1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিন ঘোরার জন্য সেরা কিছু অ্যাপ

৪ জুলাই ২০২৫

জার্মানির রাজধানী বার্লিনে অনেক কিছু দেখার আছে৷ আপনার ভ্রমণ সহজ করতে অনেক অ্যাপও আছে৷ এগুলোর মধ্যে কোন অ্যাপগুলো আপনার মোবাইলে থাকা চাই, তাই এখন জানাবো আমরা৷

পর্যটকরা বার্লিনের ব্রান্ডেনবুর্গ গেট দেখছেন
বার্লিন প্রাচীর একসময় ব্রান্ডেনবুর্গ গেটের পেছন দিয়ে গিয়েছিলছবি: Jörg Carstensen/dpa/picture alliance

বার্লিন প্রাচীর একসময় ব্রান্ডেনবুর্গ গেটের পেছন দিয়ে গিয়েছিল৷ পশ্চিম ও পূর্ব বার্লিনকে পৃথক করেছিল এই প্রাচীর৷ বর্তমানে খোয়া পাথরের লাইন দিয়ে বোঝা যায়, প্রাচীরটি কোথায় ছিল৷ তবে ‘মাউয়ার' (MauAR) অ্যাপের সাহায্যে অগমেন্টেড রিয়েলিটি ব্যবহার করেও আপনি এটি দেখতে পারেন৷

বিভক্ত বার্লিনের একটি মানচিত্রে প্রাচীরটি কোথায় ছিল আর আপনার বর্তমান অবস্থান এখন কোথায়, তা দেখা যায়৷ আপনি যদি সাবেক সীমান্ত এলাকায় থাকেন, তাহলে অ্যাপটি আপনাকে বার্লিন প্রাচীরের ডিজিটাল পুনর্গঠন দেখাবে৷

ইতিহাসের অভিজ্ঞতা লাভের এক দুর্দান্ত উপায় এই অ্যাপ মাঝেমধ্যে একটু ত্রুটিপূর্ণ হতে পারে৷

শহরের ইতিহাস সম্পর্কে আরও বিস্তারিত জানতে ‘বার্লিনহিস্টরি' (berlinHistory) অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন৷ এতে বার্লিন জুড়ে থাকা জনপ্রিয় ও কম পরিচিত স্থানগুলো সম্পর্কে লেখা, ছবি এবং ভিডিও রয়েছে৷ আপনি ক্লাব সংস্কৃতি বা সমকামী ইতিহাসের মতো বিষয় সম্পর্কেও তথ্য পাবেন৷ যদিও তথ্যের আধিক্য মাঝেমধ্যে ভীতিকর হতে পারে৷ তবে ইতিহাসপ্রেমীরা সেখানে যা খুঁজছেন, তা অবশ্যই খুঁজে পাবেন৷

বার্লিনেএক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার সবচেয়ে ভালো উপায় কী? বার্লিনের গণপরিবহন নেটওয়ার্ক বিশাল, এবং সেখানে অসংখ্য শেয়ারিং পরিষেবাও আছে৷

ইয়েলবি অ্যাপে (Jelbi) সব সেবার তথ্য একসঙ্গে পাওয়া যায়৷

বার্লিন ঘুরতে গেলে ফোনে এই অ্যাপগুলো রাখুন

03:21

This browser does not support the video element.

অ্যাপটি বাস ও ট্রেন, কার শেয়ারিং, ই-স্কুটার, ই-বাইক, ই-মোপেড এবং ট্যাক্সির সমন্বয়ে রুট পরিকল্পনা দেখায়৷ শুধুমাত্র একটি অ্যাকাউন্ট ব্যবহার করে অ্যাপের মাধ্যমে গণপরিবহনের টিকিট কেনা এবং শেয়ারিং পরিবহণ ভাড়া করা যায়৷

শহরের প্রায় সব জায়গায় শেয়ারড পরিবহণ ভাড়া করা যায়৷

শহর ও শহরতলির মধ্যে কম দূরত্বের ট্রেনের অনেক স্টেশনে থাকা বিশেষ ইয়েলবি কাউন্টারে শেয়ারড পরিবহণের কালেকশন পয়েন্টও আছে৷

তবে যদি গাড়ি ভাড়া করতে চান তাহলে ইয়েলবি বর্তমানে শুধুমাত্র কয়েকটি দেশের ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করছে৷

খাদ্যপ্রেমীদের কাছে বার্লিন একটি সত্যিকারের স্বর্গ, এবং আন্তর্জাতিক খাবারের একটি হটস্পট৷

‘দ্য বার্লিন ফুড: রেস্টুরেন্ট ফাইন্ডার' অ্যাপ (The Berlin Food: Restaurant Finder) সঠিক রেস্টুরেন্ট খুঁজে পেতে সাহায্য করতে পারে৷

এই অ্যাপে প্রায় এক হাজার রেস্তোরাঁ, বার, ক্যাফে আর দোকানের তথ্য আছে, যেগুলো সিটি ম্যাগাজিন ‘টিপবার্লিন' সতর্কতার সঙ্গে নির্বাচন করেছে৷ এটি আপনাকে বাছাই করা পরামর্শ দেয়, যেন গুগল ম্যাপসের মতো প্ল্যাটফর্মগুলোতে থাকা অসংখ্য এবং কখনও কখনও অনির্ভরযোগ্য রিভিউর উপর আপনার ভরসা করতে না হয়৷

অনুপ্রেরণা পেতে আপনি ম্যাপ ভিউ ব্যবহার করতে পারেন, কিংবা রান্না, বাজেট, বিভাগ এবং অন্যান্য বৈশিষ্ট্য অনুযায়ী ফিল্টার করতে পারেন৷

গাইড আর নিবন্ধও আছে, তবে অনিয়মিত৷ আর অ্যাপটি অনেক আগে শেষবার হালনাগাদ করা হয়েছিল৷ তারপরও অ্যাপটি  ব্যবহারের পরামর্শ এখনও দেওয়া যায়৷

পরিশেষে, এখন যে অ্যাপের কথা বলবো সেটি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ - অন্তত যখন আপনার সত্যিই এর প্রয়োজন হয়৷

EasyPZ অ্যাপ আপনাকে নিকটতম পাবলিক টয়লেট খুঁজে পেতে সাহায্য করে৷ বাধা-মুক্ত প্রবেশ কিংবা ডায়াপার পরিবর্তনের সুবিধা আছে কিনা, সেসব ফিল্টারও অ্যাপে সেট করা যায়৷

অ্যাপে অনেক বেশি ফিচার নেই, তবে এটা ভালো দিক৷ আপনার যদি সত্যিই তাড়া থাকে, তাহলে অ্যাপটি অবশ্যই দিন বাঁচাতে পারে, বিশেষ করে বার্লিনে যেহেতু অনেক পাবলিক টয়লেট নেই৷

হেক্টর ইয়ানিস/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ