1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনকে ডিজিটাল ও টেকসই করে তুলছে সিটিল্যাব

৯ মার্চ ২০২১

করোনা সংকটের অন্যতম শিক্ষা হলো ডিজিটাল, পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জের মোকাবিলা করা৷ বার্লিনে এক উদ্যোগের মাধ্যমে ছাত্রছাত্রীরা সেই দিশায় বিভিন্ন প্রকল্প তুলে ধরছেন৷

বার্লিন
ছবি: imago images/Panthermedia

বার্লিনের সিটিল্যাবের গ্রীষ্মকালীন পাঠক্রমে অংশ নিয়ে কয়েকজন ছাত্রছাত্রী তাদের কোডিং ও প্রোগ্রামিংয়ের দক্ষতা কাজে লাগিয়ে শহরগুলির ইকোলজি আরও টেকসই করে তুলছেন৷ বিশেষ অ্যাপ ও ডিভাইস তৈরির কাজে তারা অবদান রাখছেন৷ সারা রাইশার্ট তাদেরই একজন৷ নিজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘‘আমাদের চারিপাশের জগত প্রযুক্তিসর্বস্ব৷ অদৃশ্য ও অপরিহার্য এমন সব মাইক্রোকন্ট্রোলারের সাহায্যে আমাদের দৈনন্দিন জীবনের অনেক কিছু পরিচালিত হয়৷ এখানে আমরা সেগুলির সাহায্যে নতুন কিছু করতে চাই৷’’

নয় দিন ধরে সামার স্কুলের বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণকারীরা নানা ধরনের আইডিয়া ও উদ্ভাবন তুলে ধরেন৷ ক্লাসঘরের বাইরে মনোরম পরিবেশ এ ক্ষেত্রে সহায়ক হয়৷ সিটিল্যাব নামের উদ্যোগের আওতায় বার্লিনের মানুষ টেকসই পৌর উন্নয়নের ক্ষেত্রে একসঙ্গে কাজ করার সুযোগ পান৷ অংশগ্রহণকারী হিসেবে মার্কুস জ্লজভ বলেন, ‘‘সামার স্কুলের এই কাঠামো আমার ভালো লাগে৷ বাইরে, খোলা আকাশের নীচে আমরা মিলিত হই এবং বেশ ইন্টারেস্টিং প্রযুক্তি ও বিষয় নিয়ে কাজ করি৷ আমাদের কিছু অনলাইন লেকচার হয়েছে বটে, কিন্তু এখন আমরা ছোট ছোট দলে নির্দিষ্ট প্রকল্পে কাজ করছি৷ করোনা সংকট শুরু হবার পর দূরে বসেই সবকিছু করতে হয়েছে বলে আমি সেই পরিবেশের অভাব বোধ করছি৷ অবশেষে আবার আমরা একসঙ্গে কাজ করতে পারছি৷ বিষয়গুলিও ইন্টারেস্টিং৷’’

টেকসই শহর গড়ে তোলার প্রশিক্ষণ

04:04

This browser does not support the video element.

বার্লিনের চারটি বিশ্ববিদ্যালয়ের ৫৪ জন ছাত্রছাত্রী চলতি বছরের সামার স্কুলে অংশ নিয়েছিলেন৷ প্রোফেসর কারোলিন শ্র্যোডারের অনলাইন লেকচারের বিষয় ছিল ডিজিটালাইজেশন ও টেকসই প্রক্রিয়া৷ তাঁর মতে, শহরের উন্নয়ন প্রক্রিয়ায় নাগরিকদের আরও বেশি শামিল করা উচিত৷ প্রো. শ্র্যোডার বলেন, ‘‘সমাজের বিভিন্ন অংশের কাছে কীভাবে তথ্য পৌঁছে দেওয়া যায়? বিশেষ করে যাদের ইন্টারনেট সম্পর্কে বেশি অভিজ্ঞতা নেই, যারা কম্পিউটার প্রোগ্রাম তৈরি করতে পারে না৷ তারা কীভাবে তথ্যের নাগাল পেয়ে সেটি কাজে লাগিয়ে বাকিদের সঙ্গে সহযোগিতায় নতুন কিছু তৈরি করতে পারে?’’

ওয়ার্কশপের বেশিরভাগ অংশগ্রহণকারী বিজনেস ইনফরমেশন সিস্টেম নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন৷ ফলে তারা প্রযুক্তি ও কম্পিউটার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করেন৷ তাঁরা আইডিয়ার আদানপ্রদান এবং উদ্ভাবনশীল, টেকসই ও পরিবেশবান্ধব প্রকল্পে কাজের সুযোগ উপভোগ করেন৷ সিটিল্যাবের অংশগ্রহণকারী হিসেবে লিনা হেনসেল বলেন, ‘‘মোবাইল ফোন চার্জ করতে বা ডেভেলপমেন্ট বোর্ড চালাতে আমি এক সোলার প্যানেল ও লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেছি৷ যেখানে বিদ্যুৎ গ্রিডের সংযোগ নেই, সেখানেও এটির সাহায্যে কাজ করা যায়৷ সেটা সম্ভব করতে আমি একটি অ্যাপ সৃষ্টি করেছি৷’’

সামার স্কুলের ছাত্রছাত্রীদের প্রকল্পগুলির মধ্যে কয়েকটি বেশ নজর কেড়েছে৷ শহরের গাছপালার জন্য জলবিদ্যুতের এক প্রণালী এবং টেকসই উদ্যোগের হদিশ দিতে শহরের ডিজিটাল মানচিত্রের বেশ কদর হচ্ছে৷ প্রো. কারোলিন শ্র্যোডার মনে করেন, ‘‘বেশ কিছু কাল ধরে জার্মানিতে ডিজিটালাইজেশন প্রক্রিয়াকে তেমন গুরুত্বপূর্ণ মনে করা হতো না৷ এমনকি সরকারেরও এমন মনোভাব ছিল৷ এর জন্য বিশাল বিনিয়োগের প্রয়োজন৷ অর্থাৎ গোটা দেশকে ডিজিটাল করে তুলতে অনেক সম্পদের প্রয়োজন৷ টেকসই প্রক্রিয়ার প্রচারের ক্ষেত্রেও সেটা প্রজোয্য৷ এখনো অনেক পথ চলা বাকি রয়েছে৷’’

এই ছাত্রছাত্রীরা হাতের সুযোগ কাজে লাগিয়ে বার্লিন তথা সম্ভবত গোটা বিশ্বকে আরও স্মার্ট, পরিবেশবান্ধব ও টেকসই করে তোলার উদ্যোগ নিচ্ছে৷

ইয়ুলিয়া হাইনরিশমান/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ