1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্সেলোনার হার

২৭ নভেম্বর ২০১৩

বার্সেলোনাকে মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ দিয়েছে আয়াক্স আমস্টারডাম৷ গতবারের রানার্স আপ বোরুসিয়া ডর্টমুন্ড আরেক ম্যাচে নাপোলিকে হারিয়ে ধরে রেখেছে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে খেলার আশা৷

Borussia Dortmund's Marco Reus (L) celebrates after scoring a goal on penalty against Napoli during their Champions League group F soccer match in Dortmund November 26, 2013. REUTERS/Ina Fassbender (GERMANY - Tags: SPORT SOCCER)
ছবি: Reuters

নেদারল্যান্ডসের আয়াক্স আমস্টারডামের মাঠে ২-১ গোলে হেরেছে লিওনেল মেসিবিহীন বার্সেলোনা৷ নতুন কোচ গেরার্দো মার্তিনোর অধীনে এ মৌসুমে এটি তাদের প্রথম হার৷ তবে হারলেও বার্সার অবশ্য কোনো ক্ষতি হয়নি, কেননা গ্রুপ ‘এইচ' থেকে আগেই শেষ ষোলোয় ওঠা নিশ্চিত করে রেখেছিল তারা৷ মঙ্গলবারের ম্যাচের পুরো দ্বিতীয়ার্ধ ১০ জন নিয়ে খেলেছে আয়াক্স৷ তারপরও নিজেদের মাঠে জয় পেতে অসুবিধা হয়নি ডাচ দলটির৷

গ্রুপ ‘এফ'-এ ইতালির নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছে জার্মানির বোরুসিয়া ডর্টমুন্ডবুন্ডেসলিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখের কাছে সপ্তাহান্তের ৩-০ গোলের হারসহ গত কয়েকদিনে টানা তিনটি ম্যাচ হেরে যে দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছিল, এ জয় তাদের তা কাটিয়ে ওঠার মনোবল তো দিয়েছেই, সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখার আনন্দও দিয়েছে৷ এই গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল৷ সমান ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ডর্টমুন্ড ও নাপোলি৷ এখনো তিনটি দলের পক্ষেই নকআউট পর্বে ওঠা সম্ভব৷ মঙ্গলবার আরেক ম্যাচে সেল্টিককে ৩-০ গোলে হারিয়েছে এসি মিলান৷ চেলসি ১-০ গোলে হেরে গেছে বাসেলের কাছে৷ তারপরও অবশ্য ২০১২-র চ্যাম্পিয়ন চেলসি শেষ ষোলোয় উঠেছে৷

এসিবি/জেডএইচ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ