1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনালে

আরাফাতুল ইসলাম, বার্লিন১৮ ফেব্রুয়ারি ২০১৩

এবছর বার্লিন চলচ্চিত্র উৎসবের ফোরামে একটি বাংলা তথ্যচিত্র প্রদর্শন করা হয়েছে৷ ভারত-বাংলাদেশ সীমান্তে জেগে ওঠা একটি চর নিয়ে তৈরি করা হয়েছে ছবিটি৷ পরিচালক সৌরভ ষড়ঙ্গী৷

ছবি: Berlinale

নদীমাতৃক অঞ্চলে চর কোন নতুন বিষয় নয়৷ চর হচ্ছে প্রকৃতির ভাঙাগড়ার খেলার এক নিদর্শন৷ একদিকে নদীর পাড় ভাঙে, অন্যদিকে সৃষ্টি হয় নতুন ভূমি৷ সেটা আবার নদীর বুকেই৷ ভাঙাগড়ার এই খেলাকে নিজেদের ভাগ্য হিসেবেই মেনে নেন নদী পাড়ের বাসিন্দারা৷

বার্লিন চলচ্চিত্র উৎসবে এরকমই এক চরের সন্ধান পাওয়া গেল৷ অন্যান্য চরের সঙ্গে এই চরের খানিকটা অমিল আছে৷ এই চর গড়ে উঠেছে গঙ্গার বুকে৷ যে গঙ্গা ভারত-বাংলাদেশের কিছু অংশের সীমান্ত নির্ধারণ করে দিয়েছে৷

কিন্তু নদীর ভাঙন সীমান্তকে নির্দিষ্ট জায়গায় আটকে রাখেনি৷ ভাঙনের কারণে গৃহহীন হয়েছেন অনেক মানুষ৷ একসময় তাদের বুকে আশা জাগিয়েছে একটি চর৷ গঙ্গার বুকে গড়ে ওঠা চরটিকে তারা নতুন আবাস হিসেবে বেছে নেন৷ কিন্তু জটিলতা শুরু হয় চরের মালিকানা নিয়ে৷ বাংলাদেশ-ভারত উভয়ের অধিকার রয়েছে চরের উপর৷ তাই নদীর বুকে জেগে ওঠা চরের মাঝখান থেকে প্রতীকী সীমান্ত দাঁড় করিয়ে দেওয়া হয়৷ দুই দিকে যার পাহারায় নিয়োজিত ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষীরা৷

বার্লিন চলচ্চিত্র উৎসবের ফোরাম বিভাগে প্রদর্শন করা হয়েছে বাংলা তথ্যচিত্র ‘মধ্যিখানে চর'৷ কোলকাতাভিত্তিক পরিচালক সৌরভ ষড়ঙ্গী এই ছবিটির নির্মাতা৷ মূলত ভারত-বাংলাদেশ সীমান্তের ভারতের অংশে তথ্যচিত্রটি ধারণ করেছেন তিনি৷ চরের বাসিন্দাদের নিত্যদিনের সুখ-দুঃখের গল্প তিনি তুলে ধরেছেন এতে৷ পাশাপাশি সীমান্তভিত্তিক গরু, চাল, ফেনসিডিল চোরাচালানের বিভিন্ন বিষয় উঠে এসেছে তথ্যচিত্রে৷ যদিও সীমান্তের এসব বিষয় তাঁর তথ্যচিত্রের মূল লক্ষ্য নয়৷ তথাপি সেখানকার বাসিন্দাদের জীবনের অংশ এগুলো৷

ভারত-বাংলাদেশ সীমান্তের এটাও বাস্তবছবি: AP

বার্লিনের পস্টডামাপ্লাট্সের সিনেমেক্সে শনিবার রাত দশটায় মধ্যিখানে চরের একটি প্রদর্শনী হয়৷ বলাবাহুল্য, পুরো হল ভর্তি ছিল দর্শকে৷ প্রদর্শনীর পর পরিচালক সৌরভ ষড়ঙ্গীকে প্রশ্নবাণে জর্জরিত করেন দর্শকরা৷ ছবিতে তিনি দেখিয়েছেন ফারাক্কা বাঁধকে৷ এই বাঁধ কেন তৈরি করা হয়েছিল? এক দর্শক প্রশ্ন ছুঁড়ে দেন সৌরভকে৷ যদিও তিনি এর উত্তর দেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি নন, তবুও সৌরভ চেষ্টা করেন জবাব দিতে৷ ব্যক্তিগতভাবে সৌরভ মনে করেন না, যে এই বাঁধ যেখানে তৈরি করা হয়েছে, সেটি আসলে সঠিক জায়গা৷ পাশাপাশি তিনি ভারত-বাংলাদেশ সম্পর্কের মাঝে ফারাক্কার কুপ্রভাবের কথা স্বীকার করলেন৷ জানালেন, পানি বণ্টনের যে চুক্তি দু'দেশের রাজনৈতিক মহল করেছে, সেটা আসলে বাস্তবে ঠিকভাবে কাজ করে না৷ কেননা, বাঁধের অনেক গেট অকেজ৷

একইভাবে শুধু ভারতের অংশে দৃশ্যায়নের জন্যও প্রশ্নের মুখে পড়েন সৌরভ৷ তিনি তখন এই তথ্যচিত্রকে কোন প্রতিবেদন হিসেবে না দেখার অনুরোধ জানান৷ তাঁর কথা হচ্ছে, সীমান্তের উভয় পাশের গল্প একই রকম৷ যেকারণে তিনি দ্বিতীয় পাশটা আর তুলে ধরতে চাননি৷ কেননা, এটা কোন সীমান্তভিত্তিক প্রতিবেদন নয়, এটা সেখানকার জনজীবনের বাস্তব চিত্র৷

সৌরভের তথ্যচিত্রটির মূল নায়ক এক কিশোর৷ নাম রুবেল৷ এই রুবেল দারিদ্র্যের চাপে ১৬ বছর বয়সে লেখাপড়া বাদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে৷ সিনেমেক্সের এক দর্শক রুবেলের এই সিদ্ধান্তে হতাশ হন৷ প্রদর্শনী শেষে তাই তিনি অনুরোধ করেন সৌরভকে, যাতে রুবেলের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেওয়া হয়৷ তিনি চান রুবেল আবারো বই হাতে তুলে নিক৷ আর এজন্য সব ধরনের সহায়তা করতে চান জার্মান এই সেবিকা৷

সামগ্রিকভাবে সৌরভের ‘মধ্যিখানে চর' ব্যাপক প্রশংসা কুড়িয়েছে৷ বিশেষ করে মধ্যরাতে হলভর্তি দর্শক দেখে বিস্ময় প্রকাশ করেছেন পরিচালক নিজেও৷ ছোট্ট ডিজিটাল ক্যামেরা নিয়ে রাতের পর রাত চরে কাটানোটা সার্থক, সেটা স্বীকার করেন সৌরভ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ