1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্সার ফুটবলার গড়ার প্রতিষ্ঠান ‘লা মাজিয়া’

৩০ মার্চ ২০১৩

২০১০ সালে ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের জন্য মনোনীত চূড়ান্ত তিনজন ছিলেন লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা আর শাভি এর্নান্দেজ৷ তাঁরা তিনজনই ছিলেন ‘লা মাজিয়া’-র শিক্ষার্থী৷

ছবি: picture-alliance/dpa

লা মাজিয়া হলো বার্সেলোনার যুব ফুটবল অ্যাকাডেমির নাম৷ বলা যায়, ফুটবলার গড়ার কারখানা৷

এবার বার্সেলোনার কিছু রেকর্ডের দিকে তাকানো যাক৷ দলটি স্প্যানিশ লা লিগার গত চার মরসুমের মধ্যে তিনবারই চ্যাম্পিয়ন হয়েছে৷ একই সময়ে ইউরোপের সেরা হয়েছে দুবার৷

এই অসামান্য সাফল্যের পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি তারা সবাই ঐ লা মাজিয়ার শিক্ষার্থী৷

আন্দ্রেস ইনিয়েস্তাছবি: picture-alliance/dpa

শুধু বার্সেলোনাই নয়, লা মাজিয়ার ফুটবলাররা অবদান রেখেছে স্পেন জাতীয় দলের সাম্প্রতিক সাফল্যেও৷ তাদের উপর ভর করেই স্পেন পরপর দুবার ইউরোপের সেরা হয়েছে৷ জিতেছে প্রথমবারের মতো বিশ্বকাপও৷

‘টোটাল ফুটবল' ঘরানার সেরা খেলোয়াড় নেদারল্যান্ডসের ইয়োহান ক্রইফ ১৯৭৯ সালে বার্সেলোনাকে এই যুব অ্যাকাডেমি গড়ে তোলার প্রস্তাব দিয়েছিলেন৷ এরপর থেকে মূলত তাঁর তত্ত্বাবধানেই অ্যাকাডেমির কার্যক্রম পরিচালিত হয়েছে এবং ধীরে ধীরে সেটা বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে৷

ইয়োহান ক্রইফ নিজে তিন তিনবার ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন৷

লা মাজিয়ার এখনকার প্রধান গুইলেরমো আমোর এই অ্যাকাডেমির প্রথমদিককার শিক্ষার্থী৷ তিনিই প্রথম অ্যাকাডেমি থেকে বার্সেলোনার মূল একাদশে জায়গা পান৷

শাভি এর্নান্দেজছবি: picture-alliance/dpa

তিনি বলছেন, বার্সেলোনার খেলার ধরণ হলো নিজেদের মধ্যে শর্ট পাস দিয়ে সামনে এগিয়ে যাওয়া৷ ‘টিকি-টাকা' নামে যেটি বেশি পরিচিত৷ ফলে নতুন প্রতিভা খোঁজার ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখা হয়৷ যেসব শিশু ফুটবলারদের মধ্যে এই বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায় তাদেরকেই অ্যাকাডেমিতে নিয়ে আসা হয়৷

একেবারে অল্প বয়স গ্রুপের খেলোয়াড় খোঁজা হয় বার্সেলোনা ও তার আশেপাশের এলাকা থেকে৷ তবে একটু তরুণ বয়সের গ্রুপের জন্য বিশ্বের যে কোনো দেশ থেকেই তরুণদের আনা হয়৷

বার্সেলোনা যুব অ্যাকাডেমির এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে বিশ্বের অনেক বড় ক্লাব এ ধরণের প্রতিষ্ঠান গড়ে তুলতে চাইছে৷ যেমন ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি৷ ২০১৪-১৫ মরসুমের শুরুতেই অ্যাকাডেমি চালু হয়ে যাওয়ার আশা করা হচ্ছে৷ সেখানে প্রায় চারশো তরুণ ফুটবলার প্রশিক্ষণ নিতে পারবে৷ 

জেডএইচ/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ