1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে শুটিং করবেন ‘ডন' শাহরুখ

২৫ আগস্ট ২০১০

বলিউড আসছে বার্লিনে ৷ না না একটু ভুল হয়ে গেল৷ বলিউডের ছবি ‘ডন টু'র শুটিং-এর জন্যে বেছে নেয়া হয়েছে জার্মানির রাজধানী বার্লিনকে৷ আর এই ছবির শুটিং-এর জন্যে কে আসছেন বার্লিনে বলুন তো?

বার্লিনে শাহরুখের ভক্তসংখ্যা কম নয়ছবি: DW

আসছেন বলিউড হিরো সুপার স্টার শাহরুখ খান৷ এই শরতেই বার্লিনের বিভিন্ন জায়গায় শুটিং হবে ছবিটির৷ বার্লিনের পর্যটন কর্মকর্তারা এই খবর দিয়েছেন৷ পর্যটন পরিচালক বুরকার্ড কিকার মঙ্গলবার বলেছেন, বার্লিনে কিছু ভারতীয় দোকান-বাজারে ছবিটির শুটিং হবে, এটি একটি দারুণ ব্যাপার৷ তিনি বলেন, ‘এটি এমন একটি ব্যাপার, ঠিক যা আমরা চাই৷'

বক্সঅফিস হিট করা ছবি ‘ডন'-এর পরবর্তী পর্ব ‘ডন টু'৷ বার্লিন-ব্রান্ডেনবুর্গ চলচ্চিত্র উন্নয়ন কোম্পানি মেডিয়েনবোর্ড ছবিটি তৈরি করতে ঢালছে ৫ লাখ ৫০ হাজার ইউরো৷ ছবিটির পরিচালক ফারহান আক্তার৷ ছবিটির শুটিং-এর শেষ ৫০ দিনের শুটিং করা হবে বার্লিনে৷

বার্লিনে ভক্তদের ভিড়ে শাহরুখছবি: AP

গত শীতে বার্লিনালে চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান তাঁর ছবি ‘মাই নেম ইজ খান' নিয়ে৷ আর সেই সময় থেকেই বার্লিনে বলিউড জ্বর অনেকটাই বেড়ে গেছে৷ আর বার্লিনে শাহরুখের ভক্তের সংখ্যাও অগুন্তি৷ মেডিয়েনবোর্ডের ব্যবস্থাপনা পরিচালক কির্স্টেন নিহুস বলেছেন, ভারতীয় সুপারস্টার শাহরুখ খান এবং ছবির লোকেশন বার্লিন, বিশ্ববাসীর কাছে এ এক দারুণ খবর৷ ‘ডন টু' মুক্তি পাওয়ার কথা ২০১১ সালে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ