1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চিন্তিত ইইউ নেতারা

জাহিদুল হক১২ ডিসেম্বর ২০১২

ইটালির আলোচিত-সমালোচিত সাবেক প্রেসিডেন্ট সিলভিও বার্লুসকোনি আবার রাজনীতিতে ফিরে আসার ঘোষণা দিয়েছেন৷ আর তাতে ইউরোপের অর্থনীতি নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন ঐ অঞ্চলের নেতারা৷

Italiens damaliger Premierminister Silvio Berlusconi gestikuliert bei einem Parteitag der PDL in Rom, Italien (Foto vom 16.04.11). Fast 18 Jahre lang galt Silvio Berlusconi als das Enfant terrible unter den europaeischen Spitzenpolitikern. Neben seinen zahlreichen Justiz- und Sexskandalen ist er international vor allem fuer seine teilweise bizarren Aeusserungen auf dem diplomatischen Parkett bekannt. Italiens skandalumwitterter Ex-Ministerpraesident Silvio Berlusconi will bei den Parlamentswahlen im Fruehjahr 2013 nun doch nicht noch einmal kandidieren. (zu dapd-Text) Foto: Riccardo De Luca/AP/dapd
ছবি: dapd

কারণ ইটালি ইউরোজোনের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ৷ তারা যদি সমস্যায় পড়ে মানে, ইটালিকে যদি গ্রিসের মতো আর্থিক সহায়তা দেয়ার প্রয়োজন পড়ে, তাহলে সেটা হবে ইউরোজোনের জন্য খারাপ খবর৷ এর আগে সে সম্ভাবনা দেখাও গিয়েছিল৷ কিন্তু ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেয়ায় সমস্যা এড়ানো গিয়েছিল৷ আর সেটা সম্ভব হয়েছিল ইটালিতে মারিও মন্টির সরকার থাকায়৷ যদিও তারা নির্বাচিত সরকার ছিল না৷ কিন্তু সপ্তাহান্তে মন্টি বলেছেন, কয়েক দিনের মধ্যেই তিনি পদত্যাগ করবেন৷ ফলে আর দু'তিন মাসের মধ্যেই ইটালিতে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ তাতে জয়ী হয়ে আসতে পারেন সেই বার্লুসকোনি, যিনি আসলে ইটালির অর্থনৈতিক দুরবস্থার জন্য দায়ী৷ ইউরোপের নেতাদের চিন্তাটা সে কারণেই৷

চিন্তিত ইইউ নেতারাছবি: picture alliance / dpa

এদিকে মন্টির পদত্যাগের কারণ, তাঁর সরকার হচ্ছে টেকনোক্রেট সরকার৷ আর্থিক দুরবস্থা সামলাতে গত বছর নভেম্বরে মন্টির নেতৃত্বে এই সরকার গঠিত হয়েছিল৷ তাতে অনুমোদন দিয়েছিল ইটালির সব রাজনৈতিক দলগুলো৷ কিন্তু গত সপ্তাহে বার্লুসকোনির দল মন্টি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়৷ তাই চলে যেতে হচ্ছে মন্টিকে৷ এদিকে মজার ব্যাপার হচ্ছে, বার্লুসকোনির কারণে ইটালির আর্থিক পরিস্থিতি খারাপ হতে শুরু করলেও, উল্টো বার্লুসকোনিই এখন মন্টিকে মন্দার জন্য দায়ী করছেন৷ তিনি বলছেন, মন্টি জার্মানির পরামর্শ অনুযায়ী কাজ করার কারণেই নাকি ইটালির এই অবস্থা৷

বার্লুসকোনির রাজনীতিতে ফিরে আসার ঘোষণায় ইতিমধ্যে বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে৷ কেননা বিনিয়োগকারীদের আশঙ্কা, মন্টি যে সংস্কার কাজ শুরু করেছিলেন সেটা বন্ধ করে দিতে পারেন বার্লুসকোনি৷ ফলে ইটালি আবারও আগের অবস্থায় ফিরে যেতে পারে৷ তবে জার্মানির আশা, ইটালির নির্বাচনে যেই জিতুক তারা যেন মন্টির সংস্কার কাজ চালু রাখে৷ নইলে সেটা পুরো ইউরোপের জন্যই ‘বেশ খারাপ' হবে বলে মনে করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ