1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিন আদালতের নতুন 'হলিডে হোম' নীতি

১৪ মার্চ ২০২৪

বার্লিনের আদালতের রায়ের কারণে হাজার হাজার ছুটির আবাস (হলিডে হোম) নিয়মিত ভাড়ার জন্য ফিরিয়ে আনা হতে পারে৷ বড় শহরগুলোতে আবাসন সংকটের সমাধান ও সাশ্রয়ী ভাড়া চালু করতে ইউরোপীয় ইউনিয়নের এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে৷

বার্লিনে একটি বাসার দেয়ালে এয়ার বিএনবি এর বিরুদ্ধে গ্রাফিতি
এয়ার বিএনবি বার্লিন ভাড়া হাউজিং বাজারে তার ভূমিকার জন্য দীর্ঘদিন ধরে সমালোচিত হয়েছেছবি: Jürgen Ritter/IMAGO

বার্লিনের স্থানীয় কর্তৃপক্ষ ও ভাড়াটিয়াদের অধিকার রক্ষাকারী সংগঠনগুলো আশা করছে, আদালতের এ রায়ের কারণে  হাজার হাজার হলিডে হোম এখন স্বাভাবিক ভাড়ার জন্য উন্মুক্ত হবে৷ আবাসন সংকটের কারণে বার্লিনে গত দুই বছরে বাড়ি ভাড়াও বেড়েছে অনেক৷ মধ্য বার্লিনের কর্তৃপক্ষ এই রায়কে স্বাগত জানিয়েছে৷ 

বার্লিন টেন্যান্টস অ্যাসোসিয়েশনের (বেএমফাউ) ব্যবস্থাপনা পরিচালক সেবাস্তিয়ান বার্টেলস আদালতের রায়কে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ' বলে উল্লেখ করেছেন৷ তিনি মনে করেন আইনটি কার্যকর হলে সারা বার্লিন জুড়ে ১০ হাজার এর মতো অ্যাপার্টমেন্ট নিয়মিত ভাড়ার বাজারে ফিরিয়ে আনা যেতে পারে৷

এয়ার বিএনবি বার্লিনের মধ্যকার দীর্ঘ আইনি যুদ্ধ

এ বছরের ফেব্রুয়ারিতে দেয়া আদালতের রায়ের মাধ্যমে মধ্য বার্লিনের একটি ভবন নিয়ে চলা আট বছরের আইনি লড়াইয়ের সমাপ্তি হয়েছে৷ বাড়িটিতে ২৭ টি নিয়মিত অ্যাপার্টমেন্টকে ৩৭টি সুসজ্জিত ছুটিনিবাসে পরিণত করা হয়েছিল৷ যার মধ্যে সবচেয়ে ছোট অ্যাপার্টমেন্টের ভাড়া বর্তমানে প্রতি রাতে প্রায় ২০০ ইউরো৷ সেখানে তিন রাতের জন্য পেন্টহাউসগুলোর ভাড়া ছিল তিন হাজার থেকে চার হাজার ইউরো৷

পুরানো আইন এখনও প্রযোজ্য আছে দাবি করে ভবনটির মালিক স্থানীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতে মামলা করেন৷ মামলাটি শেষ পর্যন্ত জার্মান সাংবিধানিক আদালতে পৌঁছালে তা আবার বার্লিনের আদালতে ফেরত পাঠানো হয়৷ আদালত শহর কর্তৃপক্ষের পক্ষে তার আগের রায় বহাল রেখেছে৷

জার্মানির রাজধানী বার্লিন  ২০১৪ সালে ‘অপব্যবহার নিষিদ্ধকরণ' আইনের মাধ্যমে আবাসিক ভবনের মালিকদের অ্যাপার্টমেন্ট খালি রাখা বা হলিডে হোম হিসাবে ভাড়া দেয়া নিষিদ্ধ করে৷ তবে এর কিছু শিথিলতাও রয়েছে৷  অ্যাপার্টমেন্টের ছোট একটি অংশ সাবলেট দেয়া যেতে পারে , তবে এর জন্য আগে থেকে অনুমতি নিতে হবে৷

রাজধানীতে রায়ের প্রভাব

মধ্য বার্লিনের মেয়র স্টেফানি রেমলিঙ্গার এক বিবৃতিতে এই রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, ‘‘এই রায়ের মাধ্যমে, আদালত শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাগুলির মধ্যে একটি আবাসন সংকট মোকাবিলা করার শক্তি দিয়েছে৷'' তিনি আরও বলেন, ‘‘শহরটি এখন অ্যাপার্টমেন্টগুলোর অবৈধ ভাড়া দেয়ার বিরুদ্ধে লড়াই করা ও নিয়মিত ভাড়াটিয়াদের ভাড়া দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার মতো অবস্থানে রয়েছে৷''

বার্লিন টেন্যান্টস অ্যাসোসিয়েশনের সেবাস্টিয়ান বার্টেল বার্টেলস ডয়চে ভেলেকে জানান, ‘‘আইনটি পাস না হওয়ায় চলমান হাজার হাজার মামলা করা দীর্ঘদিনেও নিষ্পত্তি করা যায়নি৷ বেশিরভাগ হলিডে হোমগুলো মধ্য বার্লিনের আকর্ষণীয় স্থানে রয়েছে যা ভাড়াটিয়াদের বের করে দেয়ার বিশাল একটি কারণ৷''

ইউরোপীয় ইউনিয়নঃ এয়ার বিএনবির জন্য নতুন বিধিনিষেধ

এয়ার বিএনবি আদালতের রায়ের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি৷ কোম্পানিটির আগের বিবৃতিগুলোতে দেখা যায়,  তাদের প্ল্যাটফর্মে অ্যাপার্টমেন্ট সরবরাহকারী বাড়ির মালিক  ‘দায়িত্বশীল পর্যটন ও আবাসন সুরক্ষার উদ্যোগের' নিয়ম মেনেই  নিবন্ধন করতো বলে উল্লেখ করা হয়৷ এয়ার বিএনবি আরও বলেছে, বার্লিনে প্রায় ৪০% বাড়ির মালিক তাদের আয় বাড়ানোর জন্য তাদের ব্যক্তিগত বাড়িগুলো ভাগ করে এয়ার বিএনবিতে ভাড়া দিতো৷

অবশ্য ইউরোপীয় ইউনিয়ন এ ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি৷ তাদের মতে, স্বল্পমেয়াদী ভাড়া দেয়ার জন্য একটি নতুন নীতিমালা অনুমোদন করা হয়েছে যার জন্য এয়ার বিএনবির মতো প্ল্যাটফর্মগুলো  কেবল সম্পত্তি নিবন্ধনই নয়, স্থানীয় আইনের সঙ্গে তা সঙ্গতিপূর্ণ কিনা তা পরীক্ষা করতে হবে ও  স্থানীয় কর্তৃপক্ষের জন্য একটি কেন্দ্রীয় তথ্যভাণ্ডারে তথ্য রাখতে হবে৷ 

ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ টেনেন্টস-এর কার্যনির্বাহী কমিটির সদস্য বারবারা স্টিনবার্গেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমস্টারডাম থেকে জাগরেব পর্যন্ত সব বড় শহরেই এই অবস্থা ছিল৷ শহরগুলো কমিশনকে এমন একটি নীতিমালা তৈরি করতে বলে যা প্ল্যাটফর্মগুলোকে কিছু তথ্য প্রকাশ করতে বাধ্য করে৷ যেমন অ্যাপার্টমেন্টগুলো কোথায়? কতদিন ধরে তাদের ভাড়া দেয়া হয়? কিসের ভিত্তিতে? ভাড়া থেকে আয় কত ছিল?’’

এখন স্থানীয় নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ হলেই শুধুমাত্র বাড়িমালিকেরা একটি স্বল্পমেয়াদী নিবন্ধকরণ নম্বর পান যা ব্যবহার করে তারা এয়ার বিএনবিতে বাড়ি ভাড়া দিতে পারেন৷

২০১৮ সালের ছবিঘর

এসএইচ/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ