1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনেও এশিয়া

১৬ ফেব্রুয়ারি ২০১২

এশিয়ার তিন উদীয়মান চলচ্চিত্রকার তাদের নতুন ছবির প্রথম প্রদর্শনী করেছেন বার্লিনালে'তে: ইন্দোনেশীয় চিত্রপরিচালক এডউইন, চীনের ওয়াং কুয়ানান এবং ফিলিপিনের ব্রিলান্তে মেনডোজা৷

Postcards From The Zoo
Postcards From The Zooছবি: Sony Seniawan

এডউইনের ছবিটির নাম কেবুন বিনাটাং, অর্থাৎ চিড়িয়াখানা থেকে পত্র৷ ছবির বিষয়বস্তু হল ব্যক্তিজীবনের নিঃসঙ্গতা ও বিচ্ছিন্নতা নিয়ে উদ্বেগ৷ ওয়াং'এর ছবিটির নাম বাই লু ইউয়ান, অর্থাৎ সাদা হরিণের সমতল৷ এই তিন ঘণ্টা ব্যাপী এপিক ছবিটিতে আধুনিক চীনের নাটকীয় সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন দেখানো হয়েছে৷ মেনডোজা'র ছবিটির নাম ক্যাপটিভ, বা বন্দি৷ উপজীব্য: ফিলিপিনের একটি বীচ রিসর্ট থেকে বিশ জন মানুষের অপহরণ৷ অপহরণ করেছে ইসলামি উগ্রপন্থিরা৷ ফরাসি অভিনেত্রী ইসাবেল উপের এক এনজিও কর্মীর ভূমিকায় অভিনয় করেছেন৷ বস্তুত অপহৃতেরা শীঘ্রই অপহরণকারী এবং ফিলিপিনের সেনাবাহিনীর মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে৷ চারপাশে যা ঘটছে, তা দেখানো চলচ্চিত্র নির্মাতাদের দায়িত্ব বলে মেনডোজা মনে করেন৷

ওয়াং'এর ছবিটির নাম বাই লু ইউয়ান, অর্থাৎ সাদা হরিণের সমতলছবি: Berlinale 2012

ওয়াং বার্লিনের সাংবাদিক সম্মেলনে জানান যে, স্ক্রিনিং'এর আগে তার ছবির কিছু কিছু ‘‘করেকশান'' করেছে চীনের সেন্সররা৷ চীনে এখন নানা ধরণের পরিবর্তন ঘটছে বটে, কিন্তু সেন্সর প্রথা এখনও বজায় আছে, বলেন ওয়াং৷ শুটিং শুরু হবার আগেই তাকে নানা ধরনের প্রশ্নের উত্তর দিতে হয়েছিল৷ সাদা হরিণের সমতল ছবিটি গত শতাব্দীর ত্রিশের দশকে জাপানের চীন অভিযানের পূর্বকাহিনি৷ এছাড়া রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চীনে গৃহযুদ্ধের ইতিহাস৷

এডউইনের ছবিটি স্বপ্নালু ও কাব্যময়৷ বলা হয়েছে লানা নামের একটি মেয়ের কথা, যা'কে তার বাবা চিড়িয়াখানায় ফেলে রেখে যায় এবং চিড়িয়াখানার কর্মীরাই লানা'কে মানুষ করে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ