1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্সেলোনাকে ফুটবল খেলা শেখালো বায়ার্ন

২৪ এপ্রিল ২০১৩

মিউনিখ আর বার্সেলোনা৷ আনন্দ আর শোকের নগরী৷ মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগের খেলার পর এই হলো দুই শহরের বর্তমান অবস্থা৷

ছবি: Getty Images

বার্সেলোনার মতো দলকে ৪-০ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকেই চমকে দিয়েছে বায়ার্ন মিউনিখ৷ কেউ কেউ বলছেন, সাম্প্রতিক সময়ে যে দল বিশ্বকে একের পর এক চমক দেখিয়েছে এবার তারা নিজেরাই চমকে গেছে৷ বার্সেলোনাকে ফুটবলের নতুন শিক্ষা দিয়েছে বায়ার্ন, এমন বক্তব্য রয়টার্সের৷

বায়ার্নের কর্তৃত্ব মেনে নিয়েছেন বার্সার কোচ, খেলোয়াড় থেকে শুরু করে সবাই৷ সহকারী কোচ জোর্দি রুরার মন্তব্য, ‘‘বায়ার্নকে অভিনন্দন জানাচ্ছি৷ তারা সত্যিই খুব শক্তিশালী দল৷'' মেসির মন্তব্য, ‘‘বায়ার্ন বুঝিয়ে দিয়েছে যে তারা আমাদের চেয়ে বেশি শক্তিশালী৷ তারা আমাদের সব বিভাগেই হারিয়েছে৷'' খেলার ফলটাকে মেসির কাছে লজ্জাজনক মনে হয়েছে৷

বায়ার্ন চেয়ারম্যান কার্ল-হাইনৎস রুমেনিগে বলছেন, এমন রাত তাঁর জীবনে আর আসেনি৷ ‘‘আমরা আজকে দারুণ খেলেছি,'' বলছেন তিনি৷

প্রথম গোল করছেন বায়ার্নের ম্যুলারছবি: Getty Images

বায়ার্নের রোবেন বলছেন, ‘‘গত কয়েক বছর ধরে ইউরোপীয় ফুটবলে প্রভাব বিস্তার করে আছে বার্সেলোনা৷ তাদের বিরুদ্ধে এত বড় ব্যবধানের জয় অবিশ্বাস্য৷''

তবে কিছুটা সংযত প্রতিক্রিয়া জানিয়েছেন বায়ার্ন কোচ ইয়ুপ হেইঙ্কেস৷ তিনি বলছেন, ‘‘অবশ্যই আমরা খুশি৷ বিশেষ করে এত ভালোভাবে জিতে৷ তবে আমাদের সামনে এখনো ৯০ মিনিট খেলা আছে৷''

রেফারির সিদ্ধান্ত নিয়ে আলোচনা

বায়ার্নের দ্বিতীয় ও তৃতীয় গোলের সময় রেফারির সিদ্ধান্ত নিয়ে বার্সার কয়েকজন খেলোয়াড় ও স্প্যানিশ গণমাধ্যমে কিছুটা সমালোচনা শোনা গেছে৷ ‘মুন্ডু ডেপোর্টিভো' পত্রিকার হিসেবে প্রথম তিনটা গোলই অফসাইড ও ফাউলের কারণের বাদ দেয়া যেত৷ অবশ্য পত্রিকাটা এটাও স্বীকার করেছে যে, বায়ার্নকে দুটো পেনাল্টি দেয়া হয়নি৷ বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে অবশ্য রেফারিকে কোনো দোষ দিতে চাননি৷ তিনি বলেছেন, ‘‘খেলার ফলের উপর রেফারির কোনো প্রভাব ছিল না৷ তারা (বায়ার্ন) আমাদের চেয়ে ভালো ফুটবল খেলেছে৷ তাই তারা জিতেছে৷''

আহত মেসিকে খেলায় খুঁজে পাওয়া যায়নিছবি: PIERRE-PHILIPPE MARCOU/AFP/Getty Images

‘অসম্ভব'

প্রথম লেগে ৪-০ গোলে হেরে পরবর্তী রাউন্ডে যাওয়ার কোনো ইতিহাস চ্যাম্পিয়নস লিগে ঘটেনি৷ বার্সা সেটা করতে পারবে কিনা তা নিয়ে আলোচনা হচ্ছে৷ মেসি স্বীকার করছেন এই অবস্থায় ফাইনালে যাওয়াটা কঠিন হবে৷ তবে হাল ছেড়ে দিতে রাজি নন তিনি৷ জেরার্ড পিকের কাছে মনে হচ্ছে ফাইনালে যাওয়াটা ‘প্রায় অসম্ভব৷' সহকারী কোচ রুরার মতে পরিস্থিতিটা কঠিন৷ তবে ন্যু ক্যাম্পে বার্সা জেতার চেষ্টা করবে বলে জানান তিনি৷ ‘মুন্ডু ডেপোর্টিভো' বিষয়টা নিয়ে পাঠকদের মধ্যে একটা জরিপ চালিয়েছে৷ মাত্র ১৯ শতাংশ উত্তরদাতা মনে করছেন বার্সা হয়তো ফাইনালে যেতে পারে৷

আপনি কি মনে করছেন?

জেডএইচ/ডিজি (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ