1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিন শহরেই চাষাবাদের নানা সুযোগ

১৫ মার্চ ২০২৩

জার্মানির রাজধানী বার্লিনে সবুজের অভাব নেই৷ শহরের মানুষ, বিশেষ করে শিশুদের জন্য চাষবাস, প্রকৃতি ও সংরক্ষণ সম্পর্কে জানার সুযোগ করে দিচ্ছে অসংখ্য কমিউনিটি গার্ডেন৷

Ein urbaner Garten namens Prinzessinnengärten in Berlin.
ছবি: DW/M.Clausen

গত রাতে তুষারপাতের পর স্কুলের সবজির খেতের কী অবস্থা? কোরা, হিরা, মাক্স ও ইয়োহানেস সেটা জানতে চায়৷ কয়েক সপ্তাহ আগে তাদের ক্লাস রাইয়ের ছোট খেত প্রস্তুত করেছে৷ হিরা বলে, ‘‘এখন কয়েকটি চারা গজিয়েছে৷ গত বার আমরা কিছুই দেখতে পাই নি৷ আমরা সবে বীজ বপন করেছিলাম৷''

বার্লিন শহরের মধ্যে হাইওয়ের ধারেই এই গার্ডেনিং স্কুল অবস্থিত৷ প্রায় ১০,০০০ বর্গ মিটার জুড়ে অনেক গাছ, ছোট আঙুরের খেত, পুকুর ইত্যাদি রয়েছে৷ স্কুল পড়ুয়ারা সেখানে হাতেনাতে অনেক কিছু শেখার সুযোগ পায়৷ গার্ডেনিং স্কুলের শিক্ষিকা সুসানে ম্যুলার-কাল বলেন, ‘‘বার্লিনের গার্ডেনিং স্কুলগুলি শহরের সবুজ ও শিক্ষামূলক জমিতে অবস্থিত৷ কয়েকটি এমনকি একশো বছরেরও বেশি পুরানো৷ শিশুরা এখেনে প্রকৃতি আবিষ্কার করতে পারে, পরিবেশ সম্পর্কে শিক্ষা নিতে পারে৷ তবে শুধু শিশু নয়, এখন বড়রাও এখানে আসতে পারেন৷ সংরক্ষণ ও পরিবেশের মতো বিষয় সম্পর্কে জানতে চাইলে, বা নিছক প্রকৃতির অভিজ্ঞতা পেতে চাইলে যে কেউ এখানে আসতে পারেন৷''

আজ কনিফার জাতীয় গাছ সম্পর্কে শিক্ষার পালা৷ কাছেই শিশুদের স্কুল৷ প্রতি মাসে তারা এখানে এসে নানা বিষয়ে জানতে পারে৷ পৌর কর্তৃপক্ষই এই গার্ডেনিং স্কুলের অর্থায়ন করে৷ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত না হলেও যে কেউ শিক্ষামূলক ইভেন্টে অংশ নিতে পারে৷

শহরের পূর্বাংশে একেবারে ভিন্ন ধরনের এক প্রকল্প চলছে৷ সেটিকে ‘ইন্টারকালচারাল কমিউনিটি গার্ডেন' বলা হয়৷ কমিউনিস্ট জমানার পুরানো ভবনগুলির মাঝে কয়েক মাস আগে ফসল তোলা হয়েছে৷ সেখানে যে কেউ সর্বসাধারণের জন্ম উন্মুক্ত খেত ব্যবহার করতে পারে৷ নিজস্ব ৪০ বর্গ মিটার খেতের জন্য মাসে ১৫ ইউরো মাসুল দিতে হয়৷ তবে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের নিয়ম নেই৷

টিম কেগেলার সেই বাগানের দায়িত্বে রয়েছেন৷ তিনি নিজে অবশ্য মালি নন, সমাজকর্মী৷ তিনি বলেন, ‘‘ইন্টারকালচারাল গার্ডেনের ভিন্ন এক কনসেপ্ট রয়েছে৷ এগুলি সবার জন্য উন্মুক্ত৷ পাড়ার মধ্যেই সেগুলি অবস্থিত৷ এগুলি বিভিন্ন সংস্কৃতির মধ্যে আদানপ্রদানও বাড়ায়৷ আমরা এলাকার বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করি, যেমন শরণার্থীদের আবাস, পাশের কিন্ডারগার্টেন বা রাস্তার অন্য দিকের প্রাইমারি স্কুল৷''

বার্লিনে চাষাবাদ

04:28

This browser does not support the video element.

শহরে বেশ কয়েক ডজন কমিউনিটি গার্ডেন রয়েছে৷ তার মধ্যে অনেকগুলি বিভিন্ন সংস্কৃতির মধ্যে মেলবন্ধন ঘটায়৷

দীপ্তি আকোরথ ও তার স্বামী বিপিন মাধবানুনি আরও বাস্তবধর্মী বাগানের কনসেপ্ট বেছে নিয়েছেন৷ ভারত থেকে আসা এই দুই সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার শহরের উপকণ্ঠে একটি বাগান ভাড়া নিয়েছেন৷

বাসা থেকে সাইকেলে চেপে কয়েক মিনিটের মধ্যে সেখানে পৌঁছানো যায়৷ এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্ত তাঁরা সেখানে শাকসবজির চাষ করেন৷ দীপ্তি বলেন, ‘‘কোভিডের সময়ে আমরা কাজ শুরু করেছিলাম৷ কারণ সে সময়ে অন্য কিছুই করার ছিল না৷ বাসা থেকেই কাজ করছিলাম৷ ফলে এভাবে বাসার বাইরে গিয়ে ভালো কিছু করার সুযোগ পেলাম৷ অন্য কিছু করার উপায় ছিল না৷ আমারা ভ্রমণ করতে পারছিলাম না৷ এ বছরও একই কাজ চালিয়ে গেছি৷''

ফসল তোলার মৌসুমের জন্য গার্ডেনিং স্কুলের শিশুদের আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে৷ তবে শীতকালে ‘কনিফার' বিষয়ের কল্যাণে তারা এখন চিরসবুজ গাছ সম্পর্কে বিশেষজ্ঞ হয়ে উঠেছে৷

নিয়মিত বাগানে যাবার কারণে প্রকৃতি সম্পর্কে তাদের জ্ঞান ও কদর বাড়বে বলে ধরে নেওয়া হচ্ছে৷ স্কুলের গণ্ডি পেরোনোর বহুকার পরেও সেই জ্ঞান তাদের কাজে লাগবে৷

টাবেয়া ম্যার্গেনটালার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ