1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিন চলচ্চিত্র উৎসব: আলোচনায় ইসরায়েল-হামাস যুদ্ধ

২১ ফেব্রুয়ারি ২০২৪

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্ব রাজনীতির বিভিন্ন বিষয় ফুটে উঠা নতুন কিছু নয়৷ চলতি বছরের উৎসবে সেই ধারাবাহিকতায় উঠে এসেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি৷

বালিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘নো আদার ল্যান্ড’ ছবিটি প্রদর্শিত হয়
‘নো আদার ল্যান্ড’ ছবির একটি দৃশ্যছবি: Berlinale

চলচ্চিত্রের ভাষায় বেরিয়ে আসে মানবাধিকার, মূল্যবোধ এবং বিশ্ব রাজনীতির নানা বিষয়৷ এর জন্য আলাদা পরিচিতি আছে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের৷ চলতি বছরও এর ব্যতিক্রম ঘটেনি৷ সিনেমার পর্দায় আর আলোচনায় তাই চলমান ইসলাইল-হামাস যুদ্ধ৷

১৫ ফেব্রুয়ারি উৎসবের উদ্ধোধনী অনুষ্ঠানে অবশ্য খুব একটা প্রতিবাদ বা আলোচনা দেখা যায়নি৷ যদিও লাল গালিচায় ‘ফ্রি গাজা' লেখা বেশ কিছু প্রতিবাদলিপি চোখে পড়েছে৷

কঠোর বিবৃতির দাবি

জার্মানির এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে বলা হয় বার্লিনালে৷ বিশ্বের নানা প্রান্ত থেকে নিজেদের সৃষ্টি নিয়ে হাজির হন চলচ্চিত্র নির্মাতা, গল্পকথকেরা৷    

সেই বার্লিনালেতে শুধুমাত্র ফিলিস্তিনীদের পক্ষ থেকেই যে প্রতদিবাদ এসেছে বিষয়টি তেমন নয়৷ উৎসবে যোগ দিতে আসা বিভিন্ন সংগঠনও দেখিয়েছে নানা প্রতিবাদ৷ করেছে উন্মুক্ত আলোচনা৷

উৎসবে বিভিন্ন বিভাগের কিউরেটরসহ বার্লিনালের ৬০ ‘কন্ট্রাক্টর' এক খোলা চিঠিতে গাজায় মানবিক সংকট নিয়ে কঠোর বিবৃতি প্রদানের  জন্য উৎসব আয়োজনকদের আহ্বান জানায়৷    

অবশ্য উৎসবের ব্যবস্থাপনা কমিটির দুই সদস্য মারিয়েট্টে রিজেনবিক এবং কার্লো শাটরিয়ান বক্তৃতায় মধ্যপ্রাচ্য সংকটে সকল ভুক্তভোগীদের প্রতি সমবেদনা প্রকাশ করেন৷ তারা বলেন, ‘‘সবার কষ্টের বিষয়গুলো বিবেচনায় নিতে হবে এবং জটিল এই বিশ্ব পরিস্থিতিতে সবার জন্যই এই উৎসব উন্মুক্ত থাকতে হবে৷’’     

তবে ওই অংশগ্রহণকারীরা বলছেন, এই বিবৃতি যথেষ্ট নয়৷

বয়কটের আহ্বান ‘স্ট্রাইক জার্মানির’

এদিকে উৎসবে অংশগ্রহণকারীদের আরেকটি অংশ ফোরাম এক্সপান্ডও একটি খোলা চিঠি লিখে৷ ১০০ কিউরেটরের সাক্ষররসম্বলিত এই চিঠিতে উৎসব শুরুর আগে যেই চারজন শিল্পী নিজেদের প্রত্যাখ্যান করে নিয়েছিলেন তাদের প্রতিবাদকে সমর্থন করেন৷

ওই চার শিল্পী নিজেদের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ‘স্ট্রাইক জার্মানি' মুভমেন্টের সাথে সহমর্মিতা পোষণ করেন৷ স্ট্রাইক জার্মানি মুভমেন্ট ‘জার্মান সরকারের যুদ্ধ বিরতির আহ্বান জানাতে অনিচ্ছার' প্রতিবাদে রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান বয়কটের আহ্বান জানায়৷

ইসরায়েলি চলচ্চিত্র

এগিয়ে এসেছেন ইসরায়েলি শিল্পীরাও৷ কুন্ঠা বোধ করেননি নিজ দেশের সরকারের সমালোচনা করতে৷ বার্লিনালেতে বিখ্যাত ইসরায়েলি পরিচালক আমোস গিতাই তার নতুন চলচ্চিত্র শিকুন প্রদর্শন করেন৷ চলচ্চিত্রটিতে তিনি গত বছর ইসরায়েলে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে হওয়া প্রতিবাদকে ফুটিয়ে তুলেন৷

নেতানিয়াহুকে ইসরায়েলের জন্য ‘হুমকি' মনে করেন গিতাই

এদিকে বালিনালেতে এক সাক্ষাৎকারে ইসরায়েলের ক্ষমতাসীন সরকারের বিষয়ে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরেন এই চলচ্চিত্র নির্মাতা৷ সাক্ষাৎকারের শুরুতে হামাসের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় -এমন মত দেন৷ সেইসাথে তিনি বলেন, ‘‘নেতানিয়াহুর ডানপন্থি জোটের হাতে ইসরায়েল জিম্মি হয়ে আছে৷’’

ডয়চে ভেলেক তিনি বলেন,  প্রধানমন্ত্রী (নেতানিয়াহু) ইসরায়েলকে ধ্বংস করে ফেলতে পারে৷

‘‘যেহেতু তার কোনো নৈতিক বাধা নেই, তাই তিনি ইসরায়েলের সমাজের সবচেয়ে খারাপ উপাদানগুলোকে একত্রিত করেছেন: উগ্র-জাতিয়তাবাদী, বর্ণবাদী, উগ্রপন্থি, আল্ট্রা-অর্থোডক্স, যারা নারীদের অধিকারের এবং এলজিবিটি গোত্রের মানুষের অধিকারের বিরোধী৷’’

জার্মানির প্রতি জোরালো নৈতিক অবস্থান নেওয়ার আহ্বান

মধ্যপ্রাচ্যে সংঘাত নিয়ে তৈরি উৎসবে আসা আরেকটি চলচ্চিত্র হলো ‘নো আদার ল্যান্ড'৷ ছবিতে দেখানো হয়, পশ্চিম তীরে ইয়াত্তা গ্রামে দখলদারিত্বের প্রতিবাদে তরুণ অধিকারকর্মী বাসেল আদ্রার সংগ্রাম৷ অবশ্য বাসেল আদ্রা নিজেও এই মুভিটির একজন সহপরিচালক৷

ছবিতে দেখানো হয়, তিনি কীভাবে ইসরায়েলি সাংবাদিক ইয়ুবাল আব্রাহামের সাথে যুক্ত হন৷ ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে আরবি ভাষা শিখে আব্রাহাম একজন অধিকারকর্মী হয়ে উঠেন৷   

ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্রাহাম বলেন, ‘‘আমি জানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা নিয়ে জার্মানদের মধ্যে অপরাধের বোধ রয়েছে৷’’

জানালেন, তার অনেক আত্মীয়কেই হলোকাস্টের সময়ে হত্যা করা হয়েছে৷

তিনি বলেন, ‘‘ওই অনুভূতিকে এখন ব্যবহার করবেন না এবং কাজে লাগাবেন না৷ এবং যুদ্ধবিরতির আহ্বান জানানো থেকে বিরত থাকবেন না৷ ওই অনুভূতিকে কাজে লাগিয়ে আমাদেরকে একটি রাজনৈতিক সমাধান বের করতে সাহায্য করুন৷ এটিকে ব্যবহার করে ইসরায়েল রাষ্ট্রের উপর দখলদারিত্ব বন্ধে চাপ তৈরি করুন৷’’

  এলিজাবেথ গ্রেনিয়ার/আরআর

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ