷ এরপর আলোচনা সভায় বক্তারা ভাষা শহীদদের স্মরণ করেন গভীর শ্রদ্ধাভরে৷ বাঙালির রাষ্ট্রভাষা বাংলা আন্দোলনের বিভিন্ন দিক উঠে আসে আলোচনায়৷

অনন্য বাংলা ভাষা

জার্মান নাগরিক ড. আনিটা কাস্টেল চমৎকার বাংলায় বলেন, ‘‘বাংলা অন্যরকম ভাষা৷ এই ভাষায় অনেক কিছু প্রকাশ করা যায়, যেটা আমার নিজের ভাষা জার্মান ভাষাতেও প্রকাশ সম্ভব নয়৷

ছবি: DW

বার্লিনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাইফুল ইসলাম বলেন, বাংলা ভাষার সম্প্রসারণে জার্মানিসহ বিভিন্ন দেশে বেড়ে ওঠা বাংলাদেশি নতুন প্রজন্মকে বাংলা ভাষা শিক্ষায় উৎসাহিত করতে হবে৷

তিনি বলেন, ‘‘অনেক বাঙালির মধ্যে বাংলা ভাষায় কথা বলতে এক ধরনের অনীহা দেখা যায়৷ অথচ এই ভাষা আরো অনেক ভাষার চেয়ে সাবলীল এবং সহজবোধ্য৷ আমি সবাইকে অনুরোধ করছি, দয়া করে নিজে বাংলা বলুন এবং আমাদের পরবর্তী প্রজন্মকে বাংলা ভাষা শিক্ষায় উৎসাহিত করুন৷''

পাঠশালা

জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নান বলেন, ‘‘আমাদের পরবর্তী প্রজন্মকে বাংলা ভাষা শিক্ষার সঙ্গে সম্পৃক্ত রাখতে হবে৷ এজন্য বিদেশের মাটিতে দেশের সাহিত্য, সংস্কৃতিকে নিয়মিতভাবে তুলে ধরতে হবে৷ ‘পাঠশালা'কে এগিয়ে নিয়ে যেতে হবে৷

বার্লিনে বাংলা ভাষা শিক্ষার স্কুল ‘পাঠশালা'র কার্যক্রমকে স্বাগত জানান আসাদুর রহমান খন্দকার৷ এই ব্যবসায়ী জার্মানির হামবুর্গ শহরে বসবাস করেন৷ তিনি বলেন, ‘‘পাঠশালার মতো উদ্যোগ জার্মানির অন্যান্য শহরেও নিতে হবে৷ এজন্য প্রয়োজনীয় সহায়তা করতে রাজি আছি আমি৷''

আলোচনায় সভায় বার্লিনে বসবাসরত বাঙালিদের উদ্দেশ্যে ব্যবসায়ী বাদল শেখ বলেন, ‘‘আপনারা আপনাদের সন্তানদের বাংলা স্কুলে পাঠান৷ তাদেরকে মায়ের ভাষা শিখতে উৎসাহিত করুন৷''

ছবি: DW

উল্লেখ্য, গত বছর বাংলাদেশ দূতাবাস, বার্লিন'এর উদ্যোগে শুরু হয় বাংলা ভাষা শিক্ষার বিদ্যালয় ‘পাঠশালা'৷ শুরুতে এটির কার্যক্রম দূতাবাসকেন্দ্রিক হলেও বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় বার্লিনের একটি স্কুলে এই ভাষা শিক্ষার কার্যক্রম স্থানান্তরিত করা হয়েছে৷

যুদ্ধাপরাধীদের বিচারে সহায়তার আহ্বান

যুদ্ধাপরাধীদের বিচারে সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ব্যবসায়ী বাদল শেখ৷ বাংলাদেশে বর্তমান ক্ষমতাসীন সরকার একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নিয়েছেন৷

প্রবাসী বাংলাদেশি মাসুদুর রহমান বলেন, ‘‘বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে৷ যুদ্ধাপরাধীদের বিচারে বর্তমান সরকারকে সহায়তা করা আমাদের দায়িত্ব৷''

ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশ

বাংলা ভাষা সম্পর্কে মান্যবর রাষ্ট্রদূত মসুদ মান্নান বলেন, বাংলাদেশ বলতে বোঝায় যে দেশের মানুষ বাংলায় কথা বলে৷ বিশ্বে অন্তত ত্রিশ কোটি মানুষের ভাষা বাংলা৷ এই ভাষাকে সুদৃঢ় করতে সবাইকে সক্রিয় হতে হবে৷ জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষাকে যোগ করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ আমি প্রবাসি বাংলাদেশিদের অনুরোধ করছি, আপনারা বিভিন্ন দেশে এই ব্যাপারে জনসচেতনতা তৈরি করুন৷

জার্মানির ফ্রাঙ্কফুর্টে বিশ্বের সবচেয়ে বড় বইমেলার আয়োজন করা হয়৷ অথচ এই বইমেলায় বাংলাদেশ কিংবা বাংলা ভাষার উপস্থিতি তেমন একটা উল্লেখযোগ্য নয়৷ এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মান্যবর রাষ্ট্রদূত বলেন, ভবিষ্যতে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশের উপস্থিতি আরো ভালো করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ আগামী কয়েকবছরের মধ্যে বাংলাদেশ যাতে এই বইমেলায় পার্টনার রাষ্ট্র হিসেবে যোগ দিতে পারে, সেই চেষ্টাও চলছে৷ ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে আরো বিস্তারিত জানা যাবে শীঘ্রই৷

মহান শহীদ দিবসে বার্লিনে বাংলাদেশ দূতাবাসে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মো. নিজাম উদ্দিন এবং মতিউর রহমান জাহিদ৷ এছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক সাড়া জাগানো চলচ্চিত্র ‘‘আমার বন্ধু রাশেদ'' প্রদর্শন করা হয়৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ