1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিলভিও বার্লুসকোনি,

১৮ ডিসেম্বর ২০১২

বয়স হয়েছে ৭৬, তাতে কি? জীবনটা তো আর শেষ হয়নি৷ ইটালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি তাই এই বয়সে এসেও বাগদত্ত হলেন৷ কন্যা তাঁর চেয়ে মাত্র ৪৮ বছরের ছোট!

ছবি: Getty Images

ইউরোপের রাজনীতিতে ‘প্লেবয়' বলতে গেলে এই একজনই, সিলভিও বার্লুসকোনি৷ একের পর এক নারী এসেছে তাঁর জীবনে, ফর্মালি কিংবা ইনফর্মালি৷ বেশিরভাগই তরুণী৷ তাদের একটা গ্রুপও রয়েছে, নাম ‘সিলভিও, উই মিস ইউ'৷ সেই গ্রুপের অন্যতম তন্বী ২৮ বছরের ফ্রাঞ্চেস্কা পাসক্যাল হলেন বার্লুসকোনির নতুন বাগদত্তা৷

রোববার খুশি মনেই এই খবর জানিয়েছেন ইটালির অন্যতম ধনকুবের৷ ইটালির একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘শেষ পর্যন্ত আমার একাকিত্ব কিছুটা ঘুচেছে''৷ উল্লেখ্য, গত ২০০৮ সালে বার্লুসকোনিকে ছেড়ে যান তাঁর দ্বিতীয় স্ত্রী

এদিকে, নতুন বাগদত্তার খবরের পাশাপাশি খারাপ সংবাদও রয়েছে বার্লুসকোনির জন্য৷ তাঁর বিরুদ্ধে চলা তথাকথিত ‘‘বুঙ্গা বুঙ্গা ট্রায়াল'' আগামী ফেব্রুয়ারি মাসেই শেষ হতে পারে৷ এই মামলায় তাঁর বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক যৌনকর্মিদের সঙ্গে সম্পর্ক রাখা, ক্ষমতার অপব্যবহার ইত্যাদি নানাবিধ অভিযোগ আনা হয়েছে৷

বার্লুসকোনির প্রাক্তন পরিচিতা রুবি রুবাকুয়োরিছবি: picture alliance/dpa

আরআই/ডিজি (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ