বার্লিন প্রাচীর03.11.2009৩ নভেম্বর ২০০৯১৯৮৯ সালের ৯ নভেম্বর কুখ্যাত বার্লিন প্রাচীরের পতন ঘটেছিল৷ বার্লিন হয়েছিল পুনরএকত্রিত৷ তারই হাত ধরে অবসান ঘটেছিল জার্মানির তথা ইউরোপের বিভক্তি৷ বার্লিন প্রাচীর পতনের নানা দিক নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন৷লিংক কপিছবি: APবিজ্ঞাপন