1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিন চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে

২৮ জানুয়ারি ২০১২

চলবে ফেব্রুয়ারির ৯ তারিখ থেকে ১৯ তারিখ৷ পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৮ই ফেব্রুয়ারি৷ ‘‘বার্লিনালে’’-তে এবার আরব বসন্ত থেকে ফুকুশিমা, সব কিছুরই ছোঁয়া পড়বে৷

এবারের বার্লিনালের লোগোছবি: Berlinale

বার্লিনে চিরকালই বাস্তববাদী, বাস্তবধর্মী ছবির কদর৷ ৬২তম চলচ্চিত্র উৎসবেও তার কোনো ব্যতিক্রম ঘটবে না৷ সামাজিক আন্দোলন ও রাজনৈতিক চেতনার উন্মেষ৷ ফেস্টিভালে এবার আরব চিত্রনির্মাতাদের বিভিন্ন তথ্যচিত্র ও কাহিনীচিত্র প্রদর্শিত হবে, ফুটে উঠবে ২০১১ সালে আরব দুনিয়া জুড়ে আলোড়ন, উত্থান-পতনের ইতিহাস৷

অপরদিকে থাকবে জাপানে ফুকুশিমা বিপর্যয়ের পর পরিবেশ সংক্রান্ত আরেক ধরণের সামাজিক চেতনার বিকাশ নিয়ে বিভিন্ন  ছবি৷ বার্লিনালে'তে রাজনীতি-ঘেঁষা ছবি প্রদর্শনের ঐতিহ্যের কথা স্মরণ করে ফেস্টিভাল পরিচালক ডিটার কসলিক নিজেই বলেছেন, ‘‘ওটাই আমাদের পক্ষে স্বাভাবিক পথ৷''

সমাজে শিল্পীর স্থান ও ভূমিকা নিয়ে বিতর্কে বার্লিন চিরকালই অগ্রণী৷ গতবছর বার্লিন চলচ্চিত্র উৎসব এক ইরানি চিত্রপরিচালকের স্বদেশে গ্রেপ্তার হওয়ার ঘটনার বিরুদ্ধে প্রতিবাদের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে৷ তেহরান সরকার জাফর পানাহি'কে বার্লিনে আসতে দেননি, যদিও তাকে বার্লিনালে'র জুরিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল৷ এ'বছর চীনের ভিন্নমতাবলম্বী শিল্পী আই ওয়ে ওয়ে সংক্রান্ত একটি তথ্যচিত্রকে নিয়ে অনুরূপ ঝড় উঠতে পারে৷

অপরদিকে ‘‘দ্য আয়রন লেডি'' খ্যাত মেরিস স্ট্রিপ স্বয়ং আসছেন একটি লাইফটাইম এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড নিতে৷ বার্লিনালে'র সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন বেয়ার' বা স্বর্ণভল্লুকের জন্য প্রতিযোগিতায় নামছে ১৭টি ছবি৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ